ফাও

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: শুক্র, ১৫/০৬/২০০৭ - ১২:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
পড়তে গিয়ে লেখা হচ্ছে না। আবার লিখতে গিয়ে পড়া হচ্ছে না। লেখাপড়া আর পড়ালেখা, দুটাই চাঙ্গে উঠেছে। পড়তে গিয়ে বার বার হোঁচট খাচ্ছি মার্টিন জোন্সের জোশ বই দ্য মলিকিউল হান্ট। বই আর আমার মাঝে এসে বাগড়া দিচ্ছে ভিলেন কামলা। কামলা খেটে এসে সচলায়তেন ঢুকি, খুটখাট করি, লেখার চেষ্টা করি, পুরো একটা পোস্ট লিখে সংরক্ষণ করার আগ মূহুর্তে ভাবি, ধুরো, কিছুই হয়নি ... তারপর মুছে ফেলি। এমন করতে করতে রাত গড়িয়ে ঘন হয়ে আসে। আর পড়া হয় না, গিয়ে ঘুম দেই। পরদিন পড়ার দুঃখ ভোলার জন্য বই নিয়ে বসি, আর কিছু লেখা হয় না। রেডিও ঝমাঝম নামে একটা বড়গল্প লেখায় হাত দিয়েছিলাম। গল্পটা নিয়ে বসতেই সাহস হচ্ছে না। এই ভয়টা আমাকে পাল্টে দিয়েছে, নাকি গল্পটাকে, বুঝতে পারছি না, কিন্তু মাঝে মাঝে খুলে দেখি গল্পটার চেহারার অভিব্যক্তি পাল্টে যায় শুধু। প্রথমে যেমন নিরীহ মনে হচ্ছিলো তাকে, এখন আর তেমন লাগছে না। আজকে ভাবছিলাম কোমর বেঁধে নামবো, অন্তত সিকিভাগ শেষ করে ছাড়বো। কীসের কি। শরীরটা জুত লাগছে না। ধুর।

মন্তব্য

সুমন চৌধুরী এর ছবি
নিরীহ লাগার দরকার কি? ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
এইরকম পোস্ট -১। :p ==== মানুষ চেনা দায়!
হিমু এর ছবি
হে সুমন চৌধুরী "খুব গরম ছিলো" নামানোর আর কত দেরি?
উৎস এর ছবি
মান নিয়ন্ত্রনে বেশী চাপ নিলে আর লেখা হবে না। এসব তোয়াক্কা না করে লিখে ফেল, যেভাবে মনে আসে। আমি তাই করি ৩০-৪০ মিনিট সময় নিয়ে একবারে যা মনে আসে লিখি। অবশ্য আমি এজন্য নিজের পুরোনো লেখা পড়ি না, ধারে কাছেও যাই না, মনে হয় আরেকজনের গোপন চিঠি পড়ছি।
কনফুসিয়াস এর ছবি
লিখে ফেলেন তো। আমিও খুব ঝামেলায় আছি, ব্লগিং করতে করতে এখন লম্বা লেখাহাত দিয়ে আসছে না। বিপদে আছি। -যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

উৎস এর ছবি
তাই তো সুমনচৌ এর "খুব গরম ছিল" গেলো কৈ।
সুমন চৌধুরী এর ছবি
অ্যা! এখন তো টিপ টিপ বৃষ্টি..রেইন ইজ ফলিং ছমাছম ছম... ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
হিমু এর ছবি
আপনি এই অন্যায়টা বহুদ্দিন ধরে করছেন @ শুভ। লিখেন লিখেন।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।