নেভারেস্ট: পর্ব ১ ▬ নেভারেস্ট: পর্ব ২
নেভারেস্ট সিরিজের তৃতীয় পর্ব লেখায় হাত দিয়েছি। ভাবলাম, তার আগে আরো কিছু সাক্ষাৎকার নিয়ে রাখি। কার সাক্ষাৎকার নেয়া যায়?
মাথায় এসেছিলো মুসা ইব্রাহীম আর আনিসুল হকের নাম।
মুসা ইব্রাহীমের ফোন নাম্বার যোগাড় করলাম কষ্টেসৃষ্টে। কথিত এভারেস্ট জয়ের পর মুসা সেলিব্রিটিতে পরিণত হয়েছেন, ফোন নাম্বার খুঁজে পাও ...
নেভারেস্ট: পর্ব ১ ▬ নেভারেস্ট: পর্ব ২
নেভারেস্ট সিরিজের তৃতীয় পর্ব লেখায় হাত দিয়েছি। ভাবলাম, তার আগে আরো কিছু সাক্ষাৎকার নিয়ে রাখি। কার সাক্ষাৎকার নেয়া যায়?
মাথায় এসেছিলো মুসা ইব্রাহীম আর আনিসুল হকের নাম।
মুসা ইব্রাহীমের ফোন নাম্বার যোগাড় করলাম কষ্টেসৃষ্টে। কথিত এভারেস্ট জয়ের পর মুসা সেলিব্রিটিতে পরিণত হয়েছেন, ফোন নাম্বার খুঁজে পাওয়াই মুশকিল। আর আনিসুল হকের সাক্ষাৎকারের আশা পরিত্যাগ করার পরামর্শ দিলেন বোদ্ধাজনেরা। যাই হোক, কল দিলাম মুসাকেই।
তবে সেই কথোপকথন নিয়ে এখন কিছু না বলি। যথাসময়ে লিখবো দাঁড়িকমাসহ। এইবেলা শুধু জানিয়ে রাখি, মুসা ইব্রাহীম সাক্ষাৎকার দিতে সম্মত হননি। সম্ভবত, সাহসে কুলায়নি।
মুসার পাশাপাশি এম এ মুহিতের সাথেও যোগাযোগ করেছিলাম সাক্ষাৎকার নেয়ার জন্যে। মুহিত কিছুটা ইতস্তত করে সাক্ষাৎকার দিতে সম্মত হলেন। অসময়েই কল করেছিলাম তাকে, দীর্ঘ ৬৬ মিনিট কথা হলো পর্বতারোহণ ও এভারেস্ট অভিযান নিয়ে।
এই সাক্ষাৎকার নেভারেস্ট সিরিজে পুরোপুরি খাপ খায় না হয়তো, কিন্তু পর্বতারোহণ সম্পর্কে অনেক মূল্যবান মতামত পাওয়া গেলো বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ পর্বতারোহীর কাছ থেকে। এগুলো সবই কাজে আসবে আমার, পাশাপাশি পর্বতারোহণ সম্পর্কে ফাঁপা গল্পের বদলে কিছু নিরেট তথ্য পাঠকের গোচরে আসবে ভেবে শেয়ার করছি।
প্রথম পর্ব [৩৫:২৩]
দ্বিতীয় পর্ব [৩০:৩৩]
মন্তব্য
ডাউনলোডাইলাম। সেহরি করে বিড়ি টানতে টানতে শুনব।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
মুসা ইব্রাহীমের সাথে কথোপকথন শোনার অপেক্ষা করছি।
দারুণ লাগছে সাক্ষাতকার। অক্সিজেন সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। হিমুকে ধন্যবাদ উদ্যোগের জন্য।
জনাব মুহিত-এর কাছে কিছু প্রশ্ন:
প্রশ্ন ১: একটা অক্সিজেন দিয়ে (২ পেশার দিয়ে) একটানা কতক্ষণ কাটানো যায়? সামিটের কাছে যে সর্বশেষ ক্যাম্প থাকে সেখানে রাতে ঘুমানোর সময় কি অক্সিজেন লাগে?
প্রশ্ন ২: অক্সিজেন নিয়ে ডেথজোনে (৮০০০ মিটারের উপরে) গিয়ে অক্সিজেন ছাড়া বসে থাকা কি সম্ভব? অর্থাৎ এমন কি সম্ভব যে অক্সিজেন নিয়ে গেলেন কিন্তু তারপর অক্সিজেন ছাড়াই বসে থাকবেন?
প্রশ্ন ৩: সামিট পুশ করে ব্যর্থ হলে আবার চেষ্টা করা যায়না কেন? শুধু রসদের স্বল্পতাই কি এর কারণ? রসদই যদি মূল বিষয় হয় তাহলে কেউ দ্বিগুন রসদ নিয়ে ব্যাকআপ রেখে দিতে পারে কি? এতে খরচ কেমন বাড়বে?
দ্বিতীয় অংশ শুনছি; আরো প্রশ্ন আসতে পারে।
উত্তরগুলো জানা থাকায় সামান্য আলোকপাতঃ
১) ২ প্রেশারে ৪ লিটারের অক্সিজেন সিলিন্ডার কাগজে কলমে ৮ ঘন্টা সাপোর্ট দেয়, বাস্তবে তা সাত থেকে সাড়ে সাত ঘন্টা হয়। আসলে সামিট ক্যাম্পে ঘুম হয় না , ঘুম হলে ঘুমের ঘোরে অনেকে মারা যায়। তারপরেও শোয়ার সময় ১-২ প্রেশারে মাস্ক লুজ করে রাখে সবাই। শেরপারা (আর অক্সিজেন ছাড়া আরোহীরা) সাধারনত তাবুতে অক্সিজেন ব্যাবহার করে না।
২) সম্ভব, বসে থাকলে শরীরে অক্সিজেন কম লাগে।
৩) সামিটের জন্য ৩-৪ দিন নিরবিচ্ছিন্ন ভালো আবহাওয়া আর কয়েকদিনের প্রস্তুতি লাগে। একবার ব্যার্থ হলে আবার ৭-১০ দিনের চিন্তায় মন ভেঙ্গে যায়। গাইডরাও অনেক সময় রাজি হয় না নানান অজুহাতে। আর ভালো আবহাওয়ার একটা আনুমানিক সময় আছে, অনিশ্চিত বসে থাকা অনেকেই সমর্থন করে না।
- সজল খালেদ
যে ছেলে এভারেস্ট নিজ পায়ে মাড়িয়ে এসেছে বলে দাবি করছে, তার সাক্ষাতকার দিতে এতো ভয় !
__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________
__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________
হিমু ভাই, মুসা ই. সাক্ষাৎকার না দেওয়ায় একটা বিষয় অতি পরিষ্কার যে উনি পাগল না, সুতরাং এখন পর্যন্ত নেভারেষ্টে উঠার দাবি তিনি সজ্ঞানে করিতেছেন
তারাপ কোয়াস
অডিও ফাইলগুলি ডাঊনলোড করবো কিভাবে ?
Firefox এ 'Video DownloadHelper' extensionটি যুক্ত করে নিন, তারপর সাক্ষাৎকারটি চালু করলেই উপরে দেখবেন ডাউনলোড হেল্পারের আইকনটি মুভ করছে। ওখানে ক্লিক করে সেভ করুন।
তারাপ কোয়াস
এম এ মুহিতকে অনেক ধন্যবাদ এরকম একটি সাক্ষাতকার দেবার জন্য। সাথে শুভেচ্ছা হিমু ভাইকেও চমৎকার সাক্ষাতকারটি নেবার জন্য।
আশা করি, মুহিত তার পর্বতারোহণের নানান অভিজ্ঞতা নিয়ে সচলায়তনে লিখবেন।
পর্বতারোহণ সম্পর্কে অনেক কিছুই জানা ছিল না। পুরো ব্যাপারটাই ছিল আমার কাছে একটা "রোম্যান্টিক এ্যাডভেঞ্চার"। কিন্তু এই সাক্ষাৎকার শোনার পর অনেক টেকনিকাল বিষয় জানলাম, এমন কি একজন পর্বত আরোহীকে কি পরিমাণ মানসিক পরীক্ষা দিতে হয় সেটাও উপলব্ধি করলাম।
মুসা ইব্রাহিমের কিছু লেখা প্রথম আলোতে পড়ার সুযোগ হয়েছিল। কিন্তু সেগুলো মূলতঃ হাওয়া হাওয়া টাইপের রোম্যান্সের গল্প। তবে আমি মনে করি এখন সময় এসেছে সিরিয়াস হবার। এ ধরণের আলোচনা তার থেকেও আশা করছি।
টুইটার
পুরো সাক্ষাতকারটিতে অনেক অপ্রাসঙ্গিক প্রশ্ন এসেছে, বিশেষ করে ভিডিও-র ব্যাপারটা, পাবলিক ডোমেইনে আপলোড করা ইত্যাদি। এসব সাধারণত দেশ-এর ইন্টারনেটের গতি, handycam এর দাম সম্বন্ধে নিজের অজ্ঞতা প্রকাশ করে।
অবিশ্বাসী হওয়া ভাল, কিন্তু এর সাথে অনেক critics related গুণ অর্জন করতে হয়। মুহিত সাহেবের উত্তরগুলো অনেক পরিপক্ক মনে হয়েছে। তাঁকে ধন্যবাদ।
লেখক হয়তো যোগ্য উত্তর দিতে পারবেন, তবে আমার মনে হয় যেকোন সাক্ষাতকারের শেষেই এরকম কিছু প্রস্তাবনা রাখা স্বাভাবিক। আর ইন্টারনেটের গতি কম হলেও, হ্যান্ডিক্যামের দাম নিয়ে অজ্ঞতা কে প্রকাশ করছে তা নিয়ে সন্দেহ রইলনা। যারা ৩৬হাজার মার্কিন ডলার খরচ করে পাহাড়ে উঠতে যাচ্ছেন তাদের কাছে ৩শ (মাত্র ৩০০ বা তারও কম) ডলার দিয়েই কার্যকর হ্যান্ডিক্যাম/ক্যামকর্ডার কেনা কতটা দু:সাধ্য তা আমি বুঝতে পারছিনা। অবশ্য জোড়াতালি দিয়ে প্রমাণ ছাড়াই যারা বুঝ দিতে চায় যে আমি ওমুক চূড়াকে পদদলিত করেছি তাদের বন্ধু বান্ধবরা এমনটাই চাইবে সেটা বুঝতে কষ্ট হয় না।
আপনর জন্য এই সাইটের লিংক রেখা যাচ্ছি। প্রায় একই দামে বাংলাদেশেও এরকম পাওয়ার কথা।
আর বাংলাদেশের আজকালকার ছেলেপেলেরা শুধু ফটোগ্রাফিতেই কত দামি দামি জিনিসপত্র ব্যবহার করে তা জানতে ফ্লিকারে বাংলাদেশ সম্পর্কিত কোন একটা গ্রুপে একটু ঢুঁ মারলেই জানার কথা। তাদের অধিকাংশেরই শুধু ক্যামেরার বডির দাম ৬০হাজার টাকারও বেশী। সে তুলনায় ভিডিও করা যায় এরকম ক্যামেরা বা ক্যামকর্ডারের দাম খুবই কম।
আমি শুধু হাসলাম। ভিডিওর ব্যাপারটা কাটান দেয়ার জন্যে মুসা আর মুসার উম্মতেরা যে তহবন মাথায় বেঁধে নেমেছে, সেটা দেখে ভালো লাগলো।
ভাই শান্তিকামী। আপনি কোন জাতের ছাগু তা বুঝতে পারলাম না। যেখানে পঁয়তাল্লিশ লাখ [সঠিক সংখ্যাটা আসলে কত!] টাকা খরচ করে হিমালয়ে উঠেছে সেখানে ১০০ ডলারের ডিজিটাল ক্যামেরা [এইচডি কোয়ালিটি ভিডিও করা যায় যে ক্যামেরায়] কেনার টাকা নিয়ে কথা বলতে গিয়ে আপনি নিজেকে একজন নিম্ন প্রজাতির ছাগল হিসাবে উপস্থাপন করেছেন।
দেখুন, আপনি অকারণেই উত্তেজিত হচ্ছেন। বিদেশে বসে টাকার হিসেব বোধহয় একটু কম কমই লাগে, কিন্তু যে ৪৫ লাখ টাকা জোগাড় করবে (ধরে নিই যে এই টাকাটা উনার নিজের না), তার জন্য আরো ১০০০ টাকা পানি-ভাত এমন ভাবার পক্ষে আমি না। মুহিত সাহেব বোধহয় একবার বলেওছিলেন ক্লাবের ক্যামেরার কথা (তার মানে ক্লাব থেকে ক্যামেরা নিতে হয়)।
যদি পাহাড়ে আরোহণ করা কারো অনুরাগ হয়, তাহলে ক্যামেরার ব্যাপারটি কি এতটাই গুরুত্বপূর্ণ?
মূসা সাহেব সম্পর্কে আমার কোন মন্তব্য নেই। পাহাড়ে উঠার প্রমাণের নিশ্চয় কিছু parameter থাকবে, এই সমস্যায় কি আগে কোন জাতি পড়েনি। না হলে, ভালোই, বাংলাদেশি হিসাবে আমরা কিছুতে অন্তত প্রথম হলাম। তবে এই ব্যাপারটি প্রমাণের জন্য সব কাজ বাদ দাওয়ার কোন ইচ্ছা আমার নেই। আমি শুধু প্রথম আলো পড়া থেকে নিজেকে বিরত রাখবো।
আপনাকে সব কাজ বাদ দিতে কেউ আসলে সাধছেও না। তারপরও, আপনি তো আবার ক্রিটিকস রিলেটেড গুণ নিয়ে কথা বলেন, আপনার জন্যে মুসার ভিডিও ক্যামেরাটার একটা ছবি দিয়ে যাই।
যিনি প্রায় ষাট হাজার ডলার খরচ করতে পারেন একটা অভিযানের জন্যে, তিনি একশো ডলারের জন্যে সেই অভিযানের প্রমাণ সংগ্রহের সবচেয়ে জোরালো উপকরণ কেনা থেকে পিছিয়ে আসবেন, এমন যারা ভাবে, তাদের বিবেচনাবোধের ওপর আস্থা রাখা যায় না।
কি কমু হিমু ভাই, কি আর কমু ? ক্রিটিকস ভদ্রলোক মনে হয় এবার একটু ঠান্ডা হবেন !
__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________
__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________
ভাই শান্তিকামী। আপনার জন্য সহজ চোথা।
এবার বলেন হ্যান্ডিক্যাম ছিল কিন্তু ক্যামেরার ব্যাটারি কেনার টাকা ছিল না।
সরলাক্ষ হিমুস, আপনে লুক ভালোনা।
মুসা চড়তে চায় পাহাড়ে আর আপনে তারে টানেন মাটিতে!!
আর এইসব ফটুক পান কৈ অ্যা !!!!
মুসার কথা শুইনা মনে হয় সে অন্যের লুঙ্গী পইড়া চাঙ্গে চড়তে গেছিলো তাও যদি খুইলা দ্যান তাইলে ক্যাম্নে কী !?
_________________________
সর্বাঙ্গ কন্টকিত-বিধায় চলন বিচিত্র
_________________________
সর্বাঙ্গ কন্টকিত-বিধায় চলন বিচিত্র
আমি দ্রোহীদার কথাটাই বলতে চাচ্ছিলাম, যে এখন বাংলাদেশেই ক্যানন আর সনির যে পয়েন্ট এন্ড শ্যুট ডিজিটাল ক্যামেরাগুলো (সনির ৮মেগা-পিক্সেলের দাম এখন শুরু হচ্ছে ১২,০০০ টাকার কমে) পাওয়া যায় তা দিয়েই মেমরি কার্ডে যথেষ্ট জায়গা থাকলে অনেক ভাল ভিডিও ক্লিপ রেকর্ড সম্ভব!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
কোনভাবে এই সাক্ষাতকারের স্কৃপ্ট লিখে ফেলা যায়? ১০ মিনিট করে কয়েকজন মিলে কাজ ভাগ করে নিলে মনে হয় এটা সম্ভব।
________________________________________________
নীড়পাতা.কম ব্লগকুঠি
নীড়পাতা.কম ব্লগকুঠি
হিমু ভাই, এই প্রস্তাবটা বিবেচনা করে দেখতে পারেন।
__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________
__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________
এই সাক্ষাতকারের একটা স্কৃপ্ট তৈরি হলে আমার জন্য খুব উপকার হয়। অতি স্লো ইন্টারনেটের কারণে অডিওগুলো ঠিকমতো শুনতে পারছি না।
সত্যান্বেষী
আমরা নেভারেস্ট ৩য় পর্ব এর জন্য অপেক্ষা করতেছি । কবে পাব যদি তারিখ টা বলতেন তাহলে খুব ভালো হয় হিমু ভাই।
আর আপনাকে ঈদের শুভেচ্ছা
ভাল ভাবে ঈদ করেন এই কামনা করি ।
দিন তারিখ তো বলতে পারছি না রে ভাই। আপনাকেও ঈদের শুভেচ্ছা।
বেশ ভাল লাগল ইন্টারভিউ। এম. এ. মুহিত কে ধন্যবাদ, অনেক টেকনিকাল বিষয়ে নিজের থেকেই নিজ অভিজ্ঞতার আলোকে বিস্তারিত আলাপ করেছেন। তথ্যবহুল সাক্ষাৎকার।
আমার মনে একটা প্রশ্ন আসল, হিমালয় ছাড়া অন্যান্য পর্বোতারোহণে কোথাও কি শেরপাদের মত আঞ্চলিক হেল্পাররা থাকেন? যারা মাল বহন থেকে শুরু করে গাইডের কাজ করে থাকেন? নাকি এটা হিমালয়ের জন্যেই প্রযোজ্য শুধু? সব সময়ে হিমালয়ে শেরপাদেরকে সাথে রাখতেই হয়?
[প্রথমে মুহিত ভাইয়ের নামের বানান ভুল হয়েছিল, ঠিক করে দিলাম।]
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
শেরপা জাতি মূলত তিব্বত থেকে নেপালে এসেছে। তেনজিং নরগে শেরপা'ও তার জন্মস্থান তিব্বত, এই তথ্য বহু বছর লুকিয়েছিলেন ভারতীয় নাগরিকত্বের জন্য (শেরপাদের নাম শুধুমাত্র সাতটি, সাতদিনের নামে)। শেরপাদের মতো তামাং, রাই, মাগার, ভুটিয়া ইত্যাদি ক্ষুদ্র পাহাড়ী জাতিও হিমালয়ে গাইড হিসাবে কাজ করে। হিমালয়ের পাকিস্থান অংশে পাঠানরা গাইড হিসাবে খ্যাতিমান। আল্পস, আমেরিকা, দক্ষিন আমেরিকা, আফ্রিকা ইত্যাদি দেশেও স্থানীয় গাইড পাওয়া যায়।
আল্পাইন ক্লাইম্বিং বা সোলো ক্লাইম্বিং হলো গাইড ছাড়া ক্লাইম্বিং। আল্পাইন ক্লাব শুধুমাত্র অনুমোদন দেয় যুক্তরাজ্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় প্রতিষ্ঠান। সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ পর্বতারোহী রাইনহোল্ড মেসনার মাউন্ট এভারেস্টে সোলো ক্লাইম্বিং করেছিলেন।
- সজল খালেদ
হিমু ভাই,
মনে হচ্ছে আপনি জাল গুটিয়ে আনছেন।আমার মনে হয় এটা শেষ পর্যন্ত এটা ইশ্বরের অস্বিত্ত্ব প্রমান অপ্রমানের মত হয়ে যাবে ।মুসার পরবত আড়োহন শতভাগ অপ্রমান করতে হলে তার টীম এর কারও সাক্ষ্য নিতে হবে।আর মুসার পক্ষে আর কোন প্রমাণ দেয়া যে সম্ভব নয় তা বলাই বাহুল্য।দেয়ার হলে এত দিনে দিয়ে দিত।
আমার অনুমান অবশ্য ভুল হতে পারে।ভুল হলেই খুশী হব।সংশয়ে কে থাকতে চায়।
জাল গুটিয়ে এনেই সিরিজ লেখায় হাত দিয়েছি। সংশয়ে থেকে কি আর এসব লেখা উচিত?
মন্তব্যে
নিশ্চিন্ত হলাম।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
হুমম
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
হুম! শার্লক হোমস শার্লক হোমস গন্ধ পাচ্ছি। কোথায় যেন একটু 'ফেলুদা'ও আছে। যেন বাস্তব জীবনের এক দারুন জমাটি রহস্যোপন্যাস। তুঙ্গে তো তুলে দিলেন হিমু হোমস ভাই, শেষটাও কিন্তু একই রকম ড্রামাটিক হওয়া চাই।
আমি সেই বিখ্যাত তুর-পর্বতের (মাউন্ট সিনাই) পাশ কাটিয়ে গিয়েছি একসময় - ২০০৭-এ, কিন্তু বেরসিক সহযাত্রী বন্ধুর অনিচ্ছার কারনে সামান্য একটু ডিট্যুর করে দেখে আসতে পারি নাই মোজেসের বর্ননা মত সত্যি সত্যি পাহাড়ের ওপরটা ঝলসে গিয়েছিল কিনা ! ফলে আদি মোজেসের গল্পটা আমার 'কেনা' হয় নাই আর। এ নিয়ে আমার এখন খুব আপসোষ হয়। তবে আপনার লেখা পড়তে পড়তে মনে হচ্ছে আপনার মারফৎ আমাদের নব্য মোজেসের গল্পটা শুনে আমার সেই আপসোষ অনেকটা দূর হবে ! জানতে পারবো উনি কি কি নতুন ওহী বা কম্যান্ডমেন্ডস নিয়ে এসেছেন আমাদের মতো 'অবিশ্বাসী'দের সুপথে হেদায়েত করার জন্য (নিজেতো এখনো মুখ খুলছেন না)। আপনার লেখায় সেই সব গুপ্ত-ওহীর নাটকীয় রিভিলেশনের আশ্বাস পাচ্ছি! আশা করি হতাশ করবেন না
ন্যান কার্টুন দ্যাখেন।
সাক্ষাতকার দেয়ার মতো সৎ সাহস মুসা'র আছে বলে আমি এখনো মনে করি না!
মুসার কাছাকাছি সময়ে এভারেস্ট জয় করেছেন এবং অভিযানে অংশ নিয়ে ব্যর্থ হয়েছেন এমন কয়েকজন এর সাথে আমি কথা বলেছি, মুসা'র দাবী করা সামিট ছবি নিয়ে তারা কেউ কেউ সংশয় প্রকাশ করেছেন। সার্টিফিকেট নিয়ে বলেছেন, এর জন্য কোনো প্রুফ দেখাতে হয় না, নিচে এসে শেরপারা আর্মিদের কাছে মৌখিকভাবে বললেই সার্টিফিকেট দিয়ে দেয়। একজন এভারেস্ট নিয়ে অনেক বছর কাজ করছেন- এমনও বলেছেন যে ছবিতে (ব্লগে মুসা'র বন্ধুদের পোস্ট করা সামিট ছবি) মুসার উল্লেখিত সামিট সময়ের সাথে অমিল তাঁর চোখে পড়ছে। এবং ছবিগুলো যে কোনো জায়গারই হতে পারে।
অনেকেই প্রশ্ন করে-"আপনারা যে মুসা'র পিছনে লাগছেন কেন?" আমি বুঝি না, যখন অর্জনটাকে জাতীয় অর্জন বলে ক্রেডিট নেয়া হচ্ছে তখন এই অর্জনের সত্যতা অন্বেষণে ভয় কেন? কেন এটা তখন মুসা'র ব্যক্তিগত বিষয় হয়ে যায়! ক্রেডিট যদি জাতীয় হয় আমাদের কি অধিকার নেই সেই ক্রেডিট সম্পর্কে বিস্তারিত জানার!
আরেকটা প্রশ্ন আসে, "আপনারা সত্যটা বের করলেন, প্রমাণ করলেন যে মুসা এবং প্রথম আলো জালিয়াতি করেছে, কিন্তু এটা কতজন জানবে! লাভ কি হবে!?"
আমার ব্যক্তিগত অবস্থানে আসলে, পৃথিবী সূর্যের চারদিকে নাকি চন্দ্রের চারদিকে জেনেও কোনো লাভ নেই, কিন্তু তবুও আমরা জানতে চাই। কেন চাই? মানুষ কেন সত্য জানতে চায়?
কাজী মামুন
সাক্ষাৎকারের জন্য ধন্যবাদ। অনেককিছু নিয়েই একটা প্রাথমিক ধারণা পেলাম। তবে প্রায়নেভারেস্টে আর মন ভরছে না, নেভারেস্টের পরের পর্ব চাই তাড়াতাড়ি।
শুনলাম পুরোটা।
এম এ মুহিতকে অনেক ধন্যবাদ সময় করে পর্বতারোহনের অনেক অজানা তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য। তাঁর অনেক তথ্যের বিপরীতেই বেশ কিছু সম্পূরক প্রশ্ন উঠে আসে। সম্পূরক প্রশ্নগুলোও সাক্ষাৎকারেরই অংশ।
তাঁর যে জিনিসটা ভালো লাগে নি, তা হলো "আমি" কেন্দ্রিক কথাগুলো। "আমি বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ", "আমি সর্বপ্রথম", "আমিই একমাত্র..."— একজন সত্যিকার বড় মানুষের মুখে এই কথাগুলো মানায় না, এটা আমাদের পর্বতারোহীরা যে কবে বুঝবেন, আল্লাই জানেন! আপনারা অবশ্যই আমাদের চোখে অনেক বড় মানুষ। আপনারা আমাদের হয়ে পৃথিবীর সবচেয়ে উঁচুতে উঠবেন একদিন। এই আপনারাই যদি অতিব স্বাভাবিক সীমাবদ্ধতাগুলো কাটাতে না পারেন, তাহলে কী হবে/পাবেন এভারেস্ট জয় করে! পাঁচ লক্ষ টাকার 'ব্যবসা', নাকি পঞ্চাশ হাজার টাকার 'হাদিয়া'!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নতুন মন্তব্য করুন