নতুন বাংলা বছর জেগে উঠুক সকল মৌলবাদী ঘোঁৎকারকে চাপা দিয়ে নারীর গর্জনে।
যে বাংলাদেশের কৃষি অচল নারীর অংশগ্রহণ ছাড়া, যে বাংলাদেশের শিল্প অচল নারীর শ্রম ছাড়া, যে বাংলাদেশের পরিবার অচল নারীর নিঃশব্দ আত্মবিসর্জন ছাড়া, সে বাংলাদেশে মাথায় ফেট্টি বাঁধা কতগুলি উন্মাদের কথায় নারীরা অন্তরীণ হয়ে থাকবে?
কখনোই না।
সবাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর শুরু হোক নারীর জাগরণের আহ্বানের গানে।
কোরাসে অংশ নিয়েছেন সুরঞ্জনা, আনন্দী, অমিতাভ, তানিম, অর্ণ, আন্দালিব, আসিফ, হিমু ও নাইম। বৈদ্যুতিক গোলযোগের কারণে ন্যান্সির প্রচারে বিঘ্ন ঘটেছে।
মন্তব্য
শুভ নববর্ষ তো কইতে পারতেছি না। তবে শুভ হোক নববর্ষ এই আশা তো করতেই পারি। এইবার জঘন্য কন্ঠ দিয়ে কোরাসটারে সমৃদ্ধ করার সুযোগ পাইলাম না, কিন্তু সাথে আছি। জয় হোক মানুষের, সব মানুষের।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
চিরবিজয়িনী জাগো জয়ন্তিকা
জাগো নারী জাগো বহ্নিশিখা...
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
দুর্দান্ত হয়েছে। সেইরকম তেজীয়ান গান।
"নতুন বছর শুরু হোক নারীর জাগরণের আহ্বানের গানে" । ভালো লিখেছেন। শুভেচ্ছা। ( নিভৃতে যতনে)
সবাইকে নববর্ষের শুভেচ্ছা!
সেইরকম একটা খাটনি দিয়ে গানটাকে লাইনে আনার জন্য হিমু ভাইকে একটা বিশেষ ধন্যবাদ জানিয়ে গ্লাম।
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।
দারুণ হয়েছে।
______________________________________
পথই আমার পথের আড়াল
জাগতেই হবে!
খুব ভালো লাগলো
শুভ নববর্ষ সবাইকে
হিমু ভাইকে অনেক ধন্যবাদ উদ্যোগ নেয়ার জন্য।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হইল, যে নজরুল সারা জীবন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়েছেন, অনিন্দ্য সুন্দর গান-কবিতা দিয়ে মৌলবাদকে দিয়েছেন তীব্র ঝাঁকুনি, তাকেই নিজেদের কবি বানানোর জন্য সাম্প্রদায়িক গোষ্ঠীগুলির কি যে প্রাণান্তকর চেষ্টা!
এই কোরাসে আমাদের কণ্ঠও কিন্তু বেজেছে! আগামী দিনে এই কোরাস শোনা যাবে দিকে দিকে! বাংলার নারীরা কিছুতেই মেনে নেবে না তাদের, যারা তাদের তিল তিল করে গড়ে তোলা উন্নতির সোপানকে ধসিয়ে দিতে চাইছে, তুড়ি মেরে উড়িয়ে দিতে চাইছে।
তবে একটা কথা, হিমু ভাই: শুধু নারীদের জাগলেই হবে না। পুরুষদেরও কিন্তু জাগতে হবে। নারীকে ঘরে রাখতে পারলে অনেক পুরুষের কিন্তু সুবিধে! নারীকে বন্দি করে ক্ষমতার পুরো ভাগটুকু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার মত পুরুষও কিন্তু কম নেই। এই পুরুষদেরও জাগাতে হবে!
সচল পরিবারকে নববর্ষের শুভেচ্ছা! বাঙ্গালির জয় হবেই হবে!
বক্তব্যের সাথে পুরাই একমত।
অসাধারণ এই নজরুলগীতির খুব সুন্দর পরিবেশন হয়েছে।
জাগো নারী জাগো বহ্নি-শিখা। / চির-বিজয়িনী জাগো জয়ন্তিকা।।
দারুণ লাগলো - গাওয়া এবং কম্পোজিশন দুটোই। নজরুলের সৃষ্টির সত্যি তুলনা হয় না।
নববর্ষে সুমতি হোক আমাদের রাজাদের, দেশের মানুষ একটু শান্তি পাক, এই কামনা করি।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।
ভালো লাগল...
ডাকঘর | ছবিঘর
"সচলায়তন" পরিবারের সকলকে বাংলা শুভ নববর্ষ-১৪২০ এর শুভেচ্ছা, ভাল থাকুন সকলে।
"কান পেতেছি, চোখ মেলেছি,
ধরার বুকে প্রাণ ঢেলেছি
জানার মাঝে অজানারে করেছি সন্ধান
বিষ্ময়ে তাই জাগে আমার গান।"
"রবীন্দ্রনাথ ঠাকুর"
বসেরা কি আজকে প্রথম আলোতে হাসনাত আবদুল হাই এর লেখাটা পড়েছেন? এখনও কোন প্রতিক্রিয়ামূলক লেখা না দেখে খুব অবাক হচ্ছি
জেগে গিয়েছিল অনেক নারী। জাগছিল আরো অনেকেই। জাগ্রত ও জাগতে ইচ্ছুক নারীকে ওরা আবার ঘুমে আচেতন করে রাখতে চায়।
দারুণ হয়েছে।
গিটারের আওয়াজ আরেকটু শুনতে পারলে ভাল লাগতো।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
দারুণ
------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।
দারুন। আপনাদের সাথে আমিও হেঁড়ে গলা মিলিয়েছি, তবে শুনতে শুনতে। ধন্যবাদ সচলকে।
নতুন মন্তব্য করুন