চাই ফাঁসি

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: বিষ্যুদ, ৩১/০১/২০১৩ - ৩:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বিচারসভার বাইরে পথে দাঁড়িয়ে বলে খচ্চরে
"আমিও বিচার চাই তবে তা হইতে হবে স্বচ্ছ রে
মানখানি কি আন্তো-জাতিক? দেখতে হবে চেক করে
সর্বোপরি বিচার হতে হবেই নিরপেক্ষ রে
ফরেন উকিল ফরেন হাকিম আনতে হবে ডাইকা রে
এবং সাথে বুঝতে হবে, কাঠগড়াতে চাই কারে?
শেখ হাসিনার বিয়াই ছিলো একাত্তরের পাণ্ডা রে
সবার আগে ধরতে হলে ধর না বেটার কানডারে।
জামাত কেন জেলহাজতে? বিচার নয়, এ রাজনীতি
তোদের জোটে থাকলে এসব পদক্ষেপ কি আজ নিতি?
যুদ্ধাপরাধ সব করেছে একশো পচানব্বইয়ে
এমন কথাই লিখছে যত পন্ডিতেরা সব বইয়ে
আমরা মাসুম তাই মানি না ট্রাইব্যুনালের কার্য রে
আজ জামাতের হরতালে তাই সাপুট দিলাম গা-র জোরে
লইতে যদি হয় তো লমু অস্ত্র দেখায় যা মার্গ
বিচার মানি কিন্তু কাকা তালগাছ ওটা আমার গো।"

সব শুনে কই, পণ শুনে রাখ বেয়াল্লিশটা বচ্ছরের
আমার এ দেশ মনুষ্যদের, নয় শুয়োরের-খচ্চরের।
যতই করিস লম্ফঝম্ফ, বিবৃতি দিস ছাইপাঁশই
বরাহদের বিচার হবেই, রায়ের খাতায় চাই ফাঁসি।


মন্তব্য

সাফিনাজ আরজু এর ছবি

সব শুনে কই, পণ শুনে রাখ বেয়াল্লিশটা বচ্ছরের
আমার এ দেশ মনুষ্যদের, নয় শুয়োরের-খচ্চরের।
যতই করিস লম্ফঝম্ফ, বিবৃতি দিস ছাইপাঁশই
বরাহদের বিচার হবেই, রায়ের খাতায় চাই ফাঁসি।

গুরু গুরু গুল্লি উত্তম জাঝা! হাততালি
পুরাই ফাটাফাটি। দেঁতো হাসি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

শিশিরকণা এর ছবি

চলুক

তোদের জোটে থাকলে এসব পদক্ষেপ কি আজ নিতি?

এই টার জন্যই আওয়ামী লীগের উপর পুরা ভরসা হয়না যে তারা বিচারের শেষ দেখে ছাড়বে। বাংলার জনগণরেই শেষ পর্যন্ত চাপটা ধরে রাখতে হবে রাজনৈতিক দলএর উপরে।

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

ত্রিমাত্রিক কবি এর ছবি

উত্তম জাঝা! পাঁচতারা দেগে গেলাম।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

চরম উদাস এর ছবি

চলুক

ফাঁসি নয় খাসি চাই

ত্রিমাত্রিক কবি এর ছবি

ওগো খাসি করা হবে বলতেছেন?

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

চরম উদাস এর ছবি

দেঁতো হাসি

অতিথি লেখক এর ছবি

তেনাপোড়া না ব্যান্ডেজ? কঞ্চি না এন্টিকাটার? কোনটা প্রেফারেবল চ উ দা? (স্বপ্নীল সমন্যামবিউলিসট)

চরম উদাস এর ছবি

ভুতা দাও

ত্রিমাত্রিক কবি এর ছবি

দেঁতো হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

মণিকা রশিদ এর ছবি

হো হো হো

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

অপ্রস্তুত লেনিন এর ছবি

ফাঁসি ছাড়া আর কোন পথ খোলা নাই।

হিমু এর ছবি

সঙ্গে সোহিনীর একটা গান কিছুমিছু হিসেবে শেয়ার করলাম।

গৃহবাসী বাউল এর ছবি

আমিও দু-ফোঁটা দিয়ে গ্লাম

মোদের মুমিন, মোদের গুরু, মোদের ভাল নেতাগন
ভালই ছিল, সুখে ছিল, এখন কেন সাতকাহন?
কৈ ছিল সব বিচার প্রার্থী, কৈ ছিল সব যোদ্ধারা?
নাইন্টি সিক্সে যখন দিল রাজাকাররা পোদ ভাড়া
তখন কেন হয়নি বিচার, আজকে কেন কাঁদছ সব?
জোট বাঁধেনি, ভোট চায়নি, তাইকি এত কলরব?
দেশের ভেতর হাজার অসুখ, সমস্যা শত হাজারে
ওসব থুয়ে কি বাল নিয়ে হুদাই নাচে বাজারে
গ্যাস, পানি, তেল, যাঞ্জট আর কারেন্টেরই নাই খবর
বাল ফালাইয়া টাল বানাইয়া রাজাকারের দেয় কবর
বিচার তো না এত যেন শেখ হাসিনার মর্জিরে
শেখের বেটির কাফন কাটুম, খবর দে তো দর্জিরে
কি পাইছে সে, কি ভাবে সে, ইচ্ছা হইলেই ঝুলাইব?
হুজুর কি আর লইট্যা ফিস, যে কেজি দরে মুলাইব?
এখনও কই সময় আছে, শিবির কিন্তু চেতে নাই
লাইনে আস, এক এক করে, পাকির বুকে যেতে চাই।

সব শুনে কই, ওরে জামাত, ওরে শিবির সাচ্চারা
লাত্থি যখন পড়বে পোদে, পালাবি বুড়া বাচ্চারা
হরতাল আর ভাংচুরে রে বাঙ্গালী কভু ডরায় নাই
যতই করুক ফালাফালি, ফাঁসির দাবি সরায় নাই
একটি দফা, একটি দাবি, বেঈমানদের শাস্তি চাই,
আমার সোনার বাংলার বুকে রাজাকারে মাস্তি নাই।
দিন গিয়াছে, মাস গিয়াছে, এই দাবি তো হয়নি বাসি
যে করেই হোক করতে হবে, একটা একটা ছাগু খাসি।

স্যাম এর ছবি

লোকজন হিংসা করার মত প্রতিভাবান - - শয়তানী হাসি

তিথীডোর এর ছবি

হ, যেমন আপনি। শয়তানী হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

গৃহবাসী বাউল এর ছবি

লইজ্জা লাগে

কুমার এর ছবি

গুল্লি

ত্রিমাত্রিক কবি এর ছবি

উত্তম জাঝা!

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অতিথি লেখক এর ছবি

খচ্চর, বরাহ!! ওরা স্রেফ কুত্তার বাচ্চা- পড়তে গিয়া প্রথমে কইলজা মুখে চইলা আসছিল- পরে বুজছি, বাঁশটা দেয়ার আগে ওইখানে তেল মাখাইতাছেন। সালাম গুরু।।। বাঘের বাচ্চা (স্বপ্নীল সমন্যামবিউলিসট)

সৌরভ কবীর এর ছবি

উত্তম জাঝা!

__________________
জানি নিসর্গ এক নিপুণ জেলে
কখনো গোধূলির হাওয়া, নিস্তরঙ্গ জ্যোৎস্নার ফাঁদ পেতে রাখে

আনু-আল হক এর ছবি

উত্তম জাঝা! গুল্লি
সিরাম হইসে দাদা!

স্যাম এর ছবি
অতন্দ্র প্রহরী এর ছবি

হাততালি

ইয়াসির আরাফাত এর ছবি

সুমন চৌধুরী এর ছবি

ভাবছিলাম আজকে কাদের মোল্লারটা অন্তত দিবে মন খারাপ

স্যাম এর ছবি

[img][/img]

সাফিনাজ আরজু এর ছবি

চলুক হাততালি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

তিথীডোর এর ছবি

চলুক চলুক

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

গৃহবাসী বাউল এর ছবি

লোকজন হিংসা করার মত প্রতিভাবান-- শয়তানী হাসি

অবনীল এর ছবি

গুল্লি গুল্লি গুল্লি উপরের দুই ছড়া ফকির লাল মিয়ার লাল বাহিনীর রেপ গান হিসাবে চাই। আগাম দাবী জানিয়ে গেলাম। গুল্লি গুল্লি গুল্লি

___________________________________
অন্তর্জালিক ঠিকানা

কুমার এর ছবি

গুল্লি

স্যাম এর ছবি

আবারো পড়লাম - আসলেই একদম জায়গামত চিবি দিয়া ধরছেন হিম্ভাই

অটঃ ফ্লাডিং, সক পাপেটিং ইত্যাদি নিয়ে কি কোন পোস্ট আছে সচলে? যেমন একটা পোস্ট কয়েকবার পড়া হলে - একেকবার আমার একেক কথা মনে হয়, একাধিকবার মন্তব্য করা রেজিস্ট করতে পারিনা - একাধিকবার পোস্ট করলে কি ফ্লাডিং হবে? সক পাপেটিং টা মোটামুটি বুঝি -- ইয়ে, মানে...

গৃহবাসী বাউল এর ছবি

এই পোস্টে আমার ছড়া দেওয়া কি ফ্লাডিং বা অন্য কিছু হইছে? আমি তো আরও ফ্লাডিং এড়ানোর জন্য আলাদা পোস্ট হিসেবে না দিয়া মন্তব্যতে দিলাম। আশা করি কোন ব্লান্ডার করি নাই। স্যাম ভাই, সক পাপেটিং টা কি একটু ঝাইড়া কাশ্তারবেন? পিলিচ লাগে।

অতিথি লেখক এর ছবি

উত্তম জাঝা! গুল্লি

অতিথি লেখক এর ছবি

অসাধারণ, মন্তব্য না করে পারলাম না, নির্জনতা ভাঙতে হলো। খালেদা জিয়ার টাইমের নিবন্ধ নিয়ে এরকম চাই। এক পোস্টে দুই ছড়া। অসাধারণ।

স্বয়ম

শাকরান এর ছবি

ভাল হৈসে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।