কালাইডোস্কোপ, গণরণসঙ্গীত ও বরাহশিকার

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: বুধ, ১৬/১২/২০০৯ - ১১:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:


১.
সচলের প্রধান অ্যানিমেটর সুজন চৌধুরীর একটা বড় সমস্যা হচ্ছে, বাংলা টাইপিঙে মন্থরতা। সুজন্দা টাইপিঙে আরেকটু সড়গড় হলে সম্ভবত সচলায়তনে গল্পের ঝুলি তাঁরই সবচেয়ে বড় থাকতো।

তবে লেখার খামতি সুজন্দা এঁকে পুষিয়ে দ্যান অহরহই। সচলের একদম শুরু থেকেই তাঁকে জ্বালিয়ে অতিষ্ঠ করছি নানা আঁকাআঁকির আবদার করে। প্রতিদিনের ব্যস্ততা থেকে একটু সময় বের করে সুজন্দা সেই আবদারের একটা বড় অংশ পূরণ করে আসছেন।

সুজন চৌধুরী শুধু আমার কালাতো ভাই-ই নন (আমরা দু'জনেই ঘোর কৃষ্ণবর্ণ), আরো নানা ব্যাপারে তাঁর সাথে আমার ঐকমত্য আছে বলে অনুভব করেছি। তাই যখন সুজন্দাকে প্রস্তাব দিলাম, একটা ছোট্ট অ্যানিমেশন হাউস গড়ে তুললে কেমন হয়, সুজন্দা রাজি হতে সময় নেননি। অ্যানিমেটর হিসেবে তাঁর অভিজ্ঞতা এক দশকেরও বেশি, তিনি রাজি হবেন না তো কে হবেন?

কী নাম হবে সেই অ্যানিমেশন জোটের, যারা বানাবে নতুন ধারার বাংলা অ্যানিমেশন, যারা নতুন রঙের গল্প আর নতুন গল্পের রং যোগ করবে এই অনিশ্চিত, নতুন মাধ্যমে? অনেক তর্ক শেষে স্থির হলো, কালাইডোস্কোপ। দুই কালা-র ক্যালেইডোস্কোপ।

কালাইডোস্কোপ নিয়ে আমি খুব উত্তেজিত, সুজনদা আমার চেয়ে দুনিয়া বেশি দেখেছেন বলে একটু কম উত্তেজিত। আমরা চাই, বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে বাংলাভাষী টেলিভিশন সম্প্রচার শিল্পের জন্যে ছোটো ছোটো সবাক অ্যানিমেটেড ফিল্মস আর অ্যানিম্যাটিক তৈরি করতে, পেশাদারিত্বের সাথে, বাণিজ্যিক ভিত্তিতে। কতটা সফল হতে পারবো আমরা, জানি না, কিন্তু স্বপ্নভূক হয়েই তো বেঁচে আছি?

সচলের সবার পরামর্শ কামনা করছি এ ব্যাপারে। হুজুগ নয়, হঠাৎ মাথায় চাপা ভূত নয়, আমরা সিরিয়াস, একটা কিছু করতে চাই।

২.
স্বাধীনতার ৩৮ বছরে যুদ্ধাপরাধী রাজাকার-আলবদর-আলশামসদের বিরুদ্ধে কয়টা গান লেখা হয়েছে? কেউ কি একটু বলবেন দুয়েকটা গানের কলি? গেয়ে শোনাবেন? লিঙ্ক যোগাতে পারবেন?

আমার গান নিয়ে জ্ঞান অপ্রতুল, কিন্তু কান বলছে, মন বলছে, সেরকম কোনো গান আমরা লিখে উঠতে পারিনি। মুক্তিযুদ্ধের পক্ষে অনেক উদ্দীপনাযোগানিয়া গান আছে, স্বৈরাচারের বিরুদ্ধে গান আছে, কিন্তু এই যে বরাহশাবকের দল, এদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর জন্যে কোনো গান কি লিখেছেন কোনো গীতিকার? কোনো সুরকার সুর করেছেন? কোনো শিল্পী গেয়েছেন?

বেশি না, এমন একটা গান আমাকে দিন?

এমনি করে চেয়েছিলাম অনেকের কাছে, তাঁরা দিতে পারেননি।

আমি বাধ্য হয়ে একটা গান নিজে বেঁধেছি। এটা রাজাকারদের বিরুদ্ধে সক্রিয়তার মহাসমুদ্রে আমার এক ফোঁটা শিশির। গানটা নিয়ে আমি নিজে উৎফুল্ল, সারাদিন লুপে বাজিয়ে ফুল ভলিউমে শুনি আর নাচি।

গানটার নাম বরাহশিকার!

যারা আমার ফেসবুকবন্ধু, তাঁরা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন আমি বরাহশিকার নিয়ে স্ট্যাটাস দিয়ে আসছি কয়েক সপ্তাহ ধরে। কয়েকজন বন্ধুকে পূর্ণাঙ্গ গানটা শুনিয়েছি, কয়েকজনকে আংশিক, এবং উল্লাসের সাথে জেনেছি, গানটি নিয়ে আমার উত্তেজনা তাঁদের মাঝেও সংক্রামিত হয়েছে। গানটার প্রথম স্তবকের অডিও এখন যোগ করলাম এই পোস্টে। ফুল ভলিউমে শুনে দেখুন।
.
.

Get this widget | Track details | eSnips Social DNA

.
.

এই গানটির সম্পূর্ণ সংস্করণ, ৩ মিনিট ৩৬ সেকেন্ডের অডিও ফাইলটি জানুয়ারির ১ তারিখে সচলে অবমুক্ত করা হবে। এটিকে আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই। এটি হোক নতুন বছরে আমাদের প্রতিজ্ঞা। এই গান গাইতে গাইতে আমরা দলবেঁধে বইমেলায় যাবো, দলবেঁধে গাইতে গাইতে ফিরবো। এটি হোক আমাদের গণরণসঙ্গীত!

৩.
গানটা নেহায়েত গান হিসেবে মাথায় আসেনি। এর পেছনে একটা দীর্ঘ গল্প আছে, সেটা জানুয়ারির ১ তারিখে বলবো। গানটার নেপথ্যে যে গল্প আছে, সেই গল্পের ওপর ভিত্তি করে সুজনদা একটা অ্যানিম্যাটিক তৈরি করছেন কয়েক সপ্তাহ ধরে। আমাদের ইচ্ছা ছিলো বিজয় দিবসে আমরা এটা শেষ করে সচলে আপলোড করবো, কিন্তু সময়ে কুলায়নি। তাই একটা ট্রেলার যোগ করছি আমাদের অ্যানিমেটেড গীতিনাট্যের, যেটির নাম "বরাহশিকার!" এটি একটি লো-রেজ সংস্করণ, আকার ছোটো রাখার জন্যে অনেক কিছুই যোগ করা হয়নি।

আপনাদের প্রতিক্রিয়ার আশায় রইলাম আমরা।

ভিডিওটি স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকে। রাইট মাউজ ক্লিক করে "প্লে" আর "লুপ" নিয়ন্ত্রণ করতে পারবেন।


আপাতত কালাইডোস্কোপের জন্যে একটা পেইজ খোলা হয়েছে ফেসবুকে। ফ্যান কথাটা আমার পছন্দ নয়, ফেসবুক পেইজটিতে সহযাত্রী হিসেবে আপনারা সকলে আমন্ত্রিত। ধন্যবাদ।


ফলোআপঃ সম্পূর্ণ গান


মন্তব্য

খেকশিয়াল এর ছবি

বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

যুধিষ্ঠির এর ছবি

দুর্ধর্ষ। শুনে রক্তে আগুন প্রতিরোধ গড়ে! ফেসবুকে ছড়িয়ে দিচ্ছি এখুনি।

কালাইডোস্কোপের জন্য গাদা গাদা শুভকামনা।

অনার্য সঙ্গীত এর ছবি

উ...লু..লু..লু..লু..লু..লু..লু..উ..উ..উ...
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ওডিন এর ছবি

ধারালো!
______________________________________
আসলে কি ফেরা যায়?

মাহবুব লীলেন এর ছবি

এদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর জন্যে কোনো গান কি লিখেছেন কোনো গীতিকার? কোনো সুরকার সুর করেছেন? কোনো শিল্পী গেয়েছেন?

বিষয়টাতো অতদিন খেয়াল করিনি
অনেক চেষ্টা করেও মনে করতে পারলাম না কোনো একটা গান
এবং এখন মনে হচ্ছে বিষয়টা নিয়ে গান তেমন একটা হয়নি

কিন্তু অসংখ্য নাটক/পথনাটক হয়েছে বাংলাদেশে
সেগুলোতে কিছু কিছু গানও ছিল

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বাহ্ বাহ্ হাততালি

অনার্য সঙ্গীত এর ছবি

উ...লু..লু..লু..লু..লু..লু..লু..উ..উ..উ...
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

মুস্তাফিজ এর ছবি

ফাটাফাটি

...........................
Every Picture Tells a Story

ধুসর গোধূলি এর ছবি
বন্যরানা [অতিথি] এর ছবি

সত্যি দুর্ধর্ষ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কালকেই তো এইটারে সচলাড্ডার গান বানানোর কথা জানাইলাম, এইবার বইমেলা জমায়ে দিবো এই গান দিয়া...
অভিনন্দন বরাহশিকারীদের
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

বর্ষা এর ছবি

সুর বড়ো সুন্দর। সুজনদার কাজতো বরাবরই পৃথিবী সেরা। কিন্তু কথা নিয়ে আগেও বলেছি, এখনো বলছি- সোজা সরল কথা ছাড়া সব স্তরের মানুষের কাছে পৌছানো যাবেনা। সচলের পাঠকের মতো দেশের সবাই হয়তো কথাগুলো বুঝতে নাও পারে। এই টাইপ গান গুলো খুব সহজ ভাষায় লিখতে হয় যেনো সবাই বুঝতে পারে।এইটা আমার মত। হাসি

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

যুধিষ্ঠির এর ছবি

এইটা একটা ভালো পয়েণ্ট।

ধুসর গোধূলি এর ছবি

- তোমার ভাগ্য ভালো যে গীতিকারের নাম "বদ্দা" না। তাইলে বেঙ্গলি টু বেঙ্গলি ডিকশনারিতেও কুলাতো কিনা সন্দেহ আছে। হাসি

যাইহোক, এ ধরণের কথা ব্যবহার করার একটা দীর্ঘমেয়াদি সুবিধা আছে। কথাগুলো একটু আলাদা বলেই মানুষের মনোযোগ পাবে বেশি। এই কথাগুলো নিয়ে কেউ কেউ কথাও বলবে। এই গানটা নিয়ে যতো কথা হবে, ততোই গানটার আবেদন ছড়িয়ে পড়বে। এভাবে দেখো ব্যাপারটা।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

বর্ষা এর ছবি

বদ্দা হইলে তো আরো সহজ হইতো কাজ, আবদার জানাতে সুবিধা হইতো। হাসি

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

হিমু এর ছবি

দেশের সবাই না বুঝলেও কোনো ক্ষতি নাই। যারা বুঝবে তারা প্রথমে গাইবে। তারপর যারা বোঝে না, তারা আগ্রহী হয়ে আস্তে আস্তে বুঝে নেবে। আমরা তো হেলেদুলে ঈদে গান গাই, তোর সোনাদানা বালাখানা সব রাহে লিল্লাহ ♪♫। আমাকে বলো তো বালাখানা মানে কী?



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

এনকিদু এর ছবি

যেখানে বালা দের কে রাখা হয়


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

কনফুসিয়াস এর ছবি

বর্ষা-র পয়েন্টটা ঠিক আছে, আবার এর ব্যাতিক্রমও আছে। কারার ঐ লৌহ কপাট যেমন, অথবা নজরুলের প্রায় বেশিরভাগ গানেরই কথা অনেক কঠিন, কিন্তু শুনে শুনে মনে গেঁথে গেছে।
**

গানটা খুব জোশিলা হইছে হিমু ভাই। পুরাটা শুনতে মন আনচান করতেছে! হাসি

-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

বর্ষা এর ছবি

যেই গানগুলো উদাহরণ হিসেবে টানা হয়েছে, ঐগুলো কোনো উদ্দেশ্য আর এই গানের উদ্দেশ্য আলাদা। আমি ঠিক উদাহরণ দিলে মজা নষ্ট হবে তাই বলছিনা, তবে মনে করে দেখুন, নুরহোসেনের ছবিটি। হয়তো আমি আমার কথা আমি বোঝাতে পেরেছি, না পারলেও ক্ষতি নেই----এটা জরুরী বিষয় না। সুজনদার এ্যানিমেশন দিয়েই সব চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া যাবে।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

হিমু এর ছবি

বর্ষা তোমার আশঙ্কার কথা বুঝতে পেরেছি। অনেক উচ্চশিক্ষিত মানুষও "বরাহ" কথাটার অর্থ ঠিকমতো জানেন না। কিন্তু গানটা চালু করার পরদিনই একজন নৌকার মাঝি গাইবেন, কিংবা একজন কৃষক, এত বড় প্রত্যাশা আমার নেই। বরং বিশ্ববিদ্যালয়ের ল্যানে গানটা ছড়াক, মেইলগ্রুপে ছড়াক, ফেসবুকে ছড়াক, ব্লগে ছড়াক। সেটা প্রথম ঢেউ। দ্বিতীয় ঢেউতে এই গানটা মানুষের মুখ থেকে মানুষের কাছে ছড়াবে। রয়েসয়ে।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

বর্ষা এর ছবি

যাক বোঝাতে পেরেছি আমার কথা, আর
উপমাটাও নাও ধরতে পারে, তৌফিক নামের কেউ মনে হয় একটা ছড়া এই পোষ্টের মন্তব্যে লিখেছে-----এইটাইপ ডিরেক্ট না হলে সহজে মানুষ নাও বুঝতে পারে এবং ততদিনে তেনাদের স্বাভাবিক মৃত্যু। গান হিসেবে অসাধারণ এইটা কোনোই সন্দেহ নাই।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

নাশতারান এর ছবি

গুরু গুরু উত্তম জাঝা! গুল্লি চলুক

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

রায়হান আবীর এর ছবি

এইবার বইমেলা জমায়ে দিবো এই গান দিয়া...

লগে আছি। রক্ত গরম হইয়া গেলো ভিডু ও গান শুনে। সুপার্ব।

স্পার্টাকাস এর ছবি

বসিক গান হইসে হিমু ভাই।ক্যালেইডোস্কোপ এর জন্য শুভকামনা।

------------------------------------------
জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মত
বেরিয়ে এসেছ পথে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবি হও।

জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মত
বেরিয়ে এসেছ পথে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবি হও।

সুহান রিজওয়ান এর ছবি

সেইরাম মিয়ারা !!! ক্যাবল গুনগুনাইতেসি...

বন্ধু চলো আজ যাবো বরাহ শিকারে মোরা, ধার ধার ধার দিও বল্লমে...

_________________________________________

সেরিওজা

মিয়া এর ছবি

গায়ে কাঁটা দিয়ে উঠলো ....খুব ভালো লাগলো...অভিনন্দন এবং শুভ কামনা রইলো

রাহিন হায়দার এর ছবি

চ্রম!!!! হীরক রাজার দেশের গানগুলোর কথা মনে পড়ে গেল। গুনগুনিয়ে গাচ্ছি না, এ গান গুনগুনিয়ে গাওয়া মানে গানটার অপমান, গাচ্ছি হেড়ে গলা ছেড়ে।

নোভা নামের একটা ব্যান্ড রাজাকারদের বিরুদ্ধে একটা গান গেয়েছিল, তবে সেটা ছিল পিংক ফ্লয়েডের দা ওয়ালের বাংলা সংস্করণ, একদমই পদের হয় নি।

অপেক্ষায় রইলাম।

________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

অতিথি লেখক এর ছবি

গুরু গুরু ।
বরাহদের বিরুদ্ধে প্রথম বাংলা গান।
"বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে......" কৃতিত্ব সচলায়তনের (হিমুদার কল্যানে)।
বরাহশিকারে সাথে আছি।
- বুদ্ধু

অনিকেত এর ছবি

অ-সা-ধা-রণ চলুক

গুরু গুরু

আরিফ হাসান এর ছবি

চ্রম...!!
......ধার দেই বল্লমে ...।
একবার রাজাকার নিয়ে লেখা একটা ছড়া/কবিতার অ্যালবাম শুনছিলাম...নামটা মনে নাই ঠিক...তবে একটা ছড়ার প্রথম দুই লাইন ছিল এরকম...
"নামটা আমার ইয়ে মানে ইয়ে
ভালই আছি, বেশতো আছি
ধর্ম দোহাই দিয়ে...।"
আরো ভাল কিছু কবিতা ছিল ...কেউ কি জ়ানেন?

ভণ্ড_মানব এর ছবি

রক্তগরমকারী গান!
গান আর ভিডিওর বাকি অংশের অপেক্ষায়। ধন্যবাদ হিমু ভাই আর সুজন ভাইকে।
ক্যালেইডোস্কোপের জন্য শুভকামনা। হাসি
__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

হিমু এর ছবি

ধন্যবাদ, তবে কালাইডোস্কোপ



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

ভণ্ড_মানব এর ছবি

অনেক তর্ক শেষে স্থির হলো, কালাইডোস্কোপ। দুই কালা-র ক্যালেইডোস্কোপ।

দ্বিতীয়টি কপি মারার জন্য দুঃখিত। কালাইডোস্কোপের জন্য শুভকামনা।
__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

আলমগীর এর ছবি

চলুক
গানের কথা একটু এদিক সেদিক হতে পারে কি?

বন্ধু চলো আজ যাব বরাহ শিকারে
মোরা ধার ধার ধার দিও বল্লমে

শক্ত ফলা চাই, তীক্ষ্ণ ফলা চাই
শক্ত ফলা চাই, তীক্ষ্ণ ফলা চাই
মস্ত সে বরাহ তাকে মারতে মোরা যাই। (এ লাইনটাকে 'বল্লমে' র সাথে মিলানো যায় কি? সেটা হলে, প্রগ্রেসনে রুটে ব্যাক করবেন ওখানে।)

হিমু এর ছবি

না। পুরো গানটা শুনতে হবে আগে।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

অতিথি লেখক এর ছবি

হিমুদা,

আমার পিচ্চি একটা অনুরোধ রাখবেন, গানটার শেষে একটা আউট্রো রাখবেন? সিস্টেম অফ এ ডাউন এর 'এরিয়েলস ' এর শেষে একটা আছে যেমন। মূল গানের সাথে না রাখেন, আলাদা করে ৩০ সেকেন্ডের একটা।। প্লীজ প্লীজ।। আপনার এই ছোট্ট ভাইটার অনুরোধে এই ঢেকি গেলার কাজটা করেন।।

---নীল ভূত।

হিমু এর ছবি

গানটা আগে পুরোটা শুনে দ্যাখেন ১ তারিখে হাসি



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

কুবের [অতিথি] এর ছবি

আমিও ফুল ভলিউমে লুপে ফেলে দিলাম। রক্ত গরম হয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ হিমু ভাই।

হিমু এর ছবি

সবাইকে অসংখ্য ধন্যবাদ! অনুরোধ করবো পোস্টের লিঙ্কটা ফেসবুকে ছড়িয়ে দিতে।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

রাহিন হায়দার এর ছবি

আবার জিজ্ঞেস! শুনেই স্ট্যাটাসে অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে দিয়েছি।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

আশরাফ মাহমুদ এর ছবি

বারবার শুনছি।
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

শুভাশীষ দাশ এর ছবি

অসাধারণ। সত্যি অসাধারণ। আর সারপ্রাইজড্‌।

তিথীডোর এর ছবি

উফ্, কালাইডোস্কোপ-- জাস্ট মার্ভেলাস!! শুনেছি >শুনছি> শুনবো......... --------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

রানা মেহের এর ছবি

মিউজিকটা পুরো চনমনে
কালাতোভাইয়ের দল এগিয়ে চলুক হাসি
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

তন্ময় রহমান [অতিথি] এর ছবি

এই কীর্তিকে ইতিহাস মনে রাখবে ! নতুন ধারার বাংলা অ্যানিমেশনের যাত্রা সফল হোউক এই কামনা করি।

রাজিব মোস্তাফিজ এর ছবি

বরাহশিকারের গানের মুখরা দুর্দান্ত লাগল ।সার্থক গণরণসঙ্গীত যে এইটা হবে এইটা নিয়ে কোন সন্দেহ নাই।গানটা ছেড়ে মাথা না ঝাকিয়ে পারা গেল না।

পুরো এনিমেশন দেখার অপেক্ষায় রইলাম। সুজন্দার কাজ যে দুর্দান্ত হবে এইটা বলাই বাহুল্য।

কালাইডোস্কোপের জন্য বুক ভরা শুভ কামনা।

আরও কিছু কথা আছে--অন্য জায়গায় বলছি।

শান্ত [অতিথি] এর ছবি

চমৎকার, চমৎকার

আয়নামতি এর ছবি

গায়ে কাঁটা দিলো ! অভিনন্দন থাকলো

অবাঞ্ছিত এর ছবি

৭১ টা তারা।

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

সাইফ তাহসিন এর ছবি

পাংখা!! হিমুদা আর অনার্য্য সঙ্গীত গুরু গুরু
আহা! আশাকরি এমন আরো আসছে সামনে হাসি

আর সুজনদার কথা নতুন করে কি বলব, উনার হাতের কাজ দেখে হা করে থাকি, তাই তখন আর কিছু মাথায় আসে না
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

আনন্দ খান এর ছবি

ফলা তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হোক। ক্ষমা হবে না!

পিয়াসা আমার পাথর অঙ্গে কেন জাগালে প্রাণ...

___________________________________________________
আনন্দে থাকি, আনন্দে রাখি

মূলত পাঠক এর ছবি

বাঃ বাঃ বাঃ !!!

লীন এর ছবি

আসলেই অনেক ধারালো !!! চলুক

______________________________________
লীনলিপি

______________________________________
লীন

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

এমন গান আর উদ্যোগের জন্য একটা তারাভরা আকাশ।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অতিথি লেখক এর ছবি

সচলের সবার পরামর্শ কামনা করছি এ ব্যাপারে।

আমারে নিবেন আপনাদের সাথে ? ছোট খাটো ফুট ফরমায়েশ খাটবো। চা টা আইনা দিবো। শুধু আপ্নেরা একের পর এক এমন সব কাজ উপহার দিবেন। রাজি থাকলে আওয়াজ দিবেন, হাজির হয়ে যাবো।

---নীল ভূত।

শিক্ষানবিস এর ছবি

ব্রাভো... জানুয়ারি ১ এর অপেক্ষায় থাকলাম..

দ্রোহী এর ছবি

♫♪ বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

আরিফ জেবতিক এর ছবি

কাজটা ‌সিরাম হয়েছে।
লিরিক আর সুর দুটোই আসাধারণ।

শোনার আগ পর্যন্ত আশংকা ছিল কোন ন্যাতানো গান হয় কি না।

আমাদের এরকম আরো অনেকগুলো গান চাই। রক্তে আগুন ধরানো গান।
একটা সিডি কি প্রকাশিত হতে পারে না ?
আমাদের লেখার, সুর করার, এমনকি ক্যাসেটের প্রচ্ছদ করারও লোক আছে। অসুবিধা দেখি না।
যে কোন কাজে লাগতে পারলে খুশি হব।
-

আপাতত যে গানটি হয়েছে সেটাকে ছড়িয়ে দিতে হবে। ইন্টারনেটের নানা ফোরামে এই গানকে প্রথমে ছড়িয়ে দিতে পারি আমরা, সাহায্য নিতে পারি এফএম রেডিও চ্যানেলগুলোরও।

হবে, হয়ে যাবে।

অনুপম ত্রিবেদি এর ছবি

শক্ত ফলা চাই, তীক্ষ্ণ ফলা চাই

============================================
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

পাঠক [অতিথি] এর ছবি

অসাধারণ ভাই...অসাধারণ...

দৃশা এর ছবি

পুরা গানটাই জিঙ্গালালা টাইপ। আর একটু জিঙ্গালালা হইলেই পুরা মার মার কাট কাট হইব অ.সঙ্গীত ভাই।
কথা আর সুর চমৎকার, আর একটু জোর লাগায়ে গাইলেই কেল্লাফতে। রক্ত পা থেকে মাথায় উঠব।
আর সুজন'দা ইমানে কইলাম এতো সিম্পেল কিন্তু এতো তোফা হইছে না অ্যানিমেশনটা যে কি কমু!

দৃশা

রণদীপম বসু এর ছবি

দুর্দান্ত !!!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তৌফিক হাসান [অতিথি] এর ছবি

হিমুদা,
খুবই ভাল লাগল আপনার গানটা। রাজাকারদের নিয়ে ৯৩ এর পর মনে হয় এইটাই প্রথম গান। কিন্তু, আমি বরাহদের সরাসরি আক্রমনের পক্ষে।আরো তীব্র আক্রমন চাই। সবাইতো লিখতে পারে না। আপনারা যারা লিখতে পারেন তাদের কাছে এটা আমাদের দাবি। আমরা আরো প্রচন্ড আক্রমন চাই।

মনে পড়ে, বাবার হাত ধরে গিয়েছিলাম ৯৩এর বইমেলায়। চারদিকে বাজছিল "রাজাকার রাজাকার" এলব্যামটা। আপনাদের অনেকেরই হয়তো সেটার কথা মনে আছে। কতো জোরাল ছিল সেটার ভাষা!! এখনও মনে আছে বেশ কয়টা ছড়া। সবার সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না।

"আব্বে হালায় বাইড়া গেছস
তাল গাছ ভি ছাইড়া গেছস।
আব্বে রাজাকারের পোলা
দেখতে তোরে লাগছে ঠোলা।
একাত্তরে ছিলা খুনি
এখন হালায় বহুত গুনী?
খান সেনাগো লগে গিয়া
ফুরতি তুমি করতা মিয়া।
এখন হালায় মন্ত্রি হয়া
সিংহাসনে আছস বয়া।
চামচা তোমার হাজার হাজার
ভাবটা এখন মহারাজার !
এই দুনিয়ায় জিগির পারো
সুযোগ মতন মানুষ মারো ।
যতোই তুমি হও না তেড়ি
তোমার লাইগা দোজখ রেডি।"

পুরো ঢাকাইয়া ভাষায় আবৃতিটা এখনো কানে বাজে। এই এলব্যাম এর ডিজিটাল ভারসনটা কি কারো কাছে আছে? কোনো লিঙ্ক জানা আছে কারো?

শাহেনশাহ সিমন এর ছবি

খুঁজে পেলাম না। এরকম অনেক কিছুই আমাদের থেকে হারিয়ে গেছে।

নতুন উদ্যোগের পাশাপাশি পুরানোকে কী নতুনভাবে প্রকাশ করা যায়?
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

দময়ন্তী এর ছবি

উরেব্বাস! দারুণ তো৷ দুর্দান্ত৷ নেপথ্য সঙ্গীতও একদম খাপে খাপ৷
চলুক চলুক চলুক
----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

হিমু এর ছবি

সকলকে আবারও ধন্যবাদ। সেইসাথে আবারও অনুরোধ, আপনারা যদি উৎসাহ বোধ করেন, পোস্টের লিঙ্কটি শেয়ার করুন।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

অদ্বিতীয় এর ছবি

গান্টা হিট না হয়ে যায় না! দুইদিন ধরে মাথার মধ্যে ঘুরতেছে বের হয় না। পুরাই ত্যাক্ত হয়ে গেলাম ঃ( বিভিন্ন দিবসে মাইকে দিনরাত দেশাত্ববোধক গান বা পূজায় হিন্দি গান বা ঈদে "এল খুশির ঈদ" চালাইতে চালাইতে যেরকম মাথায় রক্ত তুলে দেয় সেইরকম অবস্থা!

অদ্বিতীয়

অদ্বিতীয়

হিমু এর ছবি

পুরোটা শুনলে ঝাড়ুকে বল্লম বানিয়ে আমার মতো নাচবি।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

পরশ এর ছবি

দূর্দান্ত...ফেসবুকে শেয়ার দিলাম, সাথে আছি।

ফরিদ এর ছবি

ফার্মগেটের সিনেমাহলের খান্দানী সাইজের বিজ্ঞাপনবোর্ডের মত মগবাজারের আশেপাশে কিছু আছে কিনা দেখা দর্কার। জানুয়ারীর ফার্স্টুইক থিকা বুকিং একটা অক্ষুনি দেয়া লাগে। সাহেবানদের সকাল বিকাল ঢুকতে বেরুতে যেন সব রকম ফলার কথা মনে পড়ে।

অফটপিকঃ আগে গা কর্তাম্না। এক ডাক্তার বড়ভাই ইবনে সিনায় কাম করে। উনি কৈলেন, কদিন আগে যখন সর্কারে বিচারের আলাপ তুলল তহন নিজামীরে হাইপ্রেশারের চোটে ভর্তি করা লাগসে। যেই ডরানি খাইসিলো, হাই পাওয়ারের ডোজ দিয়াও ঠান্ডা করন যায়না।

হিমু এর ছবি

গোলাম আজম, নিজামী, কামারুজ্জামানরা বেঁচে আছে কেন? মাঝে মাঝে এ প্রশ্নটা ভাবি। এত সম্ভাবনাময় সব মানুষ মরে যায় বছর বছর, কিন্তু এরা বেঁচে থাকে।

ভেবে দেখলাম, এরা বেঁচে আছে, আমরা এদের ফাঁসিতে ঝোলাবো বলেই।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

ফরিদ এর ছবি

গো আ'র মত গুণী মানুষদের শুধু গোর আযাবের জন্য রেখে দিলে উম্মতের জন্য উনাদের অবদানের প্রতি নিতান্তই অবমাননা করা হয়। তাই দুনিয়াতে থাকতেই কিছু নাজ নেয়ামতের নমুনা দেখানো জরুরী।

শাহেনশাহ সিমন এর ছবি

জানুয়ারি ১ এর অপেক্ষায় রইলাম হাসি
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

এনকিদু এর ছবি

হিমু ভাই, সুজনদা, একটা জিনিস খেয়াল করলাম এই মাত্র । অ্যানিমেশনে সবই জুম ইন, জুম আউট, ফেড ইন, ফেড আউট আর প্যানিং । হাত পা মাথা নড়া চড়া নাই কোন ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

হিমু এর ছবি

পোস্টেই বলেছি, কোনো অ্যানিমেশন ট্রেলারে যোগ করা হয়নি। মূল অ্যানিম্যাটিকে অ্যানিমেশনের পরিমাণও কিছুটা কম।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

নন্দিনী [অতিথি] এর ছবি

এ তো মারাত্বক হয়েছে ! রক্ত নেচে উঠল গান্টা শুনে ! ১ জানুয়ারীর অপেক্ষায় থাকলাম ।
আমি কি আমার সাইটে লিংক্টা শেয়ার করতে পারি?

নন্দিনী

হিমু এর ছবি

নিশ্চয়ই পারেন। লিঙ্ক শেয়ারের জন্যে কিন্তু অনুমতির প্রয়োজন হয় না। কনটেন্ট শেয়ারের জন্যে হয়। আমি সবাইকে অনুরোধ করছি লিঙ্ক ছড়িয়ে দেবার জন্যে। পূর্ণাঙ্গ গান আর অ্যানিমেশন আমরা পৃথিবী জুড়ে ছড়িয়ে দেবো।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

গৌরীশ রায় [অতিথি] এর ছবি

অসাধারণ !!!!!

অনিন্দ্য রহমান এর ছবি

গানটা ভালো হইতেসে ... ১ তারিখের অপেক্ষায়। প্রসঙ্গত মনে পড়ল, বাংলা ব্যান্ড নোভা একটা গান করসিল "রাজাকারের তালিকা চাই" ...ব্যাক ইন নাইন্টিস...সুর পিঙ্ক ফ্লয়েডের থেকে নেয়া ...


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

উন্মাতাল তারুণ্য এর ছবি

ফোরামের স্বাক্ষরলেজে ঝুলালাম।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।