• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

অস্থায়ী পোস্ট: ম্যান অব দ্য ম্যাচ জরিপ

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: শনি, ১২/০৩/২০১১ - ১২:৩৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আয়ারল্যান্ড আর ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের খেলায় ম্যান অব দ্য ম্যাচের সিদ্ধান্ত নিয়ে মনের মধ্যে একটা খচখচানি ভাব রয়ে গেছে আমার। ছোট্টো একটা জরিপ দিতে চাই এ নিয়ে কিছু লেখার আগে। পাঠকের প্রতি অনুরোধ, জরিপে অংশ নিন আর অন্যকেও অংশ নিতে বলুন। ধন্যবাদ।

জরিপের ফল সহ এই পোস্টেই লেখাটা প্রকাশ করতে চাই। সাময়িক ও সংক্ষিপ্ত পোস্ট করে নীড়পাতায় জায়গা নেয়ার জন্যে বিব্রত।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

এর আগে আপনার একটা পোস্টে অনেকটা কৌতুক করেই একটা সন্দেহাত্মক মন্তব্য দাগিয়েছিলাম, শফিউলকে বোধহয় স্টেইজে উঠে সাহেবী শব্দ ঠিকভাবে না ঝাড়তে পারার সীমাবদ্ধতাজনিত কারণেই ম্যান অব দ্যা ম্যাচ দেওয়া হয় না। কিন্তু আজ কেমন যেন সেটা সত্য মনে হচ্ছে।

ধৈবত

সাফি এর ছবি

আমার ম্যান অব দ্যা ম্যাচ আশ্রাফুল। কিন্তু ওর নাম না থাকায় ভোট দেওয়া থেকে বিরত থাকলাম

নিবিড় এর ছবি

শফিউলকেই ভোট দিলাম

তাসনীম এর ছবি

শফিউল এই সম্মানের দাবিদার।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

সচল জাহিদ এর ছবি

শফিউলের (২৪ রান ও ১ উইকেট) নাম আসলে মাহমুদউল্লার (২১ রান ও ১ উইকেট) নামও আসা উচিত। তবে একথা অনস্বীকার্য যে শফিউলের ঐ ২৪ রান বাংলাদেশের ম্যাচ উইনিংয়ে অনেক গুরুত্ত্বপূর্ন ভুমিকা রেখেছে। তার পরও ম্যান অফ দি ম্যাচ ইমরুলেরই প্রাপ্য, কারন ভিতটা সেই গড়েছে। আমি ইমরুলের পক্ষেই ভোট দিলাম।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

হিমু এর ছবি

একটা মজার ব্যাপার দীর্ঘদিন ধরে দেখে আসছি। আমরা শুধু ভোটই দিই না, নিজেদের পছন্দের ব্যাপারে একটা ক্লাইমেট অব ওপিনিয়ন তৈরি করার চেষ্টা করি। নিজের ভোটকে জাস্টিফাই করার তো দরকার নেই। যাকে যোগ্য বলে মনে করেন, তাকে ভোট দিয়ে অন্যকেও বায়াস ছাড়া ভোট দেয়ার সুযোগ করে দিন।

আরিফ জেবতিক এর ছবি

নিজের ক্যান্ডিডেটরে খালি ভুটাইলেই হইবেক না, জিতাইতেও হইবেক তো। :)

তাসনীম এর ছবি

এইটা হিউম্যান নেচার। নিজের মতামত সুন্দর ভাষায় ব্যাখ্যা করে অন্যকে প্রভাবিত করা। বায়াস বন্ধ করতে চাইলে ভোটের নিচে মন্তব্য বন্ধ করা উচিত। যতদিন পর্যন্ত মাইক ধারে কাছে থাকবে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

:D

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

তাসনীম এর ছবি

তাছাড়া মন্তব্য দিলে পয়েন্ট বাড়ে, এইবেলা স্কোর বাড়ায়ে নিলে সামনে একটু গড়াগড়ি করা যাবে আরামে।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

অনার্য সঙ্গীত এর ছবি

এইটা সুস্পষ্ট দুর্নীতি! গড়াগড়ি করার অভিপ্রায় পুষে রেখে পাঠককে বঞ্চিত করার অভিসন্ধির শাস্তিস্বরূপ সপ্তাহে আপনার অন্তত তিনটা পোস্ট বাধ্যতামূলক করার দাবী করে গ্লাম :D

[আমার মন্তব্য মোটেই পয়েন্ট কামানোর ধান্দা নয় :D ]

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আয়ারল্যাণ্ডের সাথে ম্যাচে অবশ্যই ম্যান অফ দ্য ম্যাচ শফিউলের প্রাপ্য ছিল। আজকে হয়তো কায়েসই ঠিক ছিলেন, কিন্তু আমি শফিউল আর মাহমুদুল্লাহের ধীরস্থির মাথা ঠাণ্ডা রেখে খেলা দেখে মুগ্ধ। আজকে বাংলাদেশের জেতার পেছনে এদের দুইজনার ভূমিকাই মুখ্য। আমি শফিউলের পক্ষেই ভোট দিলাম।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অতন্দ্র প্রহরী এর ছবি

আমার ভোটও শফিউলের পক্ষেই।

রাতঃস্মরণীয় এর ছবি

দিয়েছি। :D

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

দিলাম।

ধুসর গোধূলি এর ছবি

খেলার ফলাফল নির্ধারণকারী বলটা বাউন্ডারি লাইনের দিকে যাবার সময়েই চোখ হালায় ছলছল করে উঠলো। এর পরে আর কিছুই দেহি নাই, কিছুই হুনি নাই।

ম্যান অব দ্য ম্যাচ পুরষ্কার নভচ্যোদ ছিদু কিংবা আমাদের শামীম আশরাফ চৌধুরী, যারে খুশি তারে দে। আমি কেবল বাংলাদেশের খেলা শেষ হবার পর এই রকম চোখ ছলছল করার অধিকারটুকু চাই, ব্যস!

সাফি এর ছবি

২টা পেঁয়াজ আর ১টা চাকু নিয়ে খেলা দেখতে বসবেন বস

ধুসর গোধূলি এর ছবি

ক্যান, দুই-চারজন (বিবাহযোগ্যা) পাত্রী আর একজন কাজী নিয়ে বসলেও তো কাজ হওয়ার কথা!

সাফি এর ছবি

হ সিরাম একখান পাত্রী হইলে শুধু চোখ ছলছল কেন, হাউমাউ কান্দনের ও ব্যবস্থা কইরা দিব। দেখি দল বা লীগের ইডেন শাখার সভানেত্রীগো মাঝে খোঁজ দ্যা সার্চ লাগাতে হবে আপনার জন্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনি মানুষটা ভালো না। এর এখনো বিয়া হয় নাই, এখনই এরকম ভয় দেখাচ্ছেন?

ধুসর গোধূলি এর ছবি

তাইলে কী করবো পিপিদা? পেয়াজকেই বিয়ে করে ফেলবো? (চিন্তিত)

আচ্ছা, আমাদের ময়নার জন্য একটা ইডেন কলেজের পাত্রী হলে কেমন হয়? ময়নারে নাকি পলাশির মোড়ের মামারা ঐ দিকেই খালি জগিং করতে যাইতে দেখতো!

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আরে ছি ছি! পেঁয়াজ কেন? পেঁয়াজ তো যখন যখন ধুগোনী কয়েকদিনের জন্যে বাপের বাড়ি বেড়াতে যাবেন, তখন তাঁকে মিস করে ব্যবহার করবেন! আর আমরা বুঝি সবই বুঝি, আপনার মনোকষ্ট, নিজের মুখে কি আর এসব কথা বলা যায়? মেম্বর ভাইয়ের উচিত মেজর মনির হোশেন -এর মেম্বরজাআআন হিসেবে এইবেলা আপনার ধুগোনীকে ঢাক-ঢোল পিটিয়ে, আমাদের মতো হাভাতেদেরকে ভরপেট খাইয়ে, ঘরে তোলার সুব্যবস্থা নিশ্চিত করে দেয়া। 'নিখিল উত্তরবঙ্গ ধুগো ইন্টারন্যাশনালের' স্বঘোষিত ইঞ্চার্জ হিসেবে এই ব্যাপারে আমি শ্রদ্ধেয় মেম্বর ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
(এই চান্সে যদি দাওয়াত খাওয়া যায়, মন্দ কী!) :D

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

ধুসর গোধূলি এর ছবি

স্যরি, আপনি ভুল জায়গায় কমেন্ট করেছেন। অনুগ্রহ করে সঠিক জায়গাটি জেনে নিন...
টুটুটুটুট....

এইখানে কথা হচ্ছিলো ময়না কর্পোরেশনের চিফ কর্ণধার জনাব ময়না মিয়া'র বিবাহের আগে তার জন্য নির্ধারিত 'ফিঁয়াসে ফ্রম ইডেন' নিয়ে।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

ঠিকাছে রংগিন ভাই, লজ্জা পাওয়ার দরকার নাই।
আর এই অগাস্টেও ময়না ভাইয়ের বিয়ের দাওয়াত না পাইলে কাসল আক্রমণ করবে বুভুক্ষু সচল-হাচল-পাঠক দল। :)

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

এইবার আসলেই ভুল জায়গায় মন্তব্য পোস্ট হয়েছিল দেখি!

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ময়না কে?

ধুসর গোধূলি এর ছবি

ময়না হলো ময়না কর্পোরেশনের মাননীয় কর্ণধার। ময়না হলো সেই ব্যক্তি যার বিয়া এই আগস্ট-সেপ্টেম্বরেই ফাইনাল (একর্ডিং টু দ্য স্পোকসম্যান অফ ময়না কর্পোরেশন, জনাব মেম্বর)।

পিপিদা, আপনার কিন্তু দাওয়াত ময়না+পাত্রী ফ্রম ইডেন' এর বিবাহে। পরিবার পরিজন, আত্মীয়-স্বজন, পাড়াপ্রতিবেশী সহ চলে আসবেন কিন্তু।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

জরুরি জরিপকাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী। :)

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

পাগল মন এর ছবি

কারা যে ম্যান অফ দা ম্যাচ নির্বাচন করে বুঝি না?!
আয়ারল্যান্ড আর ইংল্যান্ড, দুই ম্যাচের জন্যই শফিউল হচ্ছে ম্যান অফ দা ম্যাচ (আমার চোখে)।

ডিস্ক্লেইমার: আমি কাউকে ভোটে প্রভাবিত করতে চাইনা। কেউ প্রভাবিত হলে নিজ দায়িত্বে হবেন। :D

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

ফাহিম হাসান এর ছবি

ঠুকে দিলুম

শুভাশীষ দাশ এর ছবি

দিলাম।

মুশফিকুর রহিমকে ম্যান অব দা ম্যাচ দেক্তে চাই। :D

আবির আনোয়ার এর ছবি

দুই ম্যাচেই শফিউল হওয়া উচিত ছিল। আমি ভোট দিলাম শফিউলকে।

দ্রোহী এর ছবি

জরিপ কৈ?

আমার ম্যান অব দ্য ম্যাচ সোয়ান। "স্যার, ও স্যার! আপনের পিলিজ লাগে ভিজা বলটা বদলায়া দেন না।" বলে যে কান্দনটা কান্দলো পুরো ম্যাচ জুড়ে.... আহা!!

বাংলাদেশের পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচ আশরাফুল। সে খেললে খেলা আরো ঘন্টাখানেক আগেই শেষ হয়ে যেত।

মাহমুদুল্লাহ মনে হয় আশরাফুলের ক্যারিয়ারে সিল মেরে দিল।

ধুসর গোধূলি এর ছবি

মাহমুদুল্লাহ মনে হয় আশরাফুলের ক্যারিয়ারে সিল মেরে দিল।

উঁহু, আশু'র ক্যারিয়ারের উটপোঁদ মেরে একেবারে শুভ্র করে দিলো! (আমার স্ট্যাটাস দেহেন)

সাদাকালোরঙিন এর ছবি

বিশুদ্ধ ক্রিকেটিয় কারনে ম্যান অব দা ম্যাচে ইমরুলের প্রতিদ্বন্দ্বী হতে পারে না শফিউল। আবেগের ব‌্যাপার ভিন্ন। "ক্রাউড হ্যাজ লিটল মেমরি" তাই জনতার নায়ক শফিউলই ।

অতিথি লেখক এর ছবি

শফিউল হলেন দলের নুরলদিন। হতাশার অন্ধকার যখন নেমে আসে, তখন সে গর্জে ওঠে মরা আঙিনায়...জাগো বাহে কোনঠে সবাই

অতিথি লেখক এর ছবি

আমিও দিলুম। দেখা যাক।

বন্দনা

মুস্তাফিজ এর ছবি

দিলাম।

...........................
Every Picture Tells a Story

rahil_rohan এর ছবি

anderson আমার ম্যান অফ দি ম্যাচ :D

আপনার নাম লিখুন এর ছবি

ভোট দিলাম কোন জামানায়, ফলাফল ঘোষণার কোন নাম-গন্ধ নাই!! ঘটনা কি??? নির্বাচন কমিশনের মতিগতি তো ভাল ঠেকতেছে না! জাতির বিবেকের কাছে প্রশ্ন! :-?

ফেরীওয়ালা৩৩
----------------------------------------------
“কাষ্ঠ এখন মানুষে খায়, মানষরে খায় ঘুনে!”

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।