বাংলাদেশ আক্রান্ত।
দেশ মানে শুধু ক্ষেত নয়, পথ নয়, বাড়ি নয়, উপাসনালয় নয়, দেশ মানে মানুষও। সবকিছুর সঙ্গে বাংলাদেশের মানুষ আজ আক্রান্ত।
বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম খুনী-লোচ্চাদের একজন, সাঈদীর ছবি নাকি চাঁদে দেখা গেছে, এমন গুজব রটিয়ে পথে নামানো হলো হাজার হাজার নির্বোধকে। তাদের ভেড়ার পালের মতো খেদিয়ে নিয়ে থানা ভেঙে লাকড়ি ফাড়ার মতো করে কুপিয়ে পুলিশ খুন করলো জামাতি জানোয়ারের দল।
পঞ্চার বছর বয়সী প্রকৌশলী রাতে বিশ্রাম করছিলেন হোটেলের কক্ষে, বিনা কারণে তাঁকে ধরে কুপিয়ে ছাদ থেকে ছুঁড়ে খুন করলো শত শত জানোয়ার।
বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করা হলো কলেজ শিক্ষককে, বাড়িতে ফেরার পথে খুন করা হলো যুবক স্থপতিকে, মেয়েকে দেখতে আসা বৃদ্ধ পিতাকে পুকুরের গহীন জলের আত্মগোপন থেকে টেনে এনে সাপ মারার মতো করে পিটিয়ে মারা হলো।
হাতের শাঁখা ভেঙে ধর্ষণ করা হলো গৃহবধুকে, বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও করে ভেতরে আটচল্লিশটি পরিবারের মানুষকে আটকে রেখে লাগিয়ে দেওয়া হলো আগুন।
মাদ্রাসার শিশুদের সামনে ঠেলে দিয়ে পেছন থেকে নাশকতা চালিয়েছে জামাতি হায়েনারা। তাদের করা ইসলামের ব্যাখ্যার ভুল ধরিয়ে দেন, এমন দশ জন আলেমকে হত্যা করতে গিয়ে ধরা পড়েছে তাদের পোষা বোধশক্তিহীন দানব।
সেতু উপড়ে, ট্রেনে আগুন দিয়ে, বাস পুড়িয়ে, ওষুধের গাড়ি পুড়িয়ে, অ্যামবুলেন্স পুড়িয়ে জামাতের এই দানবরা আমাদের মনে করিয়ে দিচ্ছে, ১৯৭১ শেষ হয়নি।
১৯৭১ শেষ হয়নি বন্ধুরা। আসুন, যে যেখানে আছি, যে শহরে আছি, শাহবাগ আন্দোলনের আগুন বুকে নিয়েই আবার পথে নামি। বিশ্বকে জানাই, জামাতে ইসলাম নামের এই নব্যনাৎসী মানবতাবিরোধী দলটি আমাদের দেশের ওপর কী ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।
১০ মার্চ, রবিবার, ছুটির দিন। আসুন, সকলে পথে নামি, আরেকবার।
সংযোজন: ক্যাম্পেইনে ব্যবহারের জন্য বেশ কিছু হাই-রেজোলিউশন প্ল্যাকার্ড/পোস্টার এর নকশা উন্মুক্ত করে দেওয়া হয়েছে ইন্টারনেটে। ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে ব্যবহার করতে পারেন।
মন্তব্য
দারুন উদ্যোগ হিমু ভাই
কিন্তু শুধুই কি বিদেশে থাকা সহযোদ্ধাদের জন্যে? দেশেও হোক !
শুধু ব্যানার হাতে ছবি তোলা নয়। পথে দাঁড়িয়ে বিশ্বের মানুষকে এই ব্যাপারে অবগত করুন। কথা বলুন।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
অসাধারণ উদ্যোগ হিমু ভাই। শাহবাগ আন্দোলনের আগুন বুকে নিয়েই আবার পথে নামব।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
পাশাপাশি প্রবাসীদের টুইটারের যুদ্ধটাও চালায় যেতে হবে আরো বেশি পরিমাণে আরো ঘন ঘন!!
_____________________
Give Her Freedom!
আমি তো ভাই ফেসবুকে লড়ে যাচ্ছি প্রবাস থেকে। কখনো কখনো অন্যান্য মিডিয়াতে প্রতিবাদ জানাচ্ছি তাদের ভুল সংবাদের। আর কী করতে পারি?? একটাই লক্ষ্য যেখানেই থাকি "রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকারবদ্ধ"
কি করতে হবে তাই বলেন শুধু
যারা এখনও টুইটারে নামেননি আজই লগিন করুন। ফলো করুন @shahbagnews ছড়িয়ে দিন সংবাদ।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
টুইটার ঠিক সাইজ করতে পারছিনা। তালগোল পাকিয়ে ফেলছি।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
কিচ্ছু করতে হবে না। টুইটারে লগিন করুন, সার্চ বক্সে লিখুন #shahbag, দেখুন কি পরিমান টুইট আসছে। পড়ুন। যেগুলো জামাতী অপপ্রচার মনে হবে 'reply' ক্লিক করে লেখুন কেন ঐ সংবাদটা ভুল। ব্যাস। একটু অভিগ্য হলে #savebangladesh বা অন্যান্য ট্যাগগুলা সার্চ করুন। দেখবেন একসময় টুইটার ছেড়ে বেরুতেই ভুলে যাবেন। (নতুন ব্যাবহারকারীর জন্য বেসিক)
এ আগুন ছড়িয়ে পড়ুক!
আমরা চাই, একটা আপপ্রচারের টুইটের বিরুদ্ধে ১০টা সত্য উদঘাটন করে রিপ্লাই। বিদেশী মিডিয়া যখন দেখবে একটা রিপোর্টের বিপরীতে ১০টো সত্য প্রতিবাদ (রিপ্লাই) ঐ টুইট এমনি ট্রাশবিনে চলে যাবে।
আমাকে পাবেন @bauani নামে টুইটারে।
টুইটার অতিরিক্ত সহজ। আপনাকে ব্যাক্তিগত মেসেজ দিচ্ছি। আরও যারা টুইটারে সহায়তা করতে চান, ফেসবুক আইডি সহ ব্যাক্তিগত মেসেজ দিন সচলেই। ১০ মিনিটে সহজ টুইটার শিক্ষার কোর্স বিনামূল্ল্যে দেয়া হচ্ছে।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
শিশিরকণা, খুব বিপদে আছি টুইটারে একাউন্ট সাসপেনশন নিয়া। জামাতী পেইড গেলমানরা সব একসাথে রিপোর্ট করে একাউন্ট সাসপেনশনে নিয়া যায়। একটা বুদ্ধি দেন দেখি। হিমু ভায়ের একটা একাউন্ট সাসপেনশনে দেখলাম মনে হয়। আর আমার গুলা তো একেকটা ৫/৬ বার ব্লক হইছে মনে হয়।
ব্যাকয়াপ একাউন্ট রাখা ছাড়া উপায় নাই। একটা ব্লক হলে আরেকটা দিয়ে টুইট করি। আর ব্লক ছুটানোর দেন দরবার করি।
১/ ছাগুদের সাথে ঢুঁশ লাগাতে যাবেন না, সময় নষ্ট, একাউন্টের কষ্ট।
২/ কোন মিডিয়াকে ট্যাগ করে কোন ছাগু উলটা পালটা বললে, পালটা ভালো নিউজ লিঙ্ক ধরিয়ে দিবেন ঐ মিডিয়ার ব্যাক্তিকে, ছাগু আবার উলটা পালটা বললে আরও কিছু প্রো শাহবাগ হ্যান্ডলকে যোগ করুন, যুক্তি টুক্তি দেন (লাভ হবে না কোন, জাস্ট মিডিয়ার কাছে ভাবমূর্তির জন্য) বাত চিতের এক পর্যায়ে মিডিয়া ট্যাগটা টুক করে ফেলে দিবেন, এরপর ছাগু ম্যা ম্যা করতে থাকুক, আর পাত্তা দেবার দরকার নাই।
৩/ যদি জানেন কোন ছাগু আপনাকে স্প্যাম রিপোর্ট করছে, তাকে এবিউসিভ ইউজার হিসেবে রিপোর্ট করুন।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
টুইটারে #Shahbag দেখুন। প্রতি ১০ মিনিটে অসংখ্য টুইট হচ্ছে সেখানে। ভয়ঙ্কর অপপ্রচারও চলছে সেখানে। অপপ্রচারের জবাব দিতে এবং প্রকৃত ঘটনা তুলে ধরতে সেখানে সকলের অংশগ্রহণ জরুরী।
স্বাধীনতার মাস, উত্তাল মার্চ, অগ্নিঝরা মার্চে বজ্রকন্ঠে আওয়াজ তুলুন
একাত্তেরর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।
প্রজন্মের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।
তুমি কে আমি কে
বাঙ্গালী, বাঙ্গালী।
তোমার আমার ঠিকানা,
পদ্মা, মেঘনা, যমুনা।
রাজাকারের ঠিকানা ফাঁসির পর পাকিস্তানের মোহনা।
একটাই দাবি ফাঁসি চাই,ফাঁসি।
কসাই কাদের সহ অন্যান্য সকল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি।
ইনশাল্লাহ জয় আমাদের হবে।
জয়বাংলা।
তুহিন সরকার।
এরা একেকটা হিটলারের প্রেতাত্মা। রুখতে এদেরকে হবেই।
আক্রান্ত হয়েছে মুক্তিযোদ্ধা সংসদের অফিস, জেলা প্রাশসকের কার্যালয়, ইউএনও'র গাড়ি, শিল্পকলা অ্যাকাডেমী, মসজিদ, মন্দির, প্যাগোডা, ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর-দোকানপাট, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দলগুলোর কার্যালয়, তাদের নেতা-কর্মীদের বাড়িঘর-দোকানপাট-যানবাহন। আক্রমণের লক্ষবস্তু, আক্রমণের কায়দা, আক্রমণকারীদের ধরন এগুলো দেখলে বুঝতে কোন অসুবিধা হয় না যে একাত্তর শেষ হয়নি - অন্তত মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষের কাছে।
যারা দেশের বাইরে থাকেন তাদের কাছে একটা সনির্বন্ধ অনুরোধ জানাই। আপনি যে দেশটাতে থাকেন সে দেশটার মিডিয়াগুলো বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী কীভাবে কাভার করছে সেটা লক্ষ করুন। দুঃখজনক সত্যটি হচ্ছে বেশিরভাগ বিদেশি মিডিয়া মুক্তিযুদ্ধবিরোধীদের সুরে কথা বলছে। এর প্রতিবাদ সংশ্লিষ্ট দেশে হলে সেটা সহজে তাদের চোখে পড়বে। বাংলাদেশ থেকে প্রতিবাদপত্র পাঠানো যায় সত্য, তবে প্রায় সব ক্ষেত্রে এসব প্রতিবাদপত্রের স্থান হয় ট্র্যাশ বিনে। নীতি নির্ধারকদের চোখে আর সেগুলো পড়তে পায় না।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
পথে নামার কথা শুনলে অস্থির লাগে, আপাতত এমন একটা দেশে বাস করছি যেখানে সরকার বলতে গেলে নিজে অটোক্রেসি, এক রাজার রাজত্ব। আফ্রিকার তুলনামূলক শান্ত ও নিরাপদ দেশ হলেও এখানে পথে নেমে প্রতিবাদ করার অনুমতি নাই, তাই অনেকবার প্লান করেও আগাতে পারি নাই।
টুইটারে চেষ্টা করছি, ভুয়া খবর যখন যা চোখে পড়ছে প্রতিবাদ করার চেষ্টা করছি, যদিও এসব ভার্চুয়াল প্রটেস্ট দিয়ে মোটেও শান্তি পাই না!
ভালো উদ্যোগ, ছড়িয়ে যাক সারাবিশ্বে
______________________________________
পথই আমার পথের আড়াল
আসুন, সকলে পথে নামি, আরেকবার।
দারুন লাগলো পোরে!!
আফরোযা১৩
প্রবাসী বন্ধুবান্ধব ও ফ্যামিলি মেম্বারদের মাঝে শেয়ার করছি।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
দারুন উদ্যোগ হিমু ভাই
প্রবাসে জ্বলুক শাহবাগের প্রদীপ।
হিমু ভাই, সব কথা ভাবলে রাগেষতাশায় দিক-বিদিক জ্ঞানশূণ্য হয়ে পড়ি। নোয়াখালির খুন-খারাপির কোন বিচারই হবে না। কারণ ভয়ে আতঙ্কে কেউ মামলাই করতে পারছে না। রাষ্ট্রযন্ত্র কী ভূমিকায় তা বোধগম্য নয়। তরুণ স্থপতির খুনেরা প্রায় সবাই শিল্পপতির ছেলে। তাই ওদের উপযুক্ত সাজা হবে সেটাও অন্তত বর্তমান পরিস্থিতিতে ভাবা কঠিন।
তবু স্বপ্ন দেখতে হয়, বেঁচে থাকার জন্যেই।
বিশ্রী বানান ভুলের জন্য দুঃখিত।
নতুন মন্তব্য করুন