বিচারসভার বাইরে পথে দাঁড়িয়ে বলে খচ্চরে
"আমিও বিচার চাই তবে তা হইতে হবে স্বচ্ছ রে
মানখানি কি আন্তো-জাতিক? দেখতে হবে চেক করে
সর্বোপরি বিচার হতে হবেই নিরপেক্ষ রে
ফরেন উকিল ফরেন হাকিম আনতে হবে ডাইকা রে
এবং সাথে বুঝতে হবে, কাঠগড়াতে চাই কারে?
শেখ হাসিনার বিয়াই ছিলো একাত্তরের পাণ্ডা রে
সবার আগে ধরতে হলে ধর না বেটার কানডারে।
জামাত কেন জেলহাজতে? বিচার নয়, এ রাজনীতি
তোদের জোটে থাকলে এসব পদক্ষেপ কি আজ নিতি?
যুদ্ধাপরাধ সব করেছে একশো পচানব্বইয়ে
এমন কথাই লিখছে যত পন্ডিতেরা সব বইয়ে
আমরা মাসুম তাই মানি না ট্রাইব্যুনালের কার্য রে
আজ জামাতের হরতালে তাই সাপুট দিলাম গা-র জোরে
লইতে যদি হয় তো লমু অস্ত্র দেখায় যা মার্গ
বিচার মানি কিন্তু কাকা তালগাছ ওটা আমার গো।"
সব শুনে কই, পণ শুনে রাখ বেয়াল্লিশটা বচ্ছরের
আমার এ দেশ মনুষ্যদের, নয় শুয়োরের-খচ্চরের।
যতই করিস লম্ফঝম্ফ, বিবৃতি দিস ছাইপাঁশই
বরাহদের বিচার হবেই, রায়ের খাতায় চাই ফাঁসি।
মন্তব্য
পুরাই ফাটাফাটি।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
এই টার জন্যই আওয়ামী লীগের উপর পুরা ভরসা হয়না যে তারা বিচারের শেষ দেখে ছাড়বে। বাংলার জনগণরেই শেষ পর্যন্ত চাপটা ধরে রাখতে হবে রাজনৈতিক দলএর উপরে।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
পাঁচতারা দেগে গেলাম।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
ফাঁসি নয় খাসি চাই
ওগো খাসি করা হবে বলতেছেন?
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
হ
তেনাপোড়া না ব্যান্ডেজ? কঞ্চি না এন্টিকাটার? কোনটা প্রেফারেবল চ উ দা? (স্বপ্নীল সমন্যামবিউলিসট)
ভুতা দাও
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
ফাঁসি ছাড়া আর কোন পথ খোলা নাই।
সঙ্গে সোহিনীর একটা গান কিছুমিছু হিসেবে শেয়ার করলাম।
আমিও দু-ফোঁটা দিয়ে গ্লাম
লোকজন হিংসা করার মত প্রতিভাবান - -
হ, যেমন আপনি।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
খচ্চর, বরাহ!! ওরা স্রেফ কুত্তার বাচ্চা- পড়তে গিয়া প্রথমে কইলজা মুখে চইলা আসছিল- পরে বুজছি, বাঁশটা দেয়ার আগে ওইখানে তেল মাখাইতাছেন। সালাম গুরু।।। (স্বপ্নীল সমন্যামবিউলিসট)
__________________
জানি নিসর্গ এক নিপুণ জেলে
কখনো গোধূলির হাওয়া, নিস্তরঙ্গ জ্যোৎস্নার ফাঁদ পেতে রাখে
সিরাম হইসে দাদা!
বরাহদের বিচার হবেই, রায়ের খাতায় চাই ফাঁসি
ভাবছিলাম আজকে কাদের মোল্লারটা অন্তত দিবে
অজ্ঞাতবাস
[img][/img]
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
লোকজন হিংসা করার মত প্রতিভাবান--
উপরের দুই ছড়া ফকির লাল মিয়ার লাল বাহিনীর রেপ গান হিসাবে চাই। আগাম দাবী জানিয়ে গেলাম।
___________________________________
অন্তর্জালিক ঠিকানা
আবারো পড়লাম - আসলেই একদম জায়গামত চিবি দিয়া ধরছেন হিম্ভাই
অটঃ ফ্লাডিং, সক পাপেটিং ইত্যাদি নিয়ে কি কোন পোস্ট আছে সচলে? যেমন একটা পোস্ট কয়েকবার পড়া হলে - একেকবার আমার একেক কথা মনে হয়, একাধিকবার মন্তব্য করা রেজিস্ট করতে পারিনা - একাধিকবার পোস্ট করলে কি ফ্লাডিং হবে? সক পাপেটিং টা মোটামুটি বুঝি --
এই পোস্টে আমার ছড়া দেওয়া কি ফ্লাডিং বা অন্য কিছু হইছে? আমি তো আরও ফ্লাডিং এড়ানোর জন্য আলাদা পোস্ট হিসেবে না দিয়া মন্তব্যতে দিলাম। আশা করি কোন ব্লান্ডার করি নাই। স্যাম ভাই, সক পাপেটিং টা কি একটু ঝাইড়া কাশ্তারবেন? পিলিচ লাগে।
অসাধারণ, মন্তব্য না করে পারলাম না, নির্জনতা ভাঙতে হলো। খালেদা জিয়ার টাইমের নিবন্ধ নিয়ে এরকম চাই। এক পোস্টে দুই ছড়া। অসাধারণ।
স্বয়ম
ভাল হৈসে
নতুন মন্তব্য করুন