কুড়িয়ে পাওয়া গান ০১

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: সোম, ০৪/০২/২০১৩ - ৪:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ওরা বলে, রাতগুলো সে শুধু কেঁদে পার করে দেয়। ওরা বলে, সে খায় না কিছুই, কিছুই মুখে রোচে না তার। ওরা কিরে কেটে বলে আকাশও কাঁপছিলো তার কান্নার দমকে। ভুগছিলো সে ওর জন্যে, আর মরতে মরতেও গাইছিলো, আয় আয় আয় আয় আয়। ডুকরে ডাকছিলো সে, আয় আয় আয় আয় আয়। গাইছিলো সে, আয় আয় আয় আয় আয়। এমনই মরণ অনুরাগে মরছিলো সে। একটা বিষণ্ন ঘুঘু এসে খুব ভোরে শুন্য বাড়িতে গান গায়, যার ছোট্ট দরজাগুলো বিরাট করে খোলা। ওরা বলে ঘুঘুটা তারই আত্মা কেবল, সেই অভাগিনীর ফিরে আসার জন্যে যে অপেক্ষা করছে। কুক্কুরুকুকু ঘুঘু, কুক্কুরুকুকু কেঁদো না। পাথর কি কখনও জানে, ভালোবাসা কী?

চমৎকার একটা গান আজ শুনলাম স্যাম্ভাইয়ের বদৌলতে। কায়েতানো ভেলোসোর কণ্ঠে এই নাটুকে কথার গানটাই শরতের বৃষ্টির মতো ঝরঝরে মোলায়েম হয়ে উঠেছে।

ইউটিউব যারা দেখতে পান না তাদের জন্যে:


মন্তব্য

বেচারাথেরিয়াম এর ছবি

সুরে মন ভেসে গেল, যদি অর্থটা বুঝতে পারতাম সুরের সাথে সাথে!!!!! মন খারাপ
ধন্যবাদ হিমুদা আর স্যাম্ভাই

স্যাম এর ছবি

অর্থটা হিমুদা উপরে সুন্দর করে লিখে দিয়েছেতো...

বেচারাথেরিয়াম এর ছবি

সেটা বুঝেছি, কিন্তু গান বাজার সাথে সাথে প্রতি লাইনের অর্থ বুঝার ট্রাই না করতে পারলে কেমুন কেমুন জানি লাগে আমার।

যুধিষ্ঠির এর ছবি

অসাধারণ গান একটা। এইবেলা এই Hable Con Ella মুভিটাও দেখে ফেলেন। পেদ্রো আলমোদোবারের সেরা ছবি।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

যে আমলে পেনেলোপে ক্রুশ-এর প্রেমে পড়েছিলাম সে আমলে এই ওস্তাদের Volver দেখেছিলাম। ভালো লেগেছিলো। Hable con ella-এর ডিভিডি হস্তিনাপুরে মিলবে কিনা সন্দেহ আছে। তবু চেষ্টা করবো।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

স্যাম এর ছবি

আমার কাছে আছে, চাই নাকি ? খাইছে

স্যাম এর ছবি

ইংরেজী নাম TALK to HER
আমার কাছেও তাই মনে হয়েছে যুধিষ্ঠির।

অতিথি লেখক এর ছবি

গানটার লিংক দিলে আমরাও শুনতে পেতাম।
ভাল থাকবেন।

তুহিন সরকার

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

প্লেয়ার দেখতে পাচ্ছি না। বিকল্প লিঙ্ক দিন।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

স্যাম এর ছবি

আমিও মন খারাপ

সাফিনাজ আরজু এর ছবি

চলুক
সুরটা ভীষণ মন ছুঁয়েছে।

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

স্যাম এর ছবি

অনুবাদ তো হয়েই গেছে - এবার একদিন গেয়ে শোনান হিমু ভাই হাসি
কুক্কুরুকুকু ঘুঘু, কুক্কুরুকুকু কেঁদো না - কল্পনায় শুন্তে পাচ্ছি সুরে মিলে গেছে - চমৎকার ! লাইক এ বস! দেঁতো হাসি

হিমু এর ছবি

এই গান আমি গাইলে মাহফুজুরের গলায় রবীন্দ্রসঙ্গীতের মতো শোনাবে রে ভাই মন খারাপ

মেঘা এর ছবি

দ্যা ফাইভ ইয়ার এনগেইজমেন্ট নামে একটা মুভি দেখেছিলাম কিছুদিন আগে। সেখানে এই গানটা ছিল। এতো মুগ্ধ হয়েছিলাম গানটা শুনে! অসাধারণ সুর।

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

অতন্দ্র প্রহরী এর ছবি

"Hable Con Ella (Talk To Her)" যুধিষ্ঠির ভাইয়ের কাছ থেকে নাম শুনেই দেখা। আমার দেখা অন্যতম সেরা সিনেমা। সেখানে এই গানটা শুনে মাথা খারাপ হয়ে গিয়েছিল! টানা লুপে ছিলাম অনেকদিন। এখনও প্রায়ই শোনা হয়। ওর "Michelangelo Antonioni" গানটাও শুনে দেখতে পারেন।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।