রীতিমতো বড়দের ছড়া। শ্লীলবায়ুগ্রস্তদের পাঠ নিষেধ। সংসারে এক সন্ন্যাসীর "কামরাঙা ছড়া" সিরিজ দিয়ে বহুলাংশে অনুপ্রাণিত। শিরোনামে আংরেজি HORNY কথাটার বাংলা অনুবাদের দুশ্চেষ্টা করা হয়েছে।
৬৮.
নাহয় হয়েছি সুন্দরী বাড়িওয়ালির ঘরে ভাড়াটে
বাড়িওলা কেন আমাকে দেখেই মুখ কালো করে দ্বার আঁটে?
হয়তো বেচারা মনে মনে ভাবে,
"এই লোকটাই ভেজে নিয়ে যাবে
মোর হক্কের গরম তাওয়ায় সুযোগ পেলেই পারাঠে!"
৬৯.
বান্ধবী রয়েছেন ভয়ানক রুষি
কী করে ভাঙায়ে মান করি তারে খুশি?
তাই তারে ধরে কই,
"রাতে খেতে এসো সই,
তুমি খাবে হট ডগ, আমি খাবো সুশি!"
মন্তব্য
'সুশি'!! পারফেক্ট!
সাঈদী যে কতো ভক্ত আশেকানের হক্কের তাওয়ায় পারাঠে ভাজছে, সেইটা ভাইবাই তো শিউরায়ে উঠতেছি
অলমিতি বিস্তারেণ
কিন্তু দাদু তো সব ভাজাভুজি ফোনেই করে। এমনকি ভাজাকাঠির মাপজোকও সে ফোনেই দেয়।
ঝালকাঠি জানতাম - ভাজাকাঠি জানলাম - দুটোই সিরাম
দাদু কিন্তু ফোনে কলিজা ভুনাও সেরম করে !!
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
ভাই মেশিনের কাহিনিটা কী?? একটু যদি আলোকপাত করতেন
মিয়া আফনে দিলেন তো সুশি খাওয়ার গোয়া মেরে !
"মু'মে দাড়ি, গালমে পান
চলবে নীচে মেশিনগান"
হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা
আপনার 'অজ্জিনাল' মন্তব্য চাই
শিঙ মনে লয় একটু ভোঁতা হইয়া গেছে? কেমন যেন গুঁতার ধার কম মনে হইল
মহাভারত কি শেষ? অনেক দিন ধরেই ওয়েট করতাছি
মোক্ষম নামকরণ!
নির্ঝর অলয়
স্বীকার করি আমি শ্লীলবায়ুগ্রস্থ, নিষেধ থাকা সত্ত্বেও পড়লাম। পড়েছি যেহেতু জানায় গেলাম আর নববর্ষের শুভেচ্ছাও নিয়েন।
সুশি!! হাহা হাহাাহ হাহাহা
''গরম তাওয়ার পারাঠে, হট ডগ, সুশি''---মারাত্মক হয়েছে শিঙালো ছড়া, হিমু ভাই। বছরের প্রথম দিনে ব্যাপক আনন্দ পেলাম।
হট ডগের পুটু মাইরা দিলেন !!
SWAT ভালাই হট ডগ বানাইতো !!
পড়লাম। আর বুঝলাম, হট ডগের আকৃতি এমন কেন !
মেশিন চলে? পান লাগবো?
এটিএম মেশিন, টাইম মেশিন - একটাও চালালেন না?
চ্রম!
ইচ্ছার আগুনে জ্বলছি...
চাঈদির কতা মনে পড়ে যায়
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
______________________________________
পথই আমার পথের আড়াল
পড়েই যখন ফেলেছি না জানিয়ে যাই ক্যামনে
চাইদীর কথা ভাল্লাগসে-
৬৮ দারুণ হয়েছে
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
এইসব আড্ডাবাজি সচল থেকে চলে গেছে।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
নতুন মন্তব্য করুন