১.
দামের ঠ্যালায় তুই ভেবেছিস চাল ফেলে আজ গম খাবি?
মন্ত্রী মিয়ার শুনলে সালিশ ঠিক জানি তুই চমকাবি
মন্ত্রী ফারুক ঝাড়েন হুকুম,
"খাদ্যে ভেজাল ক্যামনে রুখুম?
তারচে তোরা আজকে থেকে নাহয় খোরাক কম খাবি।"
২.
"খাদ্যে চড়ে ব্যাকটিরিয়া প্রবেশ করে শইলে
কম খা, যত রোগজীবাণু মারবে তোকে নইলে।"
কহেন হেসে মন্ত্রী ফারুক,
নিন্দুকে কয়, "মারলে মারুক,
তার আগে ক, তোর ভুঁড়িখান ঠিক কী খায়া হইলে?"
[খবর]
মন্তব্য
ফাটান্তিস ছড়া হয়েছে। আনেকদিন পর পোষ্ট দিলেন এবং কেন জানি মনে হইতেছে মন্তব্যও প্রথম করলাম
জটিলস্য!!!!
যে মন্ত্রী যত বড়, সে তত বড় ভাঁড়!!!!!!! মাল মুহিত সাহেবও সেদিন কী যেন বলেছিলান শুনলাম................
বা হা রে হিমু বেঁচে থাকো চিরকাল!
--------------------------------------------------------------------------------
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
বেশি খেলে বাড়ে মেদ অনাহারে নাহি খেদ
যায় যদি যায় প্রাণ - হীরকের রাজা ভগবান।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
গুল্লি!
কী কথার কি মানে হয়, কিভাবে কোথায় কী বলতে হয় তা আমাদের সরকারী কর্মকর্তা টু নির্বাচিত জনপ্রতিনিধি কেউই বুঝে বলে মনে হয় না। তা নিজেদের জ্ঞানের উপরে অত আস্থা না রেখে মাইনে করা যোগ্যতা সম্পন্ন সেক্রেটারিদের লিখে দেয়া বক্তব্যটুকু দেয়াও শিখলে পারে ... তবে 'আল্লার মাল আল্লায় নিসে' প্রতিনিধিদেরকে জনগণই নির্বাচিত করেছি এইটাও ঠিক।
লিমেরিকেই দেই তাই ...
(তবে দ্বিতীয় লিমেরিকের শেষ লাইনের ছন্দার্থ অত যথার্থ হলো না যেন হিম্ভাই...)
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
ফেসবুকে এক বন্ধু জানালো "Lt. Col (retd) Faruk Khan holds a Masters in Defense Studies from Defense Services and Staff College in Mirpur." - ইনি তো রীতিমতো শিক্ষিত লোক দেখা যায়।
এখনি খোমাখাতায় দেখা এই খবরের লিংকে এই মন্তব্যটা করেছিলাম :এদেশে রাষ্ট্রদূত থেকে রাষ্ট্রপতি, সবাই জনগণকে বিনামুল্যে বিনোদন দেয় আর জনসাধরণ আরও বিনোদনের আশায় ৫বছর পর পর ভাঁড় পাল্টায়!
love the life you live. live the life you love.
জব্বর বলেছেন
______________________________________
পথই আমার পথের আড়াল
রমজান আমাদের সংযম শেখায়।
জটিল ছড়া...
ফারুক সাহেবের কথা শুনে হিরক রাজাও অবাক হবে, তাই না!!!!!
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
অনেক দিন পর... এসেই চিরাচরিত ফাটাফাটি
তবে... কথা তো ঠিকি বলেছে,
কম কম খাবেন
বেশি ভাল থাকবেন
--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।
জটিলস!!!
অসাধারণ
কবিতা ত মহাশয় হইসে । নেন ।
চাল্লু পলিমেরিক !!
জটিল হয়েছে হিমু ভাই
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
পলিমেরিক কি পলিটিকাল লিমেরিক ? খুব ভাল হচ্ছে।
--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।
হীরক রাজা'র দেশের কথা মনে পড়ল--"অনাহারে নাহি খেদ, বেশি খেলে বাড়ে মেদ"। আসলেই দেশ চলছে হীরক রাজ্যের মত।
ফারুকরা একটু কম খেলে তো পাবলিকের খাওয়ায় টান পড়ে না। মন্ত্রীরা খায় কোটিতে, পাবলিক খায় শ'য়ে!
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
এইসব ঠিকনা হিমু ভাই। কি সরলসোজা একটা লোক, মনে কোন প্যাচ নাই, যা মনে এসেছে তা বলে ফেলেছে, তাই বলে আপনিও কি ওকে যা মনে আসে তাই বলবেন??? এইডা আবার কোন বিচার? *কাঙ্গালিনী সুফিয়া ইমো*
বেচারা নাহয় একটু 'মেন্টালি চ্যালেঞ্জড'ই
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
দুই দিন ধইরা শরীরটা জ্বলতে ছিল, এইটা পড়ার পর আরাম বোধ হইতেছে
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
নতুন মন্তব্য করুন