...
কাঁচাপাকা ভুরুজোড়ার নিচে কটমট দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে বাঘের চোখ। রানার হাতের তালু ঘামতে শুরু করে।
"এসব কী ছাঁইপাশ লিখেছো?" রেজিগনেশনের দরখাস্তটা যেন একটা ঘিনঘিনে বস্তু, এমন ভঙ্গিতে হাতে না ছুঁয়ে একটা স্কেল দিয়ে সামনে ঠেলে দেন মেজর জেনারেল [অব:] রাহাত খান।
রানা কেশে গলা সাফ করতে চায়। "মানে ... স্যার ... আমি আসলে ...।"
কঠোর ভর্ৎসনার দৃষ্টিতে তাকান রাহাত খান। "তুমি আসলে কী চাও রানা? ইউ ওয়ান্ট টু কুইট?"
রানা মিনমিন করে বলে, "স্যার, আমার বয়স হয়ে যাচ্ছে। আরো সময় নিলে ঘর সংসার করতে পারবো না স্যার ...।"
চিরকুমার রাহাত খান চোখের আগুনে যেন ভস্ম করে ফেলবেন রানাকে। "ঘর সংসার? তুমি? আর ইউ ডিরেইঞ্জড মাই বয়?" ড্রয়ার থেকে একটা বই বের করেন তিনি। তারপর সামনে ঠেলে দেন। বইটিতে জনৈকা স্যাণ্ডো গেঞ্জি পরিহিতা বিশালবক্ষা যুবতীর ছবি। বইয়ের নাম জিপসী।
রানা সপ্রশ্ন দৃষ্টিতে তাকায় বিসিআই চীফের দিকে।
"পড়ো ওটা! তিন নাম্বার পৃষ্ঠা থেকে পড়ো!" পাইপে আগুন ধরান রাহাত খান।
রানা গলা খাঁকরে মিনমিন করে পড়তে থাকে। "মাসুদ রানা। বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের এক দুর্দান্ত, দুঃসাহসী স্পাই। গোপন মিশন নিয়ে ঘুরে বেড়ায় দেশ-দেশান্তরে। বিচিত্র তার জীবন, অদ্ভুত রহস্যময় তার গতিবিধি। কোমলে কঠোরে মেশানো নিষ্ঠুর সুন্দর এক অন্তর। একা। টানে সবাইকে, কিন্তু বাঁধনে জড়ায় না। কোথাও অন্যায়-অবিচার-অত্যাচার দেখলে রুখে দাঁড়ায়। পদে পদে তার বিপদ-শিহরনণ-ভয় আর মৃত্যুর হাতছানি। আসুন, এই দুর্ধর্ষ, চিরনবীন যুবকটির সঙ্গে পরিচিত হই। সীমিত গন্ডিবদ্ধ জীবনের একঘেয়েমি থেকে একটানে তুলে নিয়ে যাবে ও আমাদের স্বপ্নের এক আশ্চর্য মায়াবী জগতে। আপনি আমন্ত্রিত। ধন্যবাদ।"
রাহাত খান এবার কটমট করে তাকান রানার দিকে। "কী বুঝলে?"
রানা আবার গলা খাঁকারি দেয়।
রাহাত খান বলেন, "একা! টানে সবাইকে কিন্তু বাঁধনে জড়ায় না! খুউব খিয়াল কইরা, মাই বয়! এই লাইনে বিয়েশাদির জন্যে গোঁ ধরলে চলবে?"
রানা কাঁচুমাচু হয়ে বলে, "স্যার, আম্মা খুব গিয়ানজাম করছে। বিয়ে করার জন্যে বাসা থেকে খুব চাপ দিচ্ছে স্যার। বলে মরার আগে নাতিনাতনির মুখ দেখতে চায় ...।"
রাহাত খানের মুখটা টকটকে লাল হয়ে যায়। তিনি সরোষে বলেন, "ফাজলামো করার আর জায়গা পাও না? আর বিয়ে করে তুমি খাবে কী?"
রানার মুখে হাসি ফোটে। "স্যার, আপনি যদি একটু সংস্থাপন মন্ত্রণালয়ে বলে দেন ... আমি বিটিআরসি কিংবা পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে ঢুকে যাবো স্যার।"
রাহাত খান ঘর কাঁপিয়ে বলেন, "অ্যাবসলিউটলি নট! ওসব চলবে না!"
রানার মুখটা করুণ হয়ে ওঠে। সে বলে, "কিন্তু স্যার ...!"
রাহাত খান ধোঁয়া ছেড়ে হাত নাড়েন।
রানার ভেতরটা চিৎকার করে ওঠে। হতচ্ছাড়া বুড়ো, তোর এক কথায় কত দেশে কত হুজ্জতে একটা মাত্র জান হাতে নিয়ে ছুটোছুটি করেছি। পদে পদে আমার বিপদ-শিহরণ-ভয় আর মৃত্যুর হাতছানি। আর আজ তুই আমার জন্য মিনিস্ট্রিতে একটা ফোন করতে পারবি না? আর তুই ভেবেছিসটা কী? তুই বিয়েশাদি করিসনি বলে আমরাও শুধু আজান দিয়েই খাবো? তোর পাল্লায় পড়ে সোহেলটা বিয়ে শাদি না করে দিন রাত একটা মাত্র হাত দিয়ে ... ।
রাহাত খান গমগমে কণ্ঠে বলে ওঠেন, "বিকল্প কিছু ভেবেছো?"
রানা ক্ষুণ্ণমনে বলে, "স্যার, এম এ জলিল জ্বলন্ত নামে এক লোক শুনলাম আমার মিশন নিয়ে লেখা বইগুলো থেকে কাটপেস্ট করে সিনেমা বানিয়ে যাচ্ছে। ভাবছি ওর সাথে যোগাযোগ করে সিনেমায় নেমে যাবো। আমি তো স্যার দেখতে শুনতে খারাপ না ...।"
রাহাত খানের মুখ রক্তশূন্য হয়ে যায়। তিনি বলেন, "তুমি ... তুমি সিনেমায় নামবে?"
রানা বেপরোয়া হয়ে ওঠে। পাওয়া গেছে বুড়োকে। ফোন করবি না? দাঁড়া, দেখাই মজা। "কী করবো স্যার? আর আপনিই বলুন, সোহেল রানা কিংবা রুবেল কিংবা আব্দুল জলিল জ্বলন্তের চেয়ে কি স্পাই হিসাবে আমাকেই বেশি মানাবে না?"
রাহাত খান মনে মনে হয়তো অপু বিশ্বাস কি পূর্ণিমার সাথে গাছের ডাল ধরে ঘুরপাকরত রানাকে কল্পনা করেই বুকে হাত দিয়ে "উহ" বলে ওঠেন। রানা নিঃশব্দে বসে থাকে।
কিন্তু কঠোর নীতিবাগীশ বিসিআই চীফ হার মানেন না। খেঁকিয়ে ওঠেন, "আর কিছু?"
রানা বলে, "স্যার, ভাবছি আলট্রা-লিবারেল প্রোগ্রেসিভলি ডেমোক্রেটিক পার্টিতে জয়েন করবো। সামনে ইলেকশন। মাগুরা-২ আসন থেকে এমপি হিসাবে দাঁড়াতে পারি। জিতে গেলে আর চিন্তা নেই স্যার, সাংসদদের কি আর টাকার অভাব হয়?"
রাহাত খান নিচু স্বরে বললেন, "মেয়েটা কে?"
রানা মাথা নিচু করে। লাজুক গলায় বলে, "চিনবেন না স্যার। আমাদের কেউ নয়। ফেসবুকে পরিচয়।"
...
মন্তব্য
এই মেয়ে বাদ, ফেসবুক এ যখন, এ নিশ্চিত ভাবেই মোসাদ এর এজেন্ট।
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
লেখক কি নিজের বিবাহের দাওয়াত দিলেন নাকি?
রিক্তা
--------------------------------
হে প্রগাঢ় পিতামহী, আজো চমৎকার?
আমিও তোমার মত বুড়ো হব – বুড়ি চাঁদটারে আমি করে দেব বেনোজলে পার
আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার ।
- হে হে হে
তাইলে রানা এই ডিসেম্বরেই...?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ইন্নালিল্লাহ..........
কনগ্রাচুলেশন্স।
কি মাঝি, ডরাইলা?
অভিনন্দন, বস!
'পুরুষমানুষ দুপ্রকার: জীবিত, বিবাহিত'
বিয়াপক অভিনন্দন!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
সত্যি নাকি?
লোকজন এত খুশি হয়ে যাবে আগে জানলে গল্পে রানারে একসাথে দুইটা বিয়ে দিয়ে দিতাম
দুইটা বিয়ে দিলে তো মানুষ খুশি হবে না। বিয়েতে দাওয়াত দিয়ে পোলাও-কোর্মা, মুরগীর রোস্ট খাওয়ালে খুশি হবেpe। আপ্নের বিয়ের মেনু কী কী?
বিয়ার খানাটা কে খাওয়াইবো হিমু ভাই ?
---------------------------------------------------------------------------------------------
আগুন জ্বালাইয়া দিছি
একেবারে খাঁটি কথা। রিটায়ার্ড আর্মি পারসনদের জন্য এই জায়গা দুটো বাপের ধনে পোদ্দারি !
রানা সিনেমায় নামলে তো জলন্তরে আবার গার্মেন্টস ব্যবসায় ফিরে যেতে হবে। রানাকে সিনেমায় নামানোর আগে এটাও চিন্তা করা দরকার। আর রানা সর্বোচ্চ কত কেজি ভারাত্তোলন করেছিলেন তার জীবনে অথবা ক্যাডট ট্রেনিংয়ে এইটাও জানা দরকার। শাবনুরের বর্তমান ওজন ৮৬ কেজি, ময়ুরীর ওজন মাপাতে উঠলে তো ওয়েটমেশিনই নষ্ট হয়ে যায়! তাই রানাকে এমন অন্ধকার ভবিষ্যতে ঠেলে দেওয়া ঠিক না।
আরে ঘাবড়ায়েন না। ময়ূরী, মুনমুন, শাবনুর, মৌসুমী কোন সমস্যা না। রানা ঠিকই পারবে। আই লাভ য়্যু মানের লাস্ট সীনে হুমায়ুন দাদার সাথে ফাইটের কথা মনে আছে?
উইলবার স্মীথ শালা চুরার চুরা। আমাগো মাসুদ রানার সেরা বইটারেও কপি মারতে ছাড়ে নাই।
কি মাঝি, ডরাইলা?
মোসাদ আর জিওনিস্ট ইন্টারন্যাশনালের হেডকোয়ার্টার যে লোক উড়িয়ে দিতে পারে, সে শাবনুর ময়ুরীরে কোলে তুলতে পারবে না এটা বিশ্বাস করতে আমারও কষ্ট হয়। কিন্তু ডিপজলকে নিয়ে একটু চিন্তায় আছি। রানার মতো একজনকে সে কি তার সাম্রাজ্যে মেনে নেবে ?
-------------------------------------------------------------------------------------
আগুন জ্বালাইয়া দিছি
ফাজলামো পেয়েছেন? রানার বিয়ে! দাঁড়ান সোহানার কাছে খবরটা রাষ্ট্র করছি.......!
জহিরুল ইসলাম নাদিম
হিমু ভাই, মাগুরা-২ কেনো? ওইটা কিন্তু আমার বাড়ির নির্বাচনী এলাকা ;-s
হিমু বাই, খবর কি শুনি এইসব? হাছা নি?
==========================
আবার তোরা মানুষ হ!
==========================
আবার তোরা মানুষ হ!
সবকিসুতে অব-গুলার পাকনামি করতে হইবো ...
___________________________
Any day now, any day now,
I shall be released.
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
জব্বর হইসে!
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
অভিনন্দন বস.................
নবীন পাঠক
shahriarsajib@gmail.com
অভিনন্দন।
আবার লিখবো হয়তো কোন দিন
অবিবাহিত মাসুদ রানারা [যাদের শীঘ্রই বিয়ে থা হবার কোন সম্ভাবনা নাই ] Rodney Carrington এর গাওয়া গানটা শুনতে থাকেন বসে বসে।
কি মাঝি, ডরাইলা?
আপ্নে লুক্টা খুপ খ্রাপ
---------------------
আমার ফ্লিকার
---------------------
আমার ফ্লিকার
জুতসই একটা ভিডিও দেখলাম। সিরিয়াস লিরিক- হো হো
-তাহসিন গালিব
ফুটা দিয়া তো গল্প দেখা যায়না,এট্টু খোলাসা করেন...
অদ্রোহ।
হিমু ভাই,
রানারে না বিয়া দিলে হয়না? আর রানা এইরম ফেসবুকে কোন...কেন ভাই কি দরকার?
অসাধারণ। এম এ জলিল অনন্ত র উচ্চারণের অবস্থা তো করুণ। এক টিভি শো তে তারে দেইখা আমি ফিট। সে বলেছে তার ছবির কাহিনী নাকি লেখা হইছে ৩ বছর ধরে। তার অভাবেই নাকি ছবি করা যাচ্ছিল না। তা মাসুদ রানা ও আসুক বিবাহিত পার্টিতে, সমস্যা নাই।
..................
শ্যামল
অনন্ত একবার এফডিসিতে এক অনুষ্টানে জার্নালিষ্ট ভাইয়েরা বলতে গিয়ে বলেছিলো, উপস্থিত সাংবালিস্ট ভাইয়েরা আমার শুভেচ্ছা নিবেন !
এবার বুঝেন বানানের অবস্থা !
হিম্বাই, শাদী মুবারক... ইয়ে, কইন্না কী তাইলে মাগুরা-২ এর?
''চৈত্রী''
মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা...
হিম্ভাইগো, সোহাগে বুকিং দিমু নাকি ?? নাকি বসুন্ধরা কনভেনশন সেন্টার ?? আপনে চাইলে অবশু বেইলী রোডে প্রকাশ্য জনসভায়ও করা যায়- তয় নারীলোলুপ রানা'র পূর্ব ইতিহাস এটিকে একটি বেদনাত্বক পরিণতি দান কর্তে পারে...
_________________________________________
সেরিওজা
মেজর (অবঃ) যেহেতু, ডিশকাউন্টে সেনাকুঞ্জ বা ফ্যালকন-ই আছে, ঐগুলাতে যাইস না। বরং গাড়ি রেডি রাখ, ঐ এলাকা থেকে বাইরানো খুব টাফ!
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
হিম্ভাই!!! এরা এই সব কী কথা বলে? আপনে নাকি আর জীবিত থাকতেছেন না?
---- মনজুর এলাহী ----
পরের পর্বের অপেক্ষায় থাকলাম...
এজন্য হয়তো দু'একবছর দেরী করতে হবে। তবু পরের পর্ব পাব এটুকু জানি।
পলাশ রঞ্জন সান্যাল
খাড়ান খাড়ান, হিম্ভাই, এ কি শুনি, আপনার বিয়া নাকি? কবে কোথায় ক্যাম্নে কার্সাথে? অভিনন্দন দিতাছি, খবর-টবর দেন...
ঘটনা গত ডিসেম্বরেই হৈতো। কিন্তু বিয়ের পর লুঙ্গি পরা যাবে না এই শর্তে জুড়ে দেয়াতে একটু নেগোসিয়েশন প্রসেসে সময় লাগলো।
নীড়পাতা.কম ব্লগকুঠি
এই তাইলে গঠনা!
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
"যত্ন করে কামড়াই"টা আর দেখা যাচ্ছে না প্রোফাইলে, কাহিনী কি সত্য নাকি?
এইটা জনৈক ইসলামী ব্যাংক কর্মকর্তার আদেশে ছেঁটে ফেলতে হয়েছে বলে ইন্টেল জানাচ্ছে। ময়না কামড়াকামড়ি করলে কী হবে, মানুষ বড়ই ভালো। মুরুব্বিদের বেশ তোয়াজ করে। খালি আমারেই উল্টা সিধা কথা কয়!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ইন্নালিল্লাহ! মানুষটা বড় ভাল ছিল। দয়াময় তারে হুরসহ বেহেশত নসিব করুন।
আরেকটা কথা, ওই কর্মকর্তার কনিষ্ঠা কন্যা আছে তো নাকি
জনাব, আপনাকে গুরুচন্ডালীর লেটেস্ট ভার্সন খানা ডাউনলোড করিয়া ইনস্টল করিবার আমন্ত্রন জানাই। তাহা হইলে কনিষ্ঠা-গরিষ্ঠা সকল রকমের গুণিতক এবং গুণনীয়ক, সকলই চিচিংফাঁক হইয়া যাইবে এনশাল্লাহ।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ওটা প্রোফাইলে বহুদিন ধরে অনুপস্থিত। অর্থাৎ ...
অনেকদিন পর প্রাণ খুলে হাসলাম!
--- থাবা বাবা!
আচ্ছা!
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
এহেম!
আচ্ছা!!
নতুন মন্তব্য করুন