যে তুমি ফোটাও ফুল

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: মঙ্গল, ২৬/০৩/২০১৩ - ১২:৫৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

হঠাৎ মনে হলো, সবাই মিলে কোরাসে জাতীয় সঙ্গীত গাইলে কেমন হয়?

ফেসবুকে প্রস্তাবটা দিতেই সাড়া পেলাম, সাত আটজন স্কাইপে মিলে হুড়োহুড়ি করে বসে গেলাম। গাইতে গিয়ে দেখা গেলো, সবার মাইক একসঙ্গে অন হলে স্কাইপ অন্তত কোরাস গানের জন্য খুব একটা জুইতের জিনিস নয়। নানা পরামর্শ দিলেন সহশিল্পীরা। সেগুলোকে কাজে লাগিয়ে একটা টেমপ্লেট ট্র্যাক তৈরি করে ড্রপবক্সে তুলে দিয়ে মঞ্চ উন্মুক্ত করে দেওয়া হলো। যার সময়-সুযোগ-সাধ আছে, গেয়ে রেকর্ড করে পাঠিয়ে দিতে হবে, সাধ্য কোনো ব্যাপার নয়। জাতীয় সঙ্গীত গাইতে সাধ্য লাগে নাকি?

একটু পর চেনা-অচেনা সব ইমেইল ঠিকানা থেকে টুপটাপ শিউলি ফুলের মতো আমার ইনবক্স ভরে উঠতে লাগলো গানে। তাদের নাম বা চেহারা হয়তো অচেনা, কিন্তু একটি মানুষও অচেনা নয়। তাদের সবার কণ্ঠস্বরই আমার বহুদিনের চেনা। এই কণ্ঠগুলো স্টেডিয়ামে আশরাফুলের ব্যাটকে হর্ষধ্বনিতে জাগায়, দেশের প্রান্তরে প্রান্তরে একাত্তরের খুনীদের ফাঁসির দাবিতে গর্জন তোলে, একুশে ফেব্রুয়ারিতে প্রভাত ফেরীর গান গায়, তারেক মাসুদ বা হুমায়ূন আহমেদের মৃত্যুতে হু হু করে কাঁদে, অসময়ের অবসরে অস্ফূটে কবিতায় প্রিয়জনকে স্মরণ করে, আর স্বদেশকে নাম ধরে ডেকে বলে, যে তুমি ওঠাও চাঁদ মেঘ ছিঁড়ে নীলাকাশ জুড়ে, বাজাও শ্রাবণ রাত্রি নর্তকীর অজস্র নূপুরে... ।

জাতীয় সঙ্গীত নিয়ে কত তুচ্ছ বিতর্ক হয়ে গেলো কিছুদিন আগে, কিন্তু কোরাসে একের পর এক ট্র্যাক যোগ করছি যখন, তখন অনুভব করলাম, এর ব্যাকরণ বাহুল্য মাত্র, যার কণ্ঠে এই গান, সে সব বিধি ব্যাকরণের সীমানা অতিক্রম করে বসন্তপ্রারম্ভে আমের মুকুলের ঘ্রাণে পাগল হয়, বাংলাদেশের বদন মলিন হওয়ার মতো কিছু ঘটলে বুক উজাড় করে কাঁদে। এই গান মহাসাগরের দূরত্ব পাড়ি দিয়ে আমাদের স্মরণ করিয়ে দেয়, বাংলাদেশ কী এক স্নেহ-মায়ার আঁচল ছড়িয়ে আমাদের জড়িয়ে রেখেছে।

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।

AmarSonarBangla by হাঁটুপানির জলদস্যু on Mixcloud

কোরাসে কণ্ঠ দিয়েছেন অদিতি, বিদিত, হিমু, আফরিন, আন্দালিব, শান্ত, প্রদীপ, রাজীব, বহ্নি, কুন্তল, শঙ্খনাদ, অর্ণ, স্বাতী, ন্যান্সি, সজীব, সাইফ, অমিতাভ, রানিয়া, আসিফ, তানিম, অমৃতা, তিথি ও কলি। বৈদ্যুতিক গোলযোগের কারণে তন্বী ও সুরঞ্জনার প্রচারে বিঘ্ন ঘটেছে এ যাত্রা। সংসারের যাঁতাকলে পড়ে গানের ফুরসত না পেয়ে গানের প্রচ্ছদ এঁকেছেন সুমনা। উদ্যোগের প্রচারের দায়িত্ব নিয়েছিলেন টিউলিপ, শান্ত ও সিয়াম। আরও অনেকের নাম বাদ পড়ে গেলো হয়তো।


মন্তব্য

দ্রোহী এর ছবি

চলুক

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সুরটা শুনলেই চোখে কান্না চলে আসে...
কেন জানি না...
নেট স্পিডের কারনে স্কাইপেতে মিলতে পারি না, এখন আপনাদের সঙ্গে গাইলাম

______________________________________
পথই আমার পথের আড়াল

সুরঞ্জনা এর ছবি

ইশ! কি ভাল হয়েছে!! হাসি
মনটাই ভাল হয়ে গেল।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

স্যাম এর ছবি

অসাধারণ একটা উদ্যোগ !!
চোখের সামনে দেখলাম দেশ কে ভালবেসে একটা চমৎকার আইডিয়া কিভাবে মুহুর্তের মধ্যে বাস্তবায়ন করে ফেলা সম্ভব!
সবাই মনে হচ্ছিল একটা জায়গায় দাঁড়িয়েই পরম মমতায় গাইছে - আমার সোনার বাংলা ... অসাধারণ !!
হিমু ভাই কে একটা লাল সালাম - সাথে যারা ছিলেন - যারা সবাই মিলে কাজটা করেই ফেললেন - সবাইকে অসংখ্য ধন্যবাদ। অভিনন্দন!!! জয় বাংলা।

হিমু এর ছবি

কোরাসের সবাইকে লাল সালাম দিলাম আমিও। অনেকেই কাজের ফাঁকে অফিস বা ল্যাব থেকে চুরি করে গান গেয়ে পাঠিয়েছেন। আমি শুধু জোড়া দিয়েছি।

অতন্দ্র প্রহরী এর ছবি

অসাধারণ লাগল। হাততালি

সাফি এর ছবি

খুব ভালো লাগলো

তপতী এর ছবি

অসাধারন লাগলো!

রূপক এর ছবি

অসাধারণ !!!

তারেক অণু এর ছবি

সুরটা শুনলেই চোখে কান্না চলে আসে , আহা।

মেঘা এর ছবি

চোখে পানি চলে আসে যতবার শুনি! এতো মায়া কেন?

অনেক ইচ্ছা থাকলেও গাইতে পারলাম না শান্ত'দা কে জানিয়েছিলাম। কাজটা এতো চমৎকার হয়েছে! এখন খুব আফসোস হচ্ছে আমি গাইতে পারলাম না মন খারাপ এর পর আবার এমন কিছু হলে অবশ্যই সাথে থাকবো।

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

ত্রিমাত্রিক কবি এর ছবি

চমৎকার হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

মনি শামিম এর ছবি

মিস করলাম হিমু ভাই, স্রেফ মিস করলাম। ১৩ ঘণ্টা আগে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন আর আমি গত ১৪ ঘণ্টা যাবত নেটে বসিনি। নইলে এমন একটা অসাধারণ উদ্যোগ থেকে কে বিযুক্ত থাকতে চায়, বলুন? সামনে এমন কোনও পরিকল্পনা থাকলে আর একটু আগে থেকে জানালে সুবিধে হয়।

-মনি শামিম

হিমু এর ছবি

এরপর আরো সময় নিয়ে করবো।

দুর্দান্ত এর ছবি

অসাধারণ

সাফিনাজ আরজু এর ছবি

অসাধারণ উদ্যোগ। হাততালি হাসি
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি....এখন আপনাদের সঙ্গে গাইলাম।
হিমু ভাই সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ।
খুব ভালো লাগলো। দারুন।

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

সুমাদ্রী এর ছবি

'' কী শোভা কী ছায়া গো, কী স্নেহ কী মায়া গো
কী আঁচল বিছায়েছো বটের মূলে নদীর কূলে কূলে
মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতন
মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি
সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।''

একটা দেশকে ভালবেসে রচিত এর চেয়ে অপূর্ব সুন্দর গান কি আর দ্বিতীয়টি আছে?

অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।

স্যাম এর ছবি

অতুলনীয় উদ্যোগ আর আর প্রাণ থেকে গেয়ে উঠা গান এর রেশ কিছুটা কাটার পর লেখাটি আবার পড়লাম ... স্তব্ধ হয়ে আছি, প্রতিটি বাক্য উদ্ধৃতি দেয়ার মত -
.............................. অসাধারণ হিমু ভাই গুরু গুরু গুরু গুরু

তন্বী  এর ছবি

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।
গানটা এত ভালো হয়েছে!
সবার সঙ্গে গাইতে না পারায় দুঃখ হচ্ছিলো, গানটা শুনে মন ভালো হয়ে গেলো হাসি

তন্বী

জুন এর ছবি

গুরু গুরু কাল রাতে ফেসবুকে বসা হয় নাই। সকালে বসে এই খবরটা পেলাম। সাথে সাথে গানের ট্র্যাক আর রেকর্ডিং নামায় ফেলেছি। কাজ শুরু করতে যাব, গেল কারেন্ট। মন খারাপ আবার ওদিকে এক বন্ধুকে কথা দেয়া ছিল সকালে দেখা করার; আজকে দুপুরে সে আবার আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবে। কাজেই আর হলো না সবকিছু মিলায়। মন খারাপ

হিমু এর ছবি

আপনি প্র্যাকটিস করতে থাকেন, সামনে একটা কয়্যার পারফরম্যান্স হবে।

হিমু এর ছবি

আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি

এ এক অদ্ভুত সুর। চোখ ভিজিয়ে দেয় বার বার।

হিমু ভাই এবং অন্যান্য যাঁরা অংশ নিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা।

আবু শাহেদ ইমন এর ছবি

অসাধারণ কাজ হয়েছে। আমাদের স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় আমাদের সবার একই সঙ্গে তাল লয় কখনই মিলত না। কিন্তু প্রানের মিলনে তাতে কোথাও ছেঁদ পড়ত না। বছরের অধিকাংশ দিন গান গাইতে গাইতে যে দিনগুলো স্কুল বন্ধ থাকত, মাঝে মধ্যেই সে দিন গুলোতে গান গেয়ে উঠতাম আমরা। সকালে জাতীয় সঙ্গীত না গাইলে কি একটা মিস করতাম মনে হত। এখন তো কোন উপলক্ষ ছাড়া জাতীয় সঙ্গীত তেমন গাওয়া হয়না। কিন্তু এই গানটি শুনে মনে হচ্ছে প্রতিদিন সকালে একবার করে জাতীয় সঙ্গীত গেয়ে দিন শুরু করা উচিত। আসলে জাতীয় সঙ্গীত শুনলে মনে জোর পাই, স্বপ্ন দেখতে ভালো লাগে। নতুন করে লড়াই চালিয়ে যাবার শক্তি পাই। হিমু ভাইকে ধন্যবাদ এই রকম একটি অসাধারণ অনুভূতি মনে করিয়ে দেবার জন্য।

অরিত্র অরিত্র এর ছবি

অসাধারণ লাগল।

ঈয়াসীন এর ছবি

চোখে এলো জল ভরে।
আহ, দেশপ্রেমের আনন্দ কী গভীর!

------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।

Faiz Momen এর ছবি

অসাধারণ! জয় বাংলা।

খেকশিয়াল এর ছবি

চলুক চলুক চলুক হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সুজন চৌধুরী এর ছবি

দারুণ হয়েছে!
আহারে ! যদি গান গাইতে পারতাম!

জি.এম.তানিম এর ছবি

"গলায় আমার নেই যে কোনো রেওয়াজ করার স্বভাব, এই অভাব আমার থাকবে চিরদিন!" - তবে জাতীয় সঙ্গীত গাইতে তো রেওয়াজের দরকার নেই। তাই গাইলাম সবার সাথে প্রাণ খুলে মনটা এক অপূর্ব আনন্দে ভরে উঠল। আর শুনতে গিয়ে প্রাণ গেল ভিজে।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

আহির ভৈরব এর ছবি

বাহ্, ভীষণ ভালো লাগলো।

-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

প্রৌঢ় ভাবনা এর ছবি

আপনাদের, দেশের প্রতি এত ভালবাসা দেখে আশাবাদী হতে বড্ড ইচ্ছে হয়, নিশ্চয়ই আপনারা দেশটাকে সঠিক পথে নিয়ে আসবেন। দেশকে কলঙ্কমুক্ত করবেন। প্রয়োজনে আরেকটি যুদ্ধ করবেন।
ধন্যবাদ হিমু, দেশপ্রেমকে সবার মাঝে অনুভব করবার উপলক্ষ্য সৃষ্টির জন্য।

Sabeka এর ছবি

গুরু গুরু

কড়িকাঠুরে এর ছবি

গুরু গুরু হাততালি গুরু গুরু

অনিকেত এর ছবি

গুরু গুরু

রিক্তা এর ছবি

দেশে ছেড়ে আসার পর যতবার গাই ততবার কান্না পায়। উদ্যোগে গুরু গুরু

--------------------------------
হে প্রগাঢ় পিতামহী, আজো চমৎকার?
আমিও তোমার মত বুড়ো হব – বুড়ি চাঁদটারে আমি করে দেব বেনোজলে পার
আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার ।

সাব্বির রহমান এর ছবি

চলুক হিমুভাই গুরু গুরু

মরুদ্যান এর ছবি

হাততালি

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

মাসুম আহমদ এর ছবি

অসাধারণ একটা উদ্যোগ !! খুব ভাল লাগলো

নাফিসা এর ছবি

চিরকালের ভালোবাসার গান!

অতিথি লেখক এর ছবি

জাতীয় সঙ্গীত কোরাশ ভাল হয়েছে।একটা জায়গায় কন্ঠ আগে পড়ে হয়েছে মনে হলো। যন্ত্রসঙ্গীত যোগ করাটা ভাল হয়েছে; কে বাজিয়েছে?

সিরাজুল লিটন

ছাইপাঁশ  এর ছবি

অসাধারণ

অতিথি লেখক এর ছবি

কেন জানি চোখ ভিজে উঠলো।অনেক সুন্দর হয়েছে।

তাপস শর্মা এর ছবি

শুনতেই ইচ্ছে হয় বারবার। অসাধারণ একটা উদ্যোগ

জাহিদ  এর ছবি

ভাই, আমাদের পাঠ্যপুস্তকে জাতীয় সংগীত কিভাবে গাওয়া হবে মানে কোন বাক্যাংশ দুইবার গাইতে হবে বা কোন বাক্য দুইবার গাইতে হবে তা দেয়া আছে যা আপনাদের সাথে মেলে না। আপনি যখন রবীন্দ্র সংগীত হিসেবে এটি গাইবেন তখন আপনি আপনার ইচ্ছে মত গাইতে পারেন কিন্তু যখন জাতীয় সংগীত হিসেবে গাইবেন তখন তা নিয়ম মেনে গাওয়াই উচিৎ বলে মনে করি। আপনি একরকম করে গাইলেন আরেকজন তার মত করে গাইল আর আমি আমার মত করে এবং সবাই দাবী করলাম এটা জাতীয় সংগীত এবং তার প্রচারণা করলাম। এখন আমরা যদি একসাথে গাই তাহলে কি লজ্জাকর পরিস্থিতির সৃষ্টি হবে কল্পনা করুন। কিছুদিন আগে আমি ঠিক সেই পরিস্থিতির মাঝে পড়েছিলাম। আর ভবিষ্যতে যাতে কেউ এই সমস্যায় না পড়ে তার জন্য আমাদের একটু সচেতন হতে হবে বলে মনে করি।

হিমু এর ছবি

আচ্ছা, পরে যখন গাইবো, ঠিক করে গাওয়ার চেষ্টা করবো। ভুল করে থাকলে ক্ষমা করে দিন।

চরম উদাস এর ছবি

গুরু গুরু আহ

চিন্তক এর ছবি

মূগ্ধ প্রশংসা – জয় হোক।

হাসান এর ছবি

অনবদ্য !

অতিথি লেখক এর ছবি

অসাধারণ একটি উদ্যোগ ছিল এটি। চোখে পানি চলে আসে জাতীয় সঙ্গীত শুনলে, একসাথে মনের ভেতর ভীড় করে অজস্র স্মৃতি। যার মধ্যে সবচেয়ে জ্বলজ্বলে হচ্ছে সকালের অধিবেশনে স্কুলের মাঠে কোরাসে জাতীয় সঙ্গীত গাওয়া। আর কখনো যদি ইলেকট্রিসিটি চলে যেত তখন গলার স্বর সকলে মাইল সপ্তমে চড়িয়ে মাইক ছাড়াই উচ্চকিত করে রাখা এসেম্বলির মাঠ!

বটতলার উকিল।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।