ব্যস্ততা আমার অবসর কেড়ে নিয়ে হাতে ধরিয়ে গেছে অবসাদের তোড়া।
একটা ফিল্ড রেকর্ডার কেনার ইচ্ছা ছিলো অনেকদিনের, ব্যাটেবলে পেরে উঠছিলাম না। জিনিসটা হাতে আসার পরও একটু ঘেঁটে দেখার সুযোগ মিলছিলো না ব্যস্ততার জন্যে। আজ দুত্তোরি বলে কাজ থামিয়ে ঠিক করলাম, পরখ করে দেখি জিনিসটা কেমন কাজে দেয়।
২৫ সেপ্টেম্বর সচল মুহম্মদ জুবায়েরের মৃত্যু দিবস। তাঁর কথা স্মরণ করে একটা গান পোস্ট করছি। ত্রুটি মার্জনীয়।
আপনাকে ভুলিনি জুবায়ের ভাই। এখনও ঘুরেফিরে সচলে আপনার পোস্টে নতুন পাঠক বিস্মিত মুগ্ধতামাখা মন্তব্য রেখে যায়, নিজের পুরোনো লেখা পড়তে গিয়ে বইয়ের ভাঁজে রাখা শুকনো পাঁপড়ির মতো বেরিয়ে আসে আপনার টুকরো টুকরো মন্তব্য। আপনাকে আমরা মনে রাখবো।
মন্তব্য
মনে রাখব

দীর্ঘশ্বাস..........
ভালো মানুষগুলো সব এমনি করে চলে যায়..........
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
---- - শ্রদ্ধা - ----
কয়েকবার শুনলাম - অনেকবার শোনার মত। মুহম্মদ জুবায়েরকে এরকম অন্যভাবে, সুন্দরভাবে মনে করিয়ে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ হিমু।
শুধু দীর্ঘশ্বাস।
দেবা ভাই
-----------------------------------------
'দেবা ভাই' এর ব্লগ
সেদিনও সচল মুহম্মদ জুবায়েরের ভাই এর একটি লেখা আনমনে পড়ে দেখলাম। তিনি থাকবেন সকলের মাঝেই।
"আমি বাতাস হইয়া জড়াইব"- এই অংশটার সুরের গভীরতায় মুগ্ধ হলাম।
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
মৃত্যুঞ্জয়ী
_____________________
Give Her Freedom!
আজ আর কেউ 'ম্যাড' বলে ডাকে না... বলেনা, "ম্যাড তো এখন ছোটখাটো 'ঘোস্ট' হয়ে গেছে"...
কিছুটা হেলায় আর কিছুটা অজানায় হারানো সময়... অসংখ্য স্মৃতি... তারপর একদিন বিশাল এক শূণ্যতা...
শুধু মনে হয়, যে সময় মানুষটাকে খুব প্রয়োজন ছিল, কিছু বুঝে উঠবার আগেই কোথায় হারালাম ?
কিছু শূণ্যতা অপূরণীয়...
হিমুকে ধন্যবাদ ||
ভুলিনি আমাদের জুবায়ের ভাইকে।
আহ, জুবায়ের ভাই!
৪ বছর পার হয়ে গেল (দীর্ঘশ্বাস)
শ্রদ্ধা ।
আপনার গানটাও ভাল লাগল, হিমু ।
_______________
আমার নামের মধ্যে ১৩
জুবায়ের ভাইয়ের 'বালক বেলা' মুগ্ধ হয়ে পড়েছি। যেন অনেকখানি জেনে ফেলেছি এই অসাধারণ মানুষটিকে। আফসোস থেকে যাবে কেন চার বছর আগে ব্লগে আসি নাই! এখন ভালোলাগাটা কিভাবে তার কাছে পৌঁছে দেব জানিনা। শুধু শ্রদ্ধা জানিয়ে গেলাম এই পোস্টে!
শ্রদ্ধা
জুবায়ের ভাই আরো দীর্ঘসময় আমাদের ভেতর জায়গা করে থাকবে
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
ছোট্ট একটা সংশোধনী:
মুহম্মদ জুবায়ের মারা গেছেন আমেরিকাতে। বাংলাদেশে তখন ২৫ সেপ্টেম্বর ভোর হলেও আমেরিকাতে তখন ২৪ তারিখই।
.......................................................................................
Simply joking around...
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
এখনো দিনটা মনে আছে আমি জানতে পারি বিকালে হিমুর কাছে , হিমু কাঁদছে অঝরে ।আমার গলার নীচটা শক্ত হয়ে গেলো , হিমু তখনো কাঁদছে....... অটোয়াতে ফোন করলাম রিটন ভাইকে , রিটন ভাই বললেন চ্যানেল আইয়ের জন্য জুবায়ের ভাইকে নিয়ে রিপোর্ট লিখছেন.... চোখের পানি আটকে রাখতে পারলাম না ... রিটন ভাই কাজ থামিয়ে আমার কান্না শুনলেন ....
অবাক লাগছিলো জুবায়ের ভাইকে কখনো দেখিনি, আমার পোস্টে উনি মন্তব্য করতেন, কিন্তু কখনো সরাসরি কথা হয়নি, ওনার লেখাই শুধু পড়তাম ...... তারপরও আমি কাঁদছি! কাঁদলাম কতগুলো অক্ষরের জন্য ! আখরেরও মৃত্যু হয় নাকি?
যখনই জুবায়ের ভাইয়ের কথা মনে হয় তখন মনে পড়ে ঐ বিকালটার কথা, আখরগুলোর কথা....
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
গানটি শুনলাম। জুবায়ের ভাইএর স্মরণে এর চাইতে ভলো কিছু আর হতে পারে না। ওনার পরিবারে সদস্য সহ সবার জন্যেই অয়ুত শুভকামনা।
**********************************
যাহা বলিব, সত্য বলিব
ধন্যবাদ হিমু। জুবায়ের ভাই আপনি আছেন, থাকবেন আমাদের মাঝে সব সময়।
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
আগামী শনিবার, ২৯শে সেপ্টেম্বর সন্ধ্যায় জুবায়ের ভাই স্মরণে মেহবুবা ভাবী একটি স্মরণ-সভার আয়োজন করেছেন ওনাদের বাসায়। আপনাদের যাদের পক্ষে সম্ভব, প্লীজ চলে আসুন। বছরের এই একটি দিনে, কিছুক্ষন সময়ের জন্য অন্তত জুবায়ের ভাইয়ের প্রিয় মানুষগুলোকে সঙ্গ দেই, ভাবীর সাথে সমব্যথী হই।
হিমু, আপনার (শ্রদ্ধার্ঘ) গানটি প্রাণ ছুঁয়ে গেছে।
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
গানটা বেশ ভাল্লাগলো।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
লেখা ও মন্তব্যগুলো পড়ার পর মনে হচ্ছে, উনি একজন অসাধারণ মানুষ ছিলেন। দুর্ভাগ্য যে উনার লেখা পড়ার সুযোগ হয়নি এখনো। জুবায়ের ভাইয়ের জন্য আমার বিনম্র শ্রদ্ধা!
জুবায়ের ভাইয়ের ব্লগের লিংকগুলো দিচ্ছি।
১/সচলায়তন
২/[url= http://www.somewhereinblog.net/blog/zubairblog]সামু[/url]
৩/ব্যক্তিগত ব্লগ
ধন্যবাদ।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
যেখানেই থাকুন ভালো থাকুন জুবায়ের ভাই ...
বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাই।
-অয়ন
আমি সচলে আসার আগেই জুবায়ের ভাই চলে গেছেন। কিন্তু কিভাবে জানিনা জুবায়ের ভাই আমার বড়ই আপনজন হয়ে গেছেন। হিমুর শ্রদ্ধার্ঘ আমাকে অনেক্ষন স্তব্ধ করে রাখলো। তিনি ভালো থাকুন। কমরেড রতন সেন শহীদ হওয়ার পর বন্ধু প্রবীর সর্দার যা লিখেছিলো তা আমি অন্য অনেকের ক্ষেত্রেও বলি-
মানুষ খুঁজি, কোথায় মানুষ!
সবাই মানুষ সাজে
সেইতো মানুষ, যে রয় নিভৃতে
সবার হৃদয় মাঝে।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
নতুন মন্তব্য করুন