প্রতিশ্রুতি ছিলো, শুধু গানটিই নয়, একটি অ্যানিম্যাটিকও আমরা একই সাথে পরিবেশন করবো। এই অ্যানিম্যাটিকের ভাবনাটি গত দুই সপ্তাহে অনেক ভাবনা উসকে দিয়েছে কালাইডোস্কোপের আয়োজক আর শুভানুধ্যায়ীদের মধ...[justify]
দুই সপ্তাহ আগে এই পোস্টে জানিয়েছিলাম গণরণসঙ্গীতের কথা। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে গর্জে ওঠার জন্যে, যূথবদ্ধ কণ্ঠে গাওয়ার জন্যে একটা গানের প্রয়োজন বোধ করছিলাম।
প্রতিশ্রুতি ছিলো, শুধু গানটিই নয়, একটি অ্যানিম্যাটিকও আমরা একই সাথে পরিবেশন করবো। এই অ্যানিম্যাটিকের ভাবনাটি গত দুই সপ্তাহে অনেক ভাবনা উসকে দিয়েছে কালাইডোস্কোপের আয়োজক আর শুভানুধ্যায়ীদের মধ্যে, এবং একটি চমকপ্রদ দিকে এটি মোড় নিয়েছে। দুঃখের সাথে জানাচ্ছি, অ্যানিম্যাটিকটির জন্যে আমাদের অপেক্ষা করতে হবে আরো কয়েকটি দিন।
কিন্তু গানটি পরিবেশনে কোনো বাধা নেই। নতুন বছর শুরু হোক বরাহশিকারের রণসঙ্গীত দিয়ে।
সবাইকে ২০১০ এ জানাই শুভাশিস।
ফুল ভলিউমে শুনুন।
আপনাদের সুবিধার জন্যে গানের বাণী নিচে যোগ করা হলো।
গান
বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা
ধার ধার ধার দিও বল্লমে
শক্ত ফলা চাই
তীক্ষ্ণ ফলা চাই
মস্ত সে বরাহ তাকে মারতে মোরা যাই
চুপি চুপি চলো, পা টিপে টিপে, বরাহ সে কান পেতে শোনে
সব শোনে
লম্বা লম্বা কান উঁচিয়ে শোনে
শব্দ যেন ঘাসে অথবা বাতাসে না ছড়ায়
বরাহ সে শোনে
সব শোনে
শুনতে কি সে পায়, বল্লমেরই ঘায়
আসছে ধেয়ে আজকে তারই মৃত্যুমৃত্যুমৃত্যুদূত
বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা
ধার ধার ধার দিও বল্লমে
চুপি চুপি চলো, ঘাসেরই আড়ালে, বরাহ সে চোখ মেলে দ্যাখে
সব দ্যাখে
কুঁতকুঁতে দু'চোখ মেলে সে দ্যাখে
দেখতে পেলে ছায়া বরাহ বেহায়া পালাবে
সে চোখ মেলে দ্যাখে
সব দ্যাখে
দেখতে কি সে পায়, বল্লমেরই ঘায়
আসছে ধেয়ে আজকে তারই মৃত্যুমৃত্যুমৃত্যুদূত
বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা
ধার ধার ধার দিও বল্লমে
মস্ত ধূর্ত হিংস্র ক্ষিপ্র বনবরাহ সে
বন্ধু তুমি বর্শা ধরো দৃপ্ত সাহসে
শিকারীর কথা আগে জানতে যদি পায়
অন্ধকারে বন্ধদ্বারে গর্তে সে লুকায়
জানতে কি সে পায়, বল্লমেরই ঘায়
আসছে ধেয়ে আজকে তারই মৃত্যুমৃত্যুমৃত্যুদূত
বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা
ধার ধার ধার দিও বল্লমে
শক্ত ফলা চাই
তীক্ষ্ণ ফলা চাই
আমাদের ভরসা শুধু আমরা দু'জনাই!
গানটির আকার ৭ মেগাবাইটের মতো। কেউ যদি ডাউনলোড করতে না পারেন, royesoye অ্যাট জিমেইল ডট কমে জানাবেন, মেইল করে পাঠানো হবে।
এ গানটি ছড়িয়ে পড়ুক সবখানে। আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ থাকবে, পরিচিতদের গানটি শুনতে দেয়ার। মেইলগ্রুপে, ফেইসবুকে গানটির লিঙ্ক ছড়িয়ে পড়ুক। ধন্যবাদ।
মন্তব্য
- আমাদের ভরসা শুধু আমরা দু'জনাই না। ব্যাপকার্থে আমরা সবাই-ই আমাদের ভরসা। দাঁতালো হিংস্র, বন্য বরাহরা আমাদেরই বল্লমের আঘাতে হবে কুপোকাত।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধূগোদা, আমার মনে হয় আমরা সবাই মিলেই "আমরা দু'জনা"।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
- অবশ্যই আপনি সঠিক, সেজন্যই ব্যাপকার্থে শব্দটা ব্যবহার করলাম। যাতে কেউ ওই অংশটা নিয়ে সংশয় প্রকাশ না করেন।
নতুন বছর কেমন বরণ করলেন?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নতুন বছরকে স্বাগত জানালাম সচলায়তনের স্বগৃহে প্রত্যাবর্তনের সাথে।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
বরাহশিকার জারী থাকুক।
"ধার ধার ধার দিও বল্লমে..."
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা
না , ভাষা নেই
দূর্দান্ত...
*************************************************************************
"জীবন কিছুটা যাতনা শেখায়__ক্ষুধা ও খরার এই অবেলায়__অতোটা ফুলের প্রয়োজন নেই।"
____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"
একটা টেস্ট:
মস্ত সে বরাহ তাকে মারতে মোরা যাই
মৃত্যুমৃত্যুমৃত্যুদূত
এ দুজায়গায় ক্র্যাশ চিম্বল দিলে ক্যামন হয়?
হারমোনাইজেশনটা খুবই জটিল হইছে।
নেক্সট গানে আসতে হবে
এটার একটা শৃগালায়তন রিমিক্স বের করা যায়।
জটিল, দারুণ, চমৎকার......
♫♪ বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা
ধার ধার ধার দিও বল্লমে ♪♫
♫♪ মস্ত ধূর্ত হিংস্র ক্ষিপ্র বনবরাহ সে
বন্ধু তুমি বর্শা ধরো দৃপ্ত সাহসে ♪♫
♫♪ জানতে কি সে পায়, বল্লমেরই ঘায়
আসছে ধেয়ে আজকে তারই মৃত্যুমৃত্যুমৃত্যুদূত ♪♫
-------------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
অসাধারন। সচল স্বগৃহে প্রত্যাবর্তন করলেই লিংক বিলানো শুরু করব।
দারুণ হয়েছে। সুরটা ক্যাচি, ঝট করে উঠে যায় গলায়, রণসংগীতের জন্য ভীষণভাবে উপযোগী।
নববর্ষের শুভেচ্ছা রইল।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।
দারুন।
---নীল ভূত।
মারাত্মক ভাল৷ আমাদের সকলেরই তো নিজস্ব সেট অব বরাহ আছে, তাই গানটা প্রায় সকলের জন্যই য়্যাপ্ট৷
আচ্ছা শেষ লাইনে
'আমাদের ভরসা শুধু আমরা ক'জনাই' করলে কি খুব খারাপ হবে?
এইটাকে এইবারে ইউটিউবে তুলে দিন৷ তাহলে অর্কুটে রাখতে পারি৷
----------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
সম্ভবতঃ ছবিটির কাহিনীর প্রয়োজনে 'দু'জনাই' রাখতে হয়েছে। হিমু ভাইকে অনুরোধ করব গানটির দ্বিতীয় কোন ভার্সন বানালে তাতে 'ক'জনাই' রাখতে।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা
আরো সারপ্রাইজ আছে সামনে
গণরণসঙ্গীতের জন্য আসলেই একটি উপযোগী গান! গানটা একবার শুনেই প্রথম দুলাইন মাথায় গেঁথে গিয়েছিল আর পুরো গানটার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম। অপেক্ষা সার্থক হয়েছে। বিশ্বাস করি অ্যানিম্যাটিকটাও সেরকম দূর্দান্ত হবে। এই গান ছড়িয়ে পড়ুক সব বাংলাদেশীর মুখে মুখে।
অসাধারন!!!
মারাত্মক!!!
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
গানতো চরম! এখন অ্যানিম্যাটিকটা চাই!
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
অ্যানিমেশনের ফিগারে বরাহশিকারী মেয়েদেরও চাই। গান দারুণ।
পয়েন্ট নোটেড।
জোশিলা গান---!!
মহামানবিক কাজ!! স্যালুট।
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
উইকিযুদ্ধের কি হলো?
উইকিযুদ্ধের কী হবে সাবিহ? উইকিযুদ্ধ তো চলমান।
রেফারেন্স যোগাড়ের কাজটা একটু মন্থর। সেটার প্রথম দফা শুরু হয়েছে কেবল। শিগগীরই হাতে বইপত্র পাবেন।
গানটার মধ্যে উন্মত্ত উৎসাহব্যঞ্জক একটা ব্যাপার আছে। এটাকে ছড়িয়ে দিতে পারলে ভাল কিছু আশা করা যায়। গানটার সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।
গানটাকে এ মাসের শেষ নাগাদ বড় স্কেলে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা হাতে আছে। তার আগ পর্যন্ত নেটে যতটুকু সম্ভব, ছড়িয়ে দেয়ার চেষ্টা করা হবে।
অনুরোধ থাকবে ফেসবুকে শেয়ার করার। ধন্যবাদ।
বোম্মো-বোম্মো টাইপ একটা কোরাস না কী জানি আছে না- শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। চমৎকার গান। গানটা কে গেয়েছে, সঙগীতায়োজন কে করেছে? জানালে ভালো লাগবে।
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
গানটার যাবতীয় আয়োজন শিল্পীর অভাবে আমাকেই করতে হয়েছে।
কালকে থেকেই অসুরকণ্ঠে তুলে নিলাম...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
জব্বর...
বইমেলার আগে একটা সিডি বের করে গানটা ছড়িয়ে দেয়া যায়না?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
বইমেলাতে একটা গানের কর্ণার থাকে। সেখানে বাজানোর বন্দোবস্ত করা যায় কি না দেখি।
শ্রয়েডিংগারের বিড়ালের মত নতুন একটা পরীক্ষা চালু হোক - ড. শমসের আলীর শুকর...
এহহে প্রায় মিস করে ফেলসিলাম...
অসাধারন! হারমোনাইজেশানটা চমৎকার লাগলো!
ধন্যবাদ!
ফেসবুকে শেয়ার দিলাম !
অসাধারন হয়েছে। শুনেই রক্ত টগবগ করে উঠে। মনে হয় এখনই ঝাপিয়ে পড়ি বরাহ শীকারে।
ধন্যবাদ অসাধারন একটি গান উপহার দেয়ার জন্য।
র হাসান
ধন্যবাদ র ভাই। অনুরোধ থাকবে গানটা স্প্যাম করার জন্যে।
ভালো হয়েছে...কিন্তু শেষের লাইন টা বুঝি নাই
''আমাদের ভরসা শুধু আমরা দু'জনাই''
নতুন মন্তব্য করুন