লোডশেডিঙের গান ০২

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: রবি, ২৭/১২/২০০৯ - ১:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

মাঝে মাঝে ফেসবুকে আবোলতাবোল স্ট্যাটাস লিখি। তাৎক্ষণিক ভাবনা থেকে যা আসে, তা-ই। একদিন এরকম এক হাবিজাবি লেখার পর নিজের কাছেই মনে হলো, এর মধ্যে একটা গান আছে কোথাও। একটু বাটালি ঘষে সেই স্ট্যাটাসের ভেতর থেকে খোদাই করে বার করলাম এই গানটা।

ইদানীং মনে হয়, গান আসলে ছোটো হওয়া উচিত। দুই লাইনের, তিন লাইনের, চার লাইনের। এটা সেই মনে হওয়ার ফসল বলা যেতে পারে।
.
.
.
.

গানটা ভালো হয়নি তেমন। ভালো হতে পারতো কী করে, সে বিষয়ে আমাকে জানালে উপকৃত হবো। ধন্যবাদ।


লোডশেডিঙের গান ০১

লোডশেডিঙের গান ০৩

[/justify]


মন্তব্য

ওডিন এর ছবি

আমার কাছে ভালোই তো লাগলো। কথাগুলো বেশ। (আপনার সেই পৃষ্ঠদেশে অংগুলিসঞ্চালনবিষয়ক পোস্টখানা পড়ার পরে তো প্রশংসা করতেও ভয় লাগে :-\ )। তবে 'ভালো হতে পারতো কী করে'?- অবশ্যই গানটা আরেকটু বড়ো হলে। শোনার আগেই শেষ হয়ে গেলো মনে হয়।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

নাশতারান এর ছবি

একঘেয়েমি/ অ্যাকঘেয়েমি?

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

শিরোনাম দেখে আমি ভাবছিলাম "লোডশেডিং এর ফাঁকে ঘোরে জনসংখ্যার চাকা" টা গানে গানে চোখ টিপি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।