কপিরাইট অফিস নোটিশ পাঠালো মেহদী হাসান খানের কাছে

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: সোম, ০৩/০৫/২০১০ - ১:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বিজয় সফটওয়্যারের স্বত্বাধিকারী জনাব মোস্তফা জব্বার গত ২৫ এপ্রিল, ২০১০ তারিখে কপিরাইট অফিসে দরখাস্ত দাখিল করেছেন। তার অভিযোগ, মেহদী হাসান খান কপিরাইট লঙ্ঘন করেছেন। রেজিস্ট্রার অব কপিরাইট, উপসচিব জনাব মনজুরুর রহমান একটি নোটিশ ইস্যু করেছেন মেহদী হাসান খানের নামে। উপযুক্ত কারণ দর্শাতে তাকে ৭ দিনের সময় দেয়া হয়েছে।

1

শোনা যায়. ২০০৪ সালে "জাতীয়" কীবোর্ড লেআউটের বিরুদ্ধেও আনন্দ মামলা করেছিলো, যার কোনো নিষ্পত্তি এখনো হয়নি। তবে সে মামলার প্রকৃতি কেমন, সেটা জানি না।

অভ্র আর বিজয়ের মধ্যে সামনে একটা আইনী লড়াইয়ের সম্ভাবনাই প্রবল। অভ্র তথা মেহদী হাসান খানের এখন প্রয়োজন, তার সৃষ্ট সফটওয়্যারের ব্যবহারকারীদের নিরবচ্ছিন্ন সমর্থন। অনলাইন আর অফলাইনে যারা কাগুর নানা রটনামূলক আর্টিকেলের প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন, একটি পরীক্ষা এখন তাদেরও দিতে হবে। সে পরীক্ষা নিজের কাছেই।

আজ একজন মেহদী ক্ষমতাবানের রোষানলে পড়েছে, কাল আরেকজন মেহদী পড়বে, ভবিষ্যতে আরো অনেকে। আয়নার দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করি আসুন, এই মেহদীদের রক্ষা করতে আমরা লড়বো কি না। মেহদী কি বাংলাকে মুক্তি দেয়ার লড়াইয়ে অগ্রসেনা, নাকি একজন দস্যু? কোন পরিচয়ে তাকে পরিচিত হতে দেবো আমরা?

এ লড়াই একা মেহদীর নয়, আমাদের সবার।

হোল্ড দ্য লাইন।


অনেকেই নানাভাবে কাগুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন, করেছেন। কাগু সেটিকে সুকৌশলে ব্যবহার করেন, নিজের ওপর আক্রমণ হিসেবে দেখান। তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে, সংযত বক্তব্য রাখার। কাগুর প্রোপাগাণ্ডা কামানের খড় হওয়ার কোনো প্রয়োজন নেই।


আপনাদের কোনো কৌশলগত পরামর্শ থাকলে mhasan অ্যাট omicronlab ডট com ঠিকানায় যোগাযোগ করুন। এই পোস্টে প্রকাশ্যে কৌশলগত আলোচনা করে লাভের চেয়ে ক্ষতি বেশি হবার সম্ভাবনা আছে। ঢাকার সচল ও অতিথিরা যোগাযোগ করুন সচল মুস্তাফিজ ও সচল নজরুল ইসলামের সাথে। আমাদের জনশক্তি বিপুল, কিন্তু একইসাথে স্মর্তব্য যে অধিক সন্ন্যাসীতে গাজনের দফারফা হয়। আমাদের রিসোর্স, সময়, যোগাযোগ সবকিছু ঐকতানে সমলয়ে চ্যানেল করতে হবে, এবং এ জন্যে প্রয়োজন সুশৃঙ্খল উদ্যোগ।


মন্তব্য

ইশতিয়াক রউফ এর ছবি

শেষ পর্যন্ত আছি।

নিবিড় এর ছবি
ওডিন এর ছবি

Ragnarök !
আচ্ছা - তবে তাই হোক।
সাথে আছি। একেবারে শেষ পর্যন্ত।

______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

শামীম এর ছবি

মেহ্‍দীর কী কী সাপোর্ট দরকার হবে?

সাথে আছি।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

মেহদী হাসান খান এর ছবি

অ্যাডভোকেটের সাথে কথা বলতে যাচ্ছি কালকে। সমস্ত আপডেট জানাবো।

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

সাইফুল আকবর খান ভাই, আপনাকে দরকার।

লীন এর ছবি

সত্যের সাথেই আছি
______________________________________
ভাষা উন্মুক্ত হবেই | লিনলিপি

______________________________________
লীন

অতিথি লেখক এর ছবি

সঙ্গে আছি।

আইনি লড়াই এর পথেই যদি যায় ব্যাপারটা, তবে কাগুর বিরুদ্ধে একটা মানহানির মামলা নয় কেন?

কৌস্তুভ

ফাহিম এর ছবি

কীভাবে সাহায্য করতে পারি, জানাবেন শুধু। আমি পাশে আছি। সময় এসেছে বদমাইশটাকে একটা চরম শিক্ষা দেওয়ার।

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

সচল জাহিদ এর ছবি

সাথে আছি ।

----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

জোহরা ফেরদৌসী এর ছবি

ধৈর্য ও বিচক্ষনতার সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করা হোক । শুভ কামনা অভ্র টিমের প্রতি ।

.......................................
তোমারই ইচ্ছা কর হে পূর্ণ ....

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হুমম....
মেহদী মাথা ঠান্ডা রাইখো। আছি তোমার সাথে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সাইফ তাহসিন এর ছবি

সাথে আছি, থাকব, কাগুর এইবার রক্ষা নাই। ভূয়া ক্লেইম করার জন্যে কোন শাস্তির ব্যবস্থা নাই?

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

মামুন [অতিথি] এর ছবি

অভ্রর সাথে আছি থাকবো।

সুমন জাহান এর ছবি

শেষ পর্যন্ত আছি

দুষ্ট বালিকা এর ছবি

শেষ পর্যন্ত থাকবো। :|

-----------------------------------------------------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে; সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অতিথি লেখক এর ছবি

সঙ্গে আছি। কী প্রয়োজন শুধু জানাবেন।

--শিশিরকণা--

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ব্যাপারটা এমন হবে সেটা বোঝা গিয়েছিল। যা হোক, পাশে আছি। ভাল আইনজীবি নিয়োগ করতে হবে। আইনি লড়াইয়ের জন্য অর্থ যোগানো একটা বড় বিষয় হয়ে দাঁড়াতে পারে। যদি কোন সংগঠন এগিয়ে আসে বা সেরকম কোন ব্যবস্থা করা যায় সেটা ভাবা যেতে পারে।

হিমু এর ছবি

অভ্রের ব্যবহারকারী হিসেবে আমরা প্রত্যেকেই যৎসামান্য অর্থ দিয়ে ফান্ড রেইজ করতে পারি।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সেটা সমস্যা হবার কথা নয়। তবুও আইনী লড়াইয়ের জন্য সেটা অপ্রতুল হতে পারে, যদি ব্যাপারটা আদালত পর্যন্ত যায়।

স্বাধীন এর ছবি

ফান্ড রেইজিং দরকার হবে বুঝেছিলাম। আমার মতে দেরি না করে ফান্ড রেইজিং শুরু করে দেওয়া উচিত। পে-পালের মাধ্যমে দেশের বাহিরের অবস্থিতদের টাকা উঠানো যেতে পারে। আর দেশের ভেতরে কাউকে দায়িত্ব দেওয়া যেতে পারে।

জ্বিনের বাদশা এর ছবি

ভাবছিলাম অভ্রের সমর্থনে কি কি করতে পারি।
এটা একটা ভালো প্রস্তাব, যাতে খুব সহজেই অংশ নিতে পারবো।
চলুক
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

মেহদী... ভয় নাই... আপনি একা না। আমরা সবাই লড়বো এবার
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

শাওন মিয়া [অতিথি] এর ছবি

অভ্র এর সাথে আছি। সাধ্যের মধ্যে যে কোন ধরনের সাহায্যে রাজি আছি।

মানচুমাহারা এর ছবি

সাথে আছি।

মূলত পাঠক এর ছবি

আইনি লড়াই তো ব্যয়সাধ্য, অভ্রের প্রতি অশেষ কৃতজ্ঞতায় যদি আমরা এগিয়ে আসতে চাই, মেহদী হাসান কি কিছু মনে করবেন?

অভ্রনীল এর ছবি

১।
অভ্রের পাশে আছি সবসময়।

২।
ব্যাপারটা যেহেতু আদালত পর্যন্ত গড়িয়ে গিয়েছে তাই, সবকিছু অনলাইনে আলোচনা করাটা নিরাপদ হবেনা। সবার কাছে অনুরোধ রইলো কোন ধরনের পরামর্শ দিতে হলে অনলাইনে সেটা প্রকাশ না করে মেহেদী হাসান খানের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করুন।

_______________
::: উবুন্টু ও মিন্টকে ছড়িয়ে দিন সবার মাঝে! :::

হিমু এর ছবি

ব্যাপারটা এখনও আদালত পর্যন্ত গড়ায়নি। একটি সরকারি কর্তৃপক্ষ পর্যন্ত গড়িয়েছে।

দ্রষ্টব্য যে ২৫ এপ্রিল দরখাস্ত দেবার পর চারটি কার্যদিবস অতিক্রান্ত হবার পরপরই চিঠিটি চলে এসেছে মেহদীর নামে। আমজনতার কেউ এত তাড়াতাড়ি কোনো সরকারি পক্ষের কাছে দরখাস্ত করে কাজ উদ্ধার করতে পেরেছেন কি না, আমার জানা নাই। এই দারুণ গতির পেছনে হয়তো কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষীয় যোগাযোগ বা চাপ কাজ করেছে।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

সুজন চৌধুরী এর ছবি
অতিথি লেখক এর ছবি

ইয়েস, হোল্ডিং দ্য লাইন।
সাথে আছি, শেষ পর্যন্ত।

---
অচল পয়সা

রাব্বানী [অতিথি] এর ছবি

আমি জানিনা বাংলাদেশে আদৌ এরকম কোনো মামলা বা উকিল নোটিশের ব্যাপার স্যাপার ঘটেছে কি না। তবে কপিরাইট আইন এর ব্যাপারে ভাল ধারনা আছে এমন উকিল নিয়োগ করা জুরুরি। অবশ্য মেহদি হাসান খান যেহেতু উকিলের সাথে দেখা করার কথা উল্লেখ করেছেন তাই ধরে নিচ্ছি ভাল উকিলই ধরেছেন।

আইন যেহেতু আবেগ আনুভূতির ধার ধারেনা, তাই যে যেভাবে পারি গঠনমূলক পরামর্শ দিই। মুনির কিবোর্ড ও শহিদ লিপি যারা স্টাডি করেছেন তারা হয়তো সাহায্য করতে পারবেন বিজয় ওই দুটো কিবোর্ড এর কি পরিমান অনুকরনে তৈরি। সাইফ শাহিদ এর সাক্ষাতকার কাজে লাগবে বলে মনে করি। ঠিক সময়ে সাক্ষাতকারটি নেয়ার জন্য সচলায়তন কে ধন্যবাদ।
মেহদি হাসান খান, আপনার সাথে আছি।

মামুন [অতিথি] এর ছবি

ভালো আইনজীবি নিয়োগ দিতে হবে আর এক্ষেত্তে টাকা বেশি লাগতে পারে।টাকার দরকার হলে আওয়াজ দিবেন যতটুকু পারি চেস্টা করবো।

হাসিব এর ছবি

এইটা আসলে একটা চিন্তার কথা ।

[কৌশলগত আলোচনা রেস্ট্রিক্ট করে দেওয়ার অনুরোধ রইলো। - বেগুনী-মডু]

শরতশিশির এর ছবি

'রেস্ট্রিক্ট' করতে অনুরোধ করছি!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

সুবিনয় মুস্তফী এর ছবি
শরতশিশির এর ছবি

লবিইংয়ের ব্যাপারে আমি একমত। আমাদের এই ব্যাপারে জোর প্রচেষ্টা কাজে লাগাতে হবে, ব্যক্তিগত সম্পর্ক ধরেই, যার যার অবস্থান থেকে। চেষ্টা করছি। প্লিজ অন্যরাও করুন, মিনিস্টার-সচিব-নির্বাচন কমিশন- সরকারী উচ্চপদস্থ আমলা-এমপি, যার যার যে যে চেনা আছেন পারসোনালি। এখনই সময়!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

সাফি এর ছবি

হাসিব ভাইয়ের সাথে একমত। অভ্রর পাশে থাকব যেকোন প্রয়োজনে।
নিচের অংশ রেস্ট্রিক্টেড -

আনন্দী কল্যাণ এর ছবি

আলোচনা গুলো এখন অফলাইনে করাটাই মনে হয় ভাল হবে।

সাথে আছি শেষপর্যন্ত।

রুশো এর ছবি

পাশে আছি, পাশেই থাকবো। সাধ্যের মধ্যে যতোটুকু পারি সাহায্য করবো।

টিউলিপ এর ছবি

সাথে আছি।
___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

তিথীডোর এর ছবি

সঙ্গে আছি,
থাকবো!

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

গৌরীশ রায় [অতিথি] এর ছবি

সাথে আছি ।
থাকবো ।

অনন্ত [অতিথি] এর ছবি

সাথে আছি সব সময়।

ধুসর গোধূলি এর ছবি

- মেহদী, কোনো রক্ত চক্ষুর মিথ্যা শাসানোকে ভয় করার জন্য আমাদের এই প্রজন্মের জন্ম হয় নি।

আপনি এক রত্তি উদ্বিগ্নও হবেন না। ক্ষমতার জোরে রাতকে দিন করার দিকে মোস্তফা জব্বার হাঁটবেন, হাঁটছেন। কিন্তু তিনি ও ক্ষমতাবানরা এটা নিশ্চয়ই ভুলে যান নি, তারুণ্যের কাছে ক্ষমতা অসহায়। এটা বাংলাদেশের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত।

এই প্রজন্মের তারুণ্য কী শক্তি ধারণ করে সেটা গত ইলেকশনে বর্তমান সরকার নিজেই উপলব্ধি করেছেন। এই তারুণ্যের জোরেই তারা আজ মসনদে, ক্ষমতার অধিকারী। এই তারুণ্যের প্রায় পুরো অংশই কিন্তু অভ্রের অনুসারী!

যুক্তিকে যদি মোস্তফা জব্বার ক্ষমতা দিয়ে প্রতিস্থাপন করতে যান, আর ক্ষমতাবানেরা যদি তাকে সেই সুযোগ করে দেন, তাহলে ক্ষমতাবানেরা যেনো এটাও মনে রাখেন, বর্তমান তারুণ্য অভ্রের মতো ভাষার মুক্তিতে বিশ্বাসী, মোস্তফা জব্বারের মতো ভাষা কুক্ষিগত করতে নয়।

সুতরাং, ক্ষমতাবানেরা মোস্তফা জব্বারকে অযৌক্তিক সাপোর্ট দেয়ার সময় একটু খেয়াল করে, প্লিজ!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

তারাপ কোয়াস [অতিথি] এর ছবি

সাথে আছি।

অগ্নিবীণা এর ছবি

মেহেদী এবং অভ্রের সাপোর্টের জন্য কি একটি petition signing event ওপেন করা যায়? স্বাক্ষরকারীরা যদি technically expert হয়ে থাকেন, তাবে তাদের পদবিটিও যোগ করা যেতে পারে, যেন petition টিকে কেউ এক কথায় উড়িয়ে না দিতে পারে!
সাথে আছি, কি ভাবে সাহায্য করা যেতে পারে জানাবেন!

দত্ত এর ছবি

কম্পিউটারের বাংলা লেখা যে সম্ভব তা জানতেই পেরেছি অভ্রর মাধ্যমে। আর সেই বাংলা-সহায়ক বন্ধুর পাশে আছি, থাকব সবসময়। আমার মনে হয় পেটিশন অনলাইনে একটা অনলাইন পেটিশন লেখা শুরু করতে পারি আমরা। তাছাড়া, স্যোশাল নেটওয়ার্কিং সাইটগুলোতেও সচেতনতা বৃদ্ধি করতে পারি। তবে পরিশেষে বিষয়টি আইন-আদালতে যেহেতু গড়াচ্ছেই, সুতরাং ভালো আইনজীবির বিকল্প আর কিছু নেই এই লড়াইয়ে জয়ের।

শরতশিশির এর ছবি

আমার কেন জানি পরশু-গতকাল এরকম কিছু একটা হবে, মনে হচ্ছিলো। সর্বশেষ যে আলোচনা হয় জনাব জাকারিয়া স্বপনের সাথে এবং ওনার নোটে, বুঝা যাচ্ছিল যে এরকম কিছু একটা হতে যাচ্ছে। কারণ, জব্বার সাহেব পিছু হটবেন না। এবং তিনি তার ক্ষমতার শেষ বিন্দু দিয়ে লড়বেন, যা তিনি আগেই বলেছিলেন।

আমাদের সবার উচিত হবে মাথা ঠান্ডা রাখা। কেউ গালিগালাজ করবেন না, অতিরিক্ত আবেগ দেখাবেন না - এটা সেই সময় নয়।

আর, এখানে কোনও রকম 'স্ট্র্যাটেজি ডিস্কাশান' হবে না। আমি অনুরোধ করবো কোনও রকম শলা-পরামর্শ যেন এখানে কেউ না দেন।

আমরা সাথে আছি শেষ পর্যন্ত। সত্যের জয় হবেই!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

সাইফ শহীদ এর ছবি

প্রয়োজনে যোগাযোগ করতে পার আমার সাথে।

সাইফ শহীদ

http://www.saifshahid.com

সাইফ শহীদ

পল্লব এর ছবি

সাথে আছি। কী করতে হবে জানালে অবশ্যই চেষ্টা করব।

==========================
আবার তোরা মানুষ হ!

==========================
আবার তোরা মানুষ হ!

স্বাধীন এর ছবি

এই ব্যাপারটি অনুমিত ছিল। এখন প্রয়োজন ভাল আইনবিদের পরামর্শ। সাথে আছি সব সময়। ভাষা উম্মুক্ত হবেই। অভ্রের জন্য শুভ কামনা রইল।

অতিথি লেখক এর ছবি

অনেকদিন কাগুর ভন্ডামি সহ্য করেছি, আর না,এই পোস্ট পড়ে এই বার নিজেই অভ্রের পক্ষে নেমে পড়লাম। মুক্তমনা ব্লগে আমি(পথিক) নিয়মিত লিখি ওখানে পোস্ট দিলাম। আইনি নোটিশের ছবিটা ব্যবহার করেছি,আশা করি কেউ কিছু মনে করবেন না। সাধ্যমত সাহায্য করার জন্য মেহদী হাসান খানের সাথে যোগাযোগে আগ্রহী।omicronlab@gmail.com ঠিকানাটায় কি মেইল দিলে উনি পাবেন?
আমার মেইলে কেউ জানাবেন প্লিজ?

অতিথি লেখক এর ছবি

চিন্তা করবেন না মেহেদি ভাই। আমরা সবসময় আপনার পাশে আছি, থাকব।
ভালো উকিলের সাথে পরামর্শ করুন। আইনি প্রক্রিয়া ব্যয় সাপেক্ষ ব্যপার, প্রয়োজনে এ ক্ষেত্রে আমাদের সবাইকে পাশে থাকার অনুরোধ করছি।
পাশাপাশি, নিজেদের সাইট, ব্লগ, সোসাল নেটওয়ার্কিং সাইট গুলোতে অভ্রের পক্ষে জোর সমর্থন জুগিয়ে যাবার অনুরোধ রইলো সবার কাছে।
কাগু এখন মিডিয়ায় আরো বেশি করে প্রোপাগন্ডা চালানো শুরু করবে বলে মনে হচ্ছে। তাই মিডিয়া সম্পর্কীত সকল সদস্যকে অভ্রের হয়ে প্রচার চালানোর অনুরোধ রইলো। পাশাপাশি, মেহেদি ভাই এবং ওমিক্রণ ল্যাবের সকল সদস্যের প্রতি আহ্বান, আপনারা আর চুপ করে না থেকে গনমাধ্যমে প্রবন্ধ অথবা সাক্ষাৎকার দিয়ে এ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন।

পাশে আছি সবসময়।

---- মনজুর এলাহী ----

শাহ মো; রাজিউর রহমান এর ছবি

সাথে আছি...

দ্রোহী এর ছবি

কাগু নিজেকে ইতিহাসের আস্তাকুড়েতে নিক্ষেপের জন্য পদক্ষেপ নিলেন।

প্রথমত, মাথা ঠাণ্ডা রাখতে হবে। একজন অভিজ্ঞ উকিলের পরামর্শ মোতাবেক কারণ দর্শানো চিঠিটির জবাব দিতে হবে।

সত্যি বলতে কী, অভিযোগের চার দিনের মাথায় চিঠি চলে আসাটা আমায় অবাক করেছে! মনে হচ্ছে বিষয়টা শুধুমাত্র কারণ দর্শানোতেই থেমে যাবে না। আদালত অবধি গড়াবে।

যদি বিষয়টা আদালতে গড়ায় তাহলে ভালো উকিল থেকে শুরু করে অর্থনৈতিক সহায়তা ইত্যাদি বিষয়গুলো মাথায় রাখতে হবে।

অভ্রের কৃতজ্ঞ ব্যবহারকারী হিসাবে সবকিছুতেই পাশে পাবেন।

শরতশিশির এর ছবি

এই পোস্টটা স্টিকি করা হোক।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

তানভীর হোসেন এর ছবি

সাথে আছি, মেহদী ভাইয়া...............শেষ পর্যন্ত থাকব।

নিভৃত সহচর [অতিথি] এর ছবি

সাথে আছি।

সাবিহ ওমর এর ছবি

মেহদী ভাইকে এরকম একটা হ্যারাসমেন্টের মধ্য দিয়ে যেতে হবে চিন্তা করে খারাপ লাগছে। মোজ সাহেব নিজের এবং অন্যদের মূল্যবান সময় নষ্ট করছেন। ডিজিটাল বাংলাদেশের প্রণেতা এই সময়টাকে বোধহয় আরও উৎপাদনশীল কাজে লাগাতে পারতেন।

আয়নামতি এর ছবি

যে অভ্রের কারণে আজকে আন্তর্জালে বাংলা লিখতে জানি, তার প্রতি অবশ্যই সব ধরণের সমর্থন আছে, থাকবে । মেহদী ও অভ্রদলের জন্য শুভকামনা ।

জ্বিনের বাদশা এর ছবি

সাথে আছি।

এর পরের অংশটুকু রেস্ট্রিক্ট করা।
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

তুষার [অতিথি] এর ছবি

সাথে ছিলাম, সাথে আছি, সাথে থাকব।

_প্রজাপতি এর ছবি

সাথে আছি, আমাদের সাধ্যে করার মত কিছু থাকলে জানতে চাই।

------------------------------------------
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

স্পর্শ এর ছবি

সাথে আছি, সব সময়।


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

আকতার আহমেদ এর ছবি

মেহদী, ভয় নাই। সাথে থাকব শেষ পর্যন্ত।
__________________

হাত নাক চোখ দেখতে যদিও মানুষের মত সব্বার
সকলেই তবে মানুষ হয় না, কেউ কেউ হয় ‘জব্বার’!

অনুপ [অতিথি] এর ছবি

সাথে আছি সব সময়

যুধিষ্ঠির এর ছবি

অভ্র এবং মেহেদির প্রতি পূর্ণ সমর্থন, শুভকামনা আর সহযোগিতার আশ্বাস থাকলো।

বোহেমিয়ান এর ছবি

সাথে আছি, থাকব

_________________________________________

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

নীড় সন্ধানী এর ছবি

কাগু কি এখনো স্বপ্নে দেখছে অভ্র থেকে ইউনিজয় বাদ দিতে পারলে লোকজন বিজয় কেনার জন্য হুমড়ি খেয়ে পড়বে? এই লড়াইয়ে কাগুর দিন শেষ। আমরা অভ্রের সাথে আছি। থাকবো। যে কোন রকম সহায়তার জন্য আছি।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

জি.এম. ফার‍ুক এর ছবি

প্রয়োজনে আরও একটা ২১শে ফেব্র‌ুয়ারী
অভ্র ও সমথ্ন কারীদের প্রতি রইল শুভ কামনা !

সজীব [অতিথি] এর ছবি

সাথে আছি, মেহদী ভাই

নির্জন স্বাক্ষর এর ছবি

শেষ পর্যন্ত সাথে আছি।

মাহবুব লীলেন এর ছবি

আছি

কনফুসিয়াস এর ছবি

ফান্ড রেইজ করাটা খুব জরুরি মনে হচ্ছে। এ ব্যাপারে শীঘ্র উদ্যোগ নেয়া দরকার।

-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অতিথি লেখক এর ছবি

একজন ঝানু আইনবিদের ফী কত? একটা টার্গেট এমাউন্ট ঠিক করে সচলায়তন অথবা অমিক্রন ল্যাবের ওয়েব পেজে পে-প্যালের যে একাউন্টে টাকা পাঠাতে হবে তার লিঙ্ক দিয়ে দিন। উইকিপিডিয়া প্রতি বছর যেভাবে ফান্ড রেইজ করে। সামনে টার্গেট থাকলে টার্গেটে পৌছার একটা তাগাদা থাকে।

এ বেলা ৫ ডলার ম্যাকডোনাল্ডসকে না দিয়ে না হয় অভ্রকেই দিব।

"ভাষা উন্মুক্ত হবেই"

--শিশিরকণা--

পাগলা দাশু এর ছবি

সাথে আছি।

অতিথি লেখক এর ছবি

পিএম এর ছেলের মাধ্যমে যদি পিএমকে বোঝানো যায় পুরা ব্যাপারটা তাহলে মনে হয় বিষয়টা সবথেকে ভাল হয়। জয় ভাই একজন তরুন, আমাদের বিশ্বাস উনি অবশ্যই তরুনদের পাশে থাকবেন। এখন জয় ভাইয়ের সাথে একটা লিংক খুঁজে বের করে তাকে পুরো বিষয়টা ব্যাখ্যা করতে হবে।

অভ্রের পাশে আছি। তারুন্যের জয় হবেই!!

-হক

প্রবাসিনী এর ছবি

আমিও আছি।
________________________________________________

হইয়া আমি দেশান্তরী, দেশ-বিদেশে ভিড়াই তরী রে

________________________________________________

হইয়া আমি দেশান্তরী, দেশ-বিদেশে ভিড়াই তরী রে

দিয়া এর ছবি

আছি।

নৈষাদ এর ছবি

আবির আনোয়ার এর ছবি

চলুক চলুক চলুক চলুক

তারেক [অতিথি] এর ছবি

শেষ পর্যন্ত সাথে আছি ।।।।।।। আমাদের ফান্ড রেইজ করাটা খুব জরুরি মনে হচ্ছে।।।।।।

রাফি এর ছবি

সাথে আছি; যে কোন প্রয়োজনে।।

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

আরিফ জেবতিক এর ছবি

আবার জিগায় হাসি

হাম্মাদ আলি [অতিথি] এর ছবি

মেহদী হাসান খান লিখেছেন:
অ্যাডভোকেটের সাথে কথা বলতে যাচ্ছি কালকে। সমস্ত আপডেট জানাবো।

কি সাহায্য লাগবে খালি জানাবেন, নিজের সাধ্যের মধ্যে যা পারি করতে প্রস্তুত।

তাসনীম এর ছবি

সাথেই আছি।

++++++++++++++
ভাষা হোক উন্মুক্ত

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

শেহাব [অতিথি] এর ছবি

জব্বার সাহেব তো এতদিন পেটেন্ট পেটেন্ট করে চিৎকার করছিলেন। এখন সেটা কপিরাইটে নেমে আসল কেন?

অমি আজাদ এর ছবি

আমি অনেক মানুষকে দেখেছি যারা মনেকরে একটা উকিল নোটিশ দিতে পারলেই যুদ্ধে জয় করা যায়। আমি কারো পক্ষে/বিপক্ষে কথা বলতে চাইনা, তবে একটা জিনিস পরিস্কার যে এ লড়াই আরও নোংরা হবে।

শেহাব [অতিথি] এর ছবি

আমরা কপিসাউথ ইন্টারন্যাশনালের সাথে যোগাযোগ করেছিলাম। তারা বলেছে জব্বার সাহেব চাইলে কোর্টে যেতে পারবেন তবে অভিযোগ ধোপে টিকবে না।

মুকুট [অতিথি] এর ছবি

সাথে আছি অভ্র-এর। আইন-আদালত নিয়ে যারা আছেন, প্লিজ এগিয়ে আসুন অভ্র-র জন্য। ফান্ড লাগ্লে এখনি গঠন শুরু করা হোক, সবাই আমরা পাশে দাঁড়াবো। কেউ একজন ফান্ড গঠনে হাত দিন

সুমন চৌধুরী এর ছবি

মেহেদী সাথে আছি। যেভাবে পারি তোমার পাশে থাকবো।



অজ্ঞাতবাস

অতন্দ্র প্রহরী এর ছবি

সাথে আছি।

নাশতারান এর ছবি

আছি ...

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

মুস্তাফিজ এর ছবি

নোটিশে যাই থাক জব্বার তার চিঠিতে বিজয় কীবোর্ডের কথা উল্লেখ করেছে, যার রেজি নং ৩৫৭৫ কপার।

আমার কথা হলো লড়াইটা একা মেহেদী'র না, আমাদের সবার। আমরা যারা ঢাকায় আছি এবং সময় দেবার সঙ্গতি আছে (সময় বলতে দৌড়াদৌড়ি এবং দৌড়াদৌড়িতে সঙ্গ দেয়া) তাদের অনুরোধ থাকবে আমাকে কিংবা নজরুল ভাইকে একটা এসেমেস করে নামটা এবং কোন সময়টা দিতে পারবেন তা জানিয়ে রাখুন। পোস্টে সহমত জানানোর চাইতে এটা জরুরী।

আমরা হারতে শিখিনি।

...........................
Every Picture Tells a Story

শরতশিশির এর ছবি

দেশে নেই কিন্তু দেশের বাইরে থেকে আমাদের সাপোর্টের কথা ভুলবেন না, মুস্তাফিজ ভাই। আমি যোগাযোগ করবো শীঘ্রই!

আর, টাকা বাইরে থেকে কীভাবে আসবে, কে হিসাব মেইন্টেন করবেন - এগুলো এখনই দাঁড় করিয়ে ফেলতে হবে। আমি রেডি আছি, জানি সাথি অনেকেই।

খুলতে হবে একটা সেন্ট্রাল সেল। সেখান থেকেই সব নিয়ন্ত্রণ করবেন আপনারা। আর, ফেইসবুক গ্রুপ, ওয়েব সাপোর্ট।

This is our fight, and we shall win, no matter what, Inshallah!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

TUTUL এর ছবি

Thakbo, all time মেহদী হাসান er shathay

রোহান এর ছবি

মেহেদী ভাই এর পাশে আছি আমরা সবাই। ফান্ড রেইজ নিয়ে চিন্তা ভাবনা শুরু করা দরকার। আইনি লড়াইটা যেনো এই ক্ষেত্রে অভিজ্ঞতমরাই করতে পারে এই জন্য ফান্ড টা আরও জরুরী।

পান্থ রহমান রেজা এর ছবি

সাথে আছি!
..................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

এক্সোডাস [অতিথি] এর ছবি

কাগু must fall.

সাধ্যমত সাহায্য করব।

রাইন এনাম এর ছবি

what goes around comes around
কাগুর সাথে এরকম হবে উনি হয়ত জানে না এই লড়াই উনাকে কোথায় নিয়ে যেতে পারে,its a matter of time
truth will win
if not today thn tomorrow
if not tomorrow thn the nxt day after that
bt truth cant b hidden
i think avro family(users and developers)
একটা প্রেস কনফারেন্স করে সবাইকে জানাতে পারেন এই ব্যাপারটা,কারণ অনেকেই বুঝে না এখন ও
-রাইন

সাঈদ এর ছবি

অতিথি নীল এর কথার সুত্র ধরে বলছি, আপনি যেহেতু সহকারী সচিব , সুতরাং আপনি মন্ত্রণালয়ের ভিতরে কিছু লবিং করতে পারবেন বলে আশা করি।

আপনি কি এ ক্ষেত্রে এগিয়ে আসতে পারবেন ?

ইউ এন ডি পি'র সাথে যে একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে, তাদের কে এক্ষেত্রে জড়ালে ভালো হবে। কিন্তু কিভাবে জড়ানো যায় , সেটা মাথায় আসছে না।

অভ্রের পাশে আছি ।

পথহারা_পথিক এর ছবি

কেন যেন মনে হচ্ছে এই নোটিশের দ্বারাই অভ্রের বিজয় আর মোস্তফা জব্বারের ঘৃণ্য চরিত্র সকলের নিকট উম্মোচন হতে যাচ্ছে। আমরা যারা এই জালের সাথে জড়িত তারা কমবেশি অভ্রের অবদান সম্পর্কে জানি, কিন্তু একটু খোঁজ নিলেই দেখা যাবে এখনোও এমন অসংখ্য ব্যবহারকারী আছেন যারা অভ্র কি তা জানেনই না। একমাত্র 'বিজয়কে'ই চিনেন, বাংলায় লেখা মানে 'বিজয়', এই তারা জানেন। আমার দৃঢ় বিশ্বাস যে আজকে মোস্তফা জব্বারের এই লম্ফ ঝম্প অভ্রের জন্য বিজয় আর সর্বস্তরের সম্মানই শুধু এনে দিবে না, বরং জাতীয় পর্যায়েও সর্বস্তরে এর সুপরিচিতি হবে, ইনশাল্লাহ।

আলোর ছটা [অতিথি] এর ছবি

সাথে আছি, প্রয়োজনে জানাবেন, সাধ্যমত চেষ্টা করব।

-আলোর ছটা (alorchhota AT gmail DOT com)

অতিথি লেখক এর ছবি

ব্লগারঃবাটপাড়
সাথে আছি পাশে আছি কিসিমের আবেগি ডায়ালোগ মারতে ভালো লাগছে না কাজের কথায় আসা যাক আইনি লড়াই চালাতে কি পরিমাণ খরচ লাগবে তার একটা প্রাথমিক হিসেবে করে ব্লগে ব্লগে ফান্ড কালেক্ট করা উচিত অনলাইণ অর্থাৎ পে পালের ব্যবস্থা রাখা উচিত, দেশের ব্লগাদের জন্য দরকার হলে একটা জায়গা নির্ধারন করা উচিত যেখানে তারা অভ্রকে তাদের সাধ্যমত অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবে

অতিথি লেখক এর ছবি

মেহদী হাসান খানের সাথে আছি আমরা।
মেহেদী আকরাম

সৈকত চৌধুরী [অতিথি] এর ছবি

আসুন আমরা সবাই যে যেভাবে পারি মেহদী ভাইকে সহায়তা করি।

এ যুদ্ধে যদি আমরা জয় করতে না পারি তবে তা যে কতটা হতাশাজনক ও বিপর্যয়কর হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

মামুন হক এর ছবি

যেখানেই আছি, থাকি...মেহদীর সাথে আছি,পাশে আছি--থাকবো। শুধু একটা আওয়াজ দিও কী কাজে লাগবে আমাকে...

নাবালক [অতিথি] এর ছবি

ভাই আপডেড কি ??
মেহদি ভাই কি উকিল ধরছে?

অপু এর ছবি

অভ্রের সাথে আছি। এবং থাকবো। পুরো বিষয়টিকে সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য,একটি টিম করা প্রয়োজন। আবেগ থেকে দূরে থাকতে হবে।
অভ্রের জয় হোক......................

শুভাশীষ দাশ এর ছবি

সাথে আছি

---------------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

রানা মেহের এর ছবি

রেস্ট্রিক্ট মন্তব্য

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

নাশতারান এর ছবি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

রণদীপম বসু এর ছবি

বাংলা ভাষার আরেকটা যুদ্ধ শুরু হলো।

সাথে আছি মেহদী।

ভাষা উন্মুক্ত হবেই !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শামীম এর ছবি

আমি দুইটা ব্যাপার লক্ষ্য করলাম:

১. মেহ্‌‍দী'র নামের বানান ভুল। তাই নোটিশের জবাবে, নিজের নামের বানান শুদ্ধ করার জন্য অনুরোধ যুক্ত করতে পারে, প্রয়োজনে সাথে জাতীয় পরিচয়পত্রের কপি দিয়ে।

২. অনুলিপি/কপি পাঠিয়েছে কাগুর কাছে। ওখানে কিন্তু কোনো বিশেষজ্ঞ-ফিশেষজ্ঞ লেখা হয়নি। ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবেই লেখা হয়েছে।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

আনিস মাহমুদ এর ছবি

খুউব খিয়াল কৈরা।

সাথে আছি।

.......................................................................................
Simply joking around...

.......................................................................................
Simply joking around...

গৌতম এর ছবি

অভ্রের পাশে আছি, মেহদীর সাথে আছি।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

মাহমুদ  এর ছবি

অভ্রের সাথেই আছি....
সত্যের সাথেই আছি

ভাষা উন্মুক্ত হবেই
সত্যের জয় হবেই

শাওন  [অতিথি] এর ছবি

সাথে আছি ৷

বদিউ জ্জামান এর ছবি

মেহেদি ভাই আপনার কি লাগবে টাকা,শক্তি,লবিং,মেধা খালি আওয়াজ দিয়েন

নন্দিনী [অতিথি] এর ছবি

সাথে আছি । জয় হোক অভ্রর ।

ইরাবতী এর ছবি

ভাই মেহদী , আপনি ভেবে দেখেন সারা দেশের নতুন প্রজন্ম আপনার সাথে আছে । বিজয়কে সাফ ধোলাই দেওয়ার জন্য আমরা সবাই রেডি । খালি জানাবেন কি করতে হবে ।

আরেকটা কথা , জাফর ইকবাল স্যারকে ব্যাপারটা বিশদ ভাবে জানানো উচিত । তাঁর কথা সরকার খুব মনযোগ দিয়ে শুনে । তাই কারও যদি তাঁর সাথে যোগাযোগ থাকে প্লিজ দয়া করে লিঙ্কটা পাঠিয়ে দিবেন । আশা করি তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন ।

মৃদুল আহমেদ এর ছবি

হুমম। ব্যাপার তাহলে এতদূর।
মেহদী শুধু আবেগ না, কাজ আর যুক্তি দিয়ে সাথে আছি।
দেখা হবে। পাশেই পাবেন।
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

জি.এম.তানিম এর ছবি

সাথে আছি!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

বেগুনী-মডু এর ছবি

পাঠকদের মতামত থেকে অভ্রের পক্ষে জনমত স্পষ্ট। একই মন্তব্যের পুনরাবৃত্তি ঘটতে থাকায় এই পোস্টের মন্তব্য করার সুযোগ রহিত করা হচ্ছে। অভ্রের সমর্থনে সাহায্য প্রয়োজন হলে পরবর্তীতে জানানো হবে। যেকোনো প্রকার উপদেশ মেহ্‌দী কিংবা ওমিক্রনল্যাবকে ইমেইল করে জানানোর অনুরোধ রাখা হচ্ছে। কৌশলগত আলোচনা উন্মুক্ত ফোরামে না হওয়াই শ্রেয়।