হঠাৎ ঝড়ে জাহাজ ভোলে দিক
আকাশ মোছে তারার হাতের ছাপ
সাগর ফোঁসে গোখরো সাপের ছাও
ঢেউয়ের মেয়ে খলখলিয়ে হাসে
নাবিক তুমি একলা কোথায় যাও?
অমোঘ টানে অতল পানে সব
ডুবতে থাকে, মাতৃভাষায় ঝড়
সান্ত্বনা দেয়, জলের তলে নাও
যখন শেষে হারায় পরিচয়
আকাশ শুধায়, নাবিক কোথায় যাও?
হাঁচড়পাঁচড় ঐ যে প্রবাল দ্বীপ
একটু সবুজ, একটু রোদের গাছ
একলা দিনের হঠাৎ টেলিগ্রাম
ঐ দ্বীপে যাই, ওটাই আমার ঘর
ইয়োহোহোহো বটলভরা রাম
সাগর তবু ফুল্ল মুখে ঘোরে
ঠিক জানে সে নাবিক বেলা শেষে
ভাসবে। হাওয়ায় প্রতীক্ষা শনশন
সাগর ঘোরে ডাঙর হাঙর হয়ে
দ্বীপের আমি একলা রবিনসন
কে খোঁজে ঐ আকাশে উত্তর
বালির বুকে কম্পাসও দেয় ঘুম
সাগর জপে নিজের মনষ্কাম
নাবিক ভাসাই বোতল তারই জলে
ভেতরচিঠির ওপর তোমার নাম।
মন্তব্য
এন্ড দা বস ইজ ব্যাক।
মুগ্ধতা ছাড়া জানানোর আর কিছু নেই। অসাধারণ লেখা।]
বিমোহিত।
সামি
এককথায় ফাটাফাটি।
সাম্পানওয়ালা
অসাধারণ!
============================
কত আর রবে দেশ রাহু গ্রাস কবলে?
সমূলে উপড়ে ফেলি দূর্নীতি সবলে।
যদিও আমি খুব কমই বুঝেছি, তবু ভাল লাগল ছন্দ আর শব্দগুলো।
যদিও কবিতার অর্থ জিজ্ঞেস করা রীতিমত অন্যায়, তবু কেউ কি সাহায্য করবেন? নিশ্চয়ই 'ভেতরচিঠি' কোন কিছু নির্দেশ করছে। অথচ আমি সংকেতটি ধরতে পারছি না।
সুন্দর পদ্যের জন্য হিমু ভাইকে অভিনন্দন।
খুব ভাল লাগলো কবিতাটা পড়ে ।
দারুণ লাগলো পড়তে।
দারুণ !
ফুর্তি লাগছে পড়তে
বোতল খুলে সেই চিঠিটা পাই
কে পাঠালো নামটি তাহার নাই
রোদে ভেজা নোনা পানির ঘ্রান
সেই চিঠিটে উতলা এই প্রাণ
এই পৃথিবীর থাকোনা যেই প্রান্তে
আমার কাছেই আসবে যে দিনান্তে
চমৎকার লাগল। দারুন হিমু।
ইতি,
----(সাদাত কামাল)
নতুন মন্তব্য করুন