বোকাদের পদ্য ০৩৮

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: মঙ্গল, ১৯/০১/২০১০ - ৮:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সরু খাটে পাশ ফিরে শুতে গিয়ে মনে হয়
ভালোবাসা আছে
অন্ধকারে ঠিক যেন নিজেকে না খুঁজে পাওয়া মদমত্ত হাতির মতোই
টের পাই, সূক্ষ্মশির ডাঙস মুঠোয় নিয়ে
বোবা মাহুতের মতো
ভালোবাসা আছে

যেমন আছেন তিনি জলে, স্থলে, আখ মাড়াইয়ের কলে
কেবল নিজের ঘ্রাণে ভরা এই আমার কম্বলে
হয়তো ঈশ্বর আছেন
শীতের অনেক রাতে মনে হয়
ভালোবাসা আছে, আছে ঈশ্বরের কাঁধে মাথা রেখে
তাঁর বিধবা কন্যার মতো, অযথা নিশ্চুপ আর বিব্রত ...
তবুও আছে, আছে।

আমার মাথার কাছে, অন্ধকার
আমার খাটের নিচে, অন্ধকার
ক্ষণিক আস্তিক হয়ে ঘুমাই, ঘুমিয়ে পড়ি
মনে হয়, ভালোবাসা ... আছে
সরু খাটের এক পাশে অভিকর্ষের মতো
পাশের বাড়ির মূক বেড়ালছানার মতো
আছে।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

ভালো লেগেছে। বিশেষ করে ভালোবাসা ঈশ্বরের বিধবা কন্যা !

সাগর শহীদুল্লাহ

হিমু এর ছবি
অতিথি লেখক এর ছবি

খাইছেরে, এখন কবিতাও লেখেন? একজনের এত গুন থাকলে কেম্নে-কী? এতো গুন থাকা ভালা না। যাদের পদ্য তাদের প্রথম সারিতে আমি(বুদ্ধু)।
কবিতা ভালো লাগলো হিম্ভাই।
- বুদ্ধু

হিমু এর ছবি

হুঁ ... বছরে গড়ে তিনটা করে লিখি। বছর দশেকের মধ্যেই ইয়াজুজ মার্কেটে একটা হুলুস্থুলু পজিশনে পৌঁছায় যাবার ইরাদা পোষণ করি।

ধন্যবাদ বুদ্ধুভাই।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

অনেকদিন আগে একবার আপনাকে অনুরোধ করেছিলাম শুধু বিশুদ্ধ সাহিত্য চর্চা করতে। মাঝে মাঝে যখন এমন লেখা দেন তখন মনে হয় আমি ভুল কিছু অনুরোধ করিনি। তখন এই ভেবেও দুঃখ হয় যে আপনি অনুরোধটা রক্ষা করার কথা কখনো ভেবেছেন বলে মনে হয় না। কোন রকম তুলনা না করেও বলি কবি ঈশ্বরচন্দ্র গুপ্তর মত হবেন না। এ অপচয়, ঘোর অপচয়।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

হিমু এর ছবি

বিশুদ্ধ সাহিত্যচর্চা যাঁরা করেন ইদানীং, উনাদের কাজকারবার দেখে খুব ভয় লাগে। ঐ পথে হাঁটলে শুধু বাম্পার-ফেন্ডারের চল্টা উঠবে আর হর্ন খেতে হবে। চলমান বিশুদ্ধসাহিত্যচার্চিকরা খুবই বিপজ্জনক আদমী।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

ফরিদ এর ছবি

পৈড়া মুছে দিলে খুশ হব

বৈ লিখবেন ভালকথা, হলুদ রঙ দিয়া নাম লিখবেন তাও ঠিকাসে, কিন্তুক নামের লগে কালো ডোরা না দেওয়াটা একটু অন্যায্য মনে হৈল। একেবারে ছাপাটাপা না হয়ে গেলে দ্যাখেন বদলানো যায় কিনা।

অনেকেই খালি মন্দিরার বাঘ হিসাবেই চেনে মাহবুব সাবরে

হিমু এর ছবি
ফরিদ এর ছবি

মাঘমাস তো বার্বার আসে, চৈত মাসের কুনো ঠিকানা নাই। তাই ছাপনের আগেই বললাম

ফকির লালন এর ছবি

ভালোবাসার যে আছে এ কবিতাই তার প্রামাণ্য।

আখ মাড়াইয়ের কলের কথা মনে করিয়ে দিলেন। বহুদিন পর। ভালো লাগলো।

হিমু এর ছবি
খেকশিয়াল এর ছবি

ভাল লাগলো

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

হিমু এর ছবি
অনিন্দ্য রহমান এর ছবি

বোকাদের !


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

হিমু এর ছবি
সাইফুল আকবর খান এর ছবি

নিজে কস্মিনকালেও বোকা না হয়ে এমন এক্সপোর্ট কোয়ালিটির বোকাদের পদ্য ক্যাম্নে যে ল্যাখেন আপ্নে! দেঁতো হাসি

কবিতার পাঠ-প্রেক্ষিতে এবম্বিধ জিজ্ঞাসামূলক না-বোঝাকে যদিও মূর্খ এবং অযথা অযাচিত জ্ঞান করেন অনেক কবিই, তবু সরল বিশ্বাসে এবং সত্ উদ্দেশ্যেই বলি- সূক্ষ্মশির ডাঙস মুঠোয় নিয়ে মানে বুঝিনাই। কার শির কার মুঠোয় নিয়ে? নাকি সূক্ষ্মশির বলতে শিরা সূক্ষ্ম বুঝাইছেন? আর সেইটাও যদি হয়, তাইলে সেই মুঠোয় কীনিয়ে?

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

হিমু এর ছবি

ইয়োর অনার, ডাঙস হচ্ছে অঙ্কুশ। হাতির তো লাগাম থাকে না (থাকলেও লাভ হোতো না), তাই মাহুত একটা কাঁটা বসানো ডাণ্ডা দিয়ে হাতির মাথায় প্রয়োজনে ঘা মেরে তাকে নানারকম সিগন্যাল দেয়। সূক্ষ্মশির মানে তো বুঝলেনই এখন।

দ্য ডিফেন্স রেস্টস।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

সাইফুল আকবর খান এর ছবি

সাসটেইনড! হাসি
[হ্যাঁ বুঝলাম। ধন্যবাদ]
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

হিমু এর ছবি
সাইফুল আকবর খান এর ছবি

এক্সপ্ল্যানেশন-ই সাসটেইনড আর কি! দেঁতো হাসি

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নাম কইতাম চাই না এর ছবি

হিমু SAUDI আরবে আসতে পারছে না।

আপনার "বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫" এ দুটোতে ক্লিক করলে নিচের বিপর্যয় আসে। এখানে অবশ্যই জামাতী আছে বলা যাবে না বলা কঠিন।

http://84.235.120.56/blocked.html?basictype=block&epochseconds=1263937987&requestedurl=http%3A%2F%2Ftinyurl.com%2Fy9yejht&categorylist=149&categorydescriptionlist=Pornography&useripaddress=94.96.136.143&username=&actiontaken=block&actionreason=by-category&actionreasondata=149&reputationdesc=&replayhash=U2EpMOeyFmXyfEZqrVyLIA%3D%3D

হিমু এর ছবি

বিচিত্র কিছু নয়। একটা ইস্নিপ্সে হোস্টেড, অন্যটা ব্লগস্পটের ঠিকানা। সদাশয় সৌদিরা গান বা ব্লগের মর্ম কী বোঝে কে জানে।

আপনি দেখুন তো বালাগাল উলা বি কামালিহি কিংবা রয়েসয়ে খোলে কি না?



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

নাম কইতাম চাই না এর ছবি

দুটোই এ দেশে আসতে পারে। গানটাও শুনলাম।
তবে দেখি কাল বা পরশু "রয়েসয়ে" থেকে গানটা আবার শ্রুতিযোগ্য থাকে কি না।
হয়তো আমার পদচারণাই তাদের পথ চিনিয়ে দিচ্ছে। দেঁতো হাসি

হিমু এর ছবি

তাহলে আরো সৌদিবাসীকে এগিয়ে আসতে হবে এই টেস্টের জন্যে।

খুবই কিউরিয়াস কেইস। উটুলের কথা মনে পড়ে গেলো।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

মণিকা রশিদ এর ছবি

হিমু, কোনো পাঠক যদি প্রথমেই আপনার কবিতা দিয়ে শুরু করে, বিনা দ্বিধায় মেনে নেবে আপনি একজন ভালো কবি; যদি গল্প বা প্রবন্ধ দিয়ে শুরু করে তাহলেও মেনে নেবে আপনি একজন ভালো গল্পকার বা প্রবন্ধকার। আপ্নের গানের কথা নাইবা বললাম। আপনি আর কি কি পারেন?
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

হিমু এর ছবি
দুর্দান্ত এর ছবি

ভেবেছিলাম বৌবালিশে সব পাপড়ে পানি ঢেলে দিল।
কিন্তু না। আমাদের হিমু এখনো বেশ মুচমুচে।
আশা আছে। ভালবাসাও আছে।

রণদীপম বসু এর ছবি

ইশ্ ! যদি বোকা হইতে পারতাম !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।