প্রায়নেভারেস্ট পোস্ট: উইকিপিডিয়ায় মুসা এবং একজন দেওয়ান কামরুল হাসান

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: মঙ্গল, ১৪/০৯/২০১০ - ৪:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নেভারেস্ট: পর্ব ১নেভারেস্ট: পর্ব ২

"গোড়ায় তবে দেখতে হবে, কোত্থেকে আর কী করে
রস জমে এই প্রপঞ্চময় বিশ্বতরুর শিকড়ে।
--- সুকুমার রায়

২৩ মে, ২০১০ তারিখে মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের গুজব ব্লগোস্ফিয়ারে ছড়িয়ে পড়ার পর, ২৪ মে ২০১০ তারিখে জনৈক দেওয়ান কামরুল হাসান ইংরেজি উইকিপিডিয়ায় মুসা ইব্রাহীমের ওপর একটি ভুক্তি যোগ করেন [৭]।

জনাব দেওয়ান কামরুল হাসান গ্রাফিয়াস নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বা আছেন [১]।

শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ওয়েবসাইট smuct.com এর ডোমেইনের মালিকানা জনাব দেওয়ান কামরুল হাসানের। তার ইমেইল ঠিকানা rathi অ্যাট smuct.com ।

"থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার" নামক সিনেমাটির [চিত্রনাট্য আনিসুল হক, পরিচালন মোস্তফা সরোয়ার ফারুকী] ওয়েবসাইট www.3psn.com এর রেজিস্ট্র্যান্ট হিসেবেও সরোয়ার ফারুকীর নাম থাকলেও যোগাযোগের ঠিকানা ও ফোন নাম্বার উল্লেখ করা আছে দেওয়ান কামরুল হাসানের [২][৩]।

শুধু তা-ই নয়, দেওয়ান কামরুল হাসান উইকিপিডিয়ায় মোস্তফা সরোয়ার ফারুকী ও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ওপরও উইকিপিডিয়ায় ভুক্তি যোগ করেন [৪], [৫] এবং আনিসুল হকের ওপর ভুক্তি সম্পাদনা করেন [৬]।

মুসা ইব্রাহীমের এভারেস্ট জয় নিয়ে আনিসুল হকের বাড়াবাড়ি উচ্ছ্বাস প্রথম আলোর কল্যাণে আমরা আগেই দেখেছি। পাশাপাশি অনলাইনে উইকিপিডিয়ায় একটি ওয়েব মার্কেটিং প্রতিষ্ঠানের মুখপাত্রকে দিয়ে মুসার ওপর ভুক্তি তড়িঘড়ি করে যোগ করার ব্যাপারটি সন্দেহজনক, যখন সেই ব্যক্তি আনিসুল হকের লেখা একটি চলচ্চিত্রের ওয়েবসাইটের ওয়েবমাস্টার। ভুক্তিটি যখন যোগ করা হয়েছে, তখনও মুসার এভারেস্ট জয় সম্পর্কে কোনো প্রমাণ মিডিয়াতে আসেনি।


তথ্যসূত্রঃ

[১] উইকিপিডিয়ায় গ্রাফিয়াস সম্পর্কে ডি কে হাসানের আলাপ

[২] গোড্যাডি তথ্য, স্ক্রিনশট

[৩] ফ্রেণ্ডজব্লগে দেওয়ান কামরুল হাসানের ফোন নাম্বার, স্ক্রিনশট

[৪] মোস্তফা সরোয়ার ফারুকীর ভুক্তি

[৫] থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ভুক্তি

[৬] আনিসুল হকের ভুক্তি

[৭] মুসা ইব্রাহীমের ওপর ভুক্তি


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এগুলো মনে হচ্ছে বড় ভূমিকম্পের আগে সতর্কতামূলক ছোট-ছোট ভূমিকম্প হাসি

জাহামজেদ এর ছবি

আমার এইরকম মনে হচ্ছে পিপিদা। বড় কম্পনের আগে এগুলো দিয়া আমাদেরকে একটু ভুমিকম্পের সাথে অভ্যস্থ করে তোলা হচ্ছে মনে হয় !

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হ। ঢাকায় যেমন সরকার পুরানো বাড়ির তালিকা করতেছে এখন মুর্শেদের দেখতে হবে সচলায়তনের সার্ভারের সবকিছু ঠিকঠাক আছে কি-না। মানে বড় ভূমিকম্পটা সামলানোর মতো প্রস্ততি সচলের আছে কি-না চোখ টিপি

কৌস্তুভ এর ছবি

নেভারেস্ট-১ এর কমেন্ট যে এখনও খুলল না, সেটাকে সাহসের অভাব বলে কোনো মুসাভক্ত অতিথি নেভারেস্ট-২ এ কমেন্ট করেছিল, যতদূর মনে পড়ছে। তাই আশা করব নেভারেস্ট-৩ এর আগে ওটা ঠিক হয়ে যাবে, যাতে কেউ ওই নিয়ে প্যাচাল পাড়তে না পারে।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হা হা মুসাভক্তদের ঐ পারটিকুলার পোস্টেই কেন এত আগ্রহ সেটা তো বুঝতে পারছি না। মুসা সাহেবের ভয় কোথায় সাক্ষাতকার দিতে? আমি এভারেস্টের মাথায় ২৫মিনিট থাকতে পারলে অন্তত ৫০টা ছবি তুলতাম চারপাশের। সেখান থেকে কমসে কম ৫টা ছবি ভালো আসতো। সেগুলা আজাদ প্রোডাক্টস এর কাছে বিক্রি করে খরচের সব টাকা তুলে আনতাম। হাসি

মন্তব্য খোলা/বন্ধ/টেকনিক্যাল-সমস্যা এসব মুর্শেদ ভালো বলতে পারবে। ওই পোস্টে কি মন্তব্য এখনো বন্ধ?

কৌস্তুভ এর ছবি

হুঁ, এখনও বন্ধ। নিন্দেমন্দ করার ওই একটুকু সুযোগই তো তারা পেয়েছে, তাই নিয়েই তো ত্যানা প্যাঁচাবে।

অমিত আহমেদ এর ছবি

নেভারেস্ট-১ পোস্টে মন্তব্য নেয়া রহিত করা হয়েছে কারিগরি সমস্যার কারণে। তাও সঙ্গে সঙ্গে নয়, বেশ ক'দিন পরে। এর মাঝে প্রলাপ বকা ছাড়া কাজের কোনো মন্তব্য তো মুসা ভক্তরা কেউ করেননি। একটা পোস্টে মন্তব্য বন্ধ করাকে সাহসের অভাব বলে যারা দাবি করেন তাদের মন্তব্যের প্রতি ব্যক্তিগত খুব একটা আগ্রহও আমার নেই। তবু বলার মতো কিছু থাকলে অন্য পর্বগুলোতে এসে বলুক না। প্রয়োজনে তথ্য-প্রমান সাজিয়ে আলাদা সিরিজ দিক সচলে। তথ্য-প্রমান থাকলে মডুরা যে সেই পোস্ট ছাড়বেন একজন সচল হিসেবে সেই বিশ্বাস আমার আছে।

জাহামজেদ এর ছবি

এই তথ্যটা না দিয়া পারলাম না। বাংলাদেশ সেনাবাহিনী সম্ভবত এবার হিমালয়ে যাচ্ছে।

পর্বতারোহণে বাংলাদেশ সেনাবাহিনীর সাফল্য

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

ধুসর গোধূলি এর ছবি

উইকিতে তো এই বনিআদম ডি কে হাশানের কাজকাম খুব সুবিধার মনে হচ্ছে না। তবে যেটা বুঝলাম, উইকিতে ভুক্তি খোলার জন্য এই ভদ্রলোক পার্ফেক্ট আদমব্যাপারী। জেমস আনিসাইল জিরো জিরো আলু এবং হযরত মোজেস এব্রাহিমোভিচ আল এভারেস্টি উনাকে বিশেষ কোনো উপঢৌকণ দিয়েছেন কি-না কে জানে! হয়তো এভারেস্টের মাটি আইনা দিছে শীতের রাতে তায়াম্মুম করার লাইগা, হু নৌজ!

শান্ত মারিয়াম হবে নাকি শান্তা মারিয়াম হবে ইউনি'র নাম! আমার সন্দেহ হচ্ছিলো বলে উল্লেখিত ডট কমে গিয়ে দেখি পৃথিবীর "পুরানতম বিশ্ববিদ্যালয়"এর ফটুক ও নাম দেয়া। শান্ত বা শান্তা'কে তো কোথাও পেলাম না খুঁজে!

মানুষ ব্যাটা দোস্তগো লাইগা কতো কিছু করে (রবি, সোম, মঙ্গল, সিমু, কিমু, ভীমু- এদের কে দেখ)। তুই কী করলি! নে, এইবার একটা নেক কাম কর। আমার নামেও একটা ভুক্তি দে উইকিতে (নিজের ঢোল নিজে ক্যামনে পিটাই? একটা ইজ্জতের ব্যাপার আছে না!)। ল্যাইখা দিস যে আমি আল্পস জয় করছি (ফটুক ফাটুক গোটা দশেক বানায়া দিমু নি ফটোশপে)। প্রকাশিত গোটা দশ-বারো বই-ও আছে (এইটা কোনো ঘটনা না। খালি কপি আর পেস্ট মারুম)। মাসিক খোঁড়াক পত্রিকার সাব-এডিটর হিসাবেও আমার নামটা টাঙ্গাইয়া দিতারস (আমাগো এলাকায় এইরম কাছাকাছি নামে একটা পেপার বাইর হইছিলো দুয়েকবার, বছর গোটা বিশেক আগে)।

ভুক্তিটা শেষ করতে পারলে আমি দোয়া কইরা দিমু নি। বড় হয়া, বড় দেইখা বউ বিয়া করতে পারবি।



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটের ঠিকানা হলো http://www.shantomariamedu.com/ সাইটে কিছু নাই অবশ্য।

উইকি বলছেন হিমুর দেয়া ঠিকানাটা ওদের ছাত্রদের ব্লগ।

অগ্নিবীণা এর ছবি

খাইসে! কেঁচো খুঁড়তে গিয়ে সাপের সাথে আরো কত কী যে বের হচ্ছে! ৩য় পর্বের জন্য অধীর আগ্রহে...

অতিথি লেখক এর ছবি

পিপি দা'র প্রথম মন্তব্যে ঝাঁঝা!

কাজী মামুন

অতিথি লেখক এর ছবি

পরের লিখাটার হজমে শক্তি বর্ধক হিসেবে ধরে নিলুম। অপেক্ষায় মগ্ন আছি।

হিজিবিজি

r.hasan.artwork@gmail.com

তিথীডোর এর ছবি

"এগুলো মনে হচ্ছে বড় ভূমিকম্পের আগে সতর্কতামূলক ছোট-ছোট ভূমিকম্প'
হুমম, সেরকমই লাগছে।

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

তিথী মন্তব্যের শুরুতে তোমার [×/quote] ট্যাগটা পোস্টটা ব্যারাছ্যারা করে দিয়েছিল। ঠিক করে দিলাম।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সমস্যাটির কোডিং ঠিক করা হয়েছে। ভুল ট্যাগ ব্যবহার করলেও আর সমস্যা হবে না।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

খেকশিয়াল এর ছবি

কেমনে ঠিক করছেন? একটু কন দেহি, আমার লাগবো

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মেহেদি এর ছবি

দেওয়ান কামরুল হাসান - "থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার" নামক সিনেমাটির সহকারী পরিচালক

অতিথি লেখক এর ছবি

হিমু ভাই, আমি ব্রিগেডিয়ার স্যার জন হান্টের (এভারেস্ট অভিযানের সময় তিনি কর্ণেল ছিলেন) ঐ রিপোর্টটা অনুবাদ করতে আগ্রহী। এখন আমি কি করব? অনুবাদ করে সচলে পোস্ট করবো নাকি আপনার ইমেইল এড্রেসে পাঠিয়ে দিব?

সত্যান্বেষী

হিমু এর ছবি

আমার ইমেইল অ্যাড্রেসে পাঠাবেন কেন? সচলে পোস্ট করে দিন বরং।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

অতিথি লেখক এর ছবি

আলু'র আরেক গণিত সৈনিক ইব্রাহিমোভিচ কে পাঠ্যপুস্তকে স্থান, করে দেবার কাজ করে যাচ্ছেন।

হিমু এর ছবি
অতিথি লেখক এর ছবি

হিমু ভাই,
ক্ষমা করুন। বেশি কিছু জানিনা, বা বলবো না। ঘারে মাথা একটিই। তিনি গণিত নিয়ে বেশ ভাল কাজ করে আসছেন, অনেক দিন যাবত। প্রচুর ভক্ত ও অনুসারী রয়েছে তাঁর। আরো কতকগুলো দোকান রয়েছে তার। স্বঘোষিত "শেষ সমাজতান্ত্রিক"। তবে, পঁজিবাদী ব্যবসায়ী ফো‌রামে নেটওয়ার্ক রয়েছে। 'এনলাইটেন্ড সেল্ফ ইন্টারেস্ট' এর কারণে এসব করেন কিনা জানিনা। আলু পত্রিকার দলে ভোরের কাগজ এর সময় হতে আছেন। আমার কাছে ধরা খেয়েছেন, যেদিন বললেন, " ইনাম আল হকে'র তোলা ছবি উইকপিডিয়াতে নেওয়ার প্রয়োজন নেই । কারণ, তিনি ইব্রাহিমোভিচের প্রফিসি স্বীকার করেন নাই।" আমি তো অবাক, কয় কি? ইনাম মিয়া খ্রাপ, কিন্তু ওর তোলা বাংলাদেশী পাখির ছবি পাইলে, বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ হইবেক।

ভাই এর বেশী বললে। আমার মাথা লেপুরিঘেচাক হয়ে যাবে।

হিমু এর ছবি

বেশ। তাহলে আমাকে মেইল করতে পারেন royesoye অ্যাট জিমেইল ডট কম বরাবর। কত অজানা রে!

আরেকটা ব্যাপার। বাংলা উইকিপিডিয়াতে কী যোগ করা যাবে, কী যোগ করা যাবে না, সে ব্যাপারে সম্ভবত উইকিপিডিয়ার নীতিমালাই দ্রষ্টব্য। কোনো হরিদাস পালের নসিহত কি এখানে খুব একটা খাটে?



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

টেস্ট

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি

উইকিপিডিয়াকেও ছাড়লো না। মন খারাপ

হাসিব এর ছবি

নির্লজ্জ নির্বোধের দল নিজের লেজ লুকোনোর দরকারও মনে করেনি।
________________________________________________
নীড়পাতা.কম ব্লগকুঠি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।