১৮ দলীয় জোটে বিম্পি আর জামাত ছাড়া বাকি দলগুলোকে পাবলিক দুধভাতই মনে করে। তাই পাবলিকের জবানে ঘুরে ফিরে এদের বিম্পি-জামাত জোটই বলা হয়। এতে করে একটা জিনিস বোঝা যায়, বিম্পি আর জামাত পাবলিকের চেতনায় এখনও দু'টি পৃথক সত্ত্বা, কার্যত তারা কতটুকু ভিন্ন, সে আরেক তর্ক।
সফেদ মুরুব্বিরাও এখন মাথা নেড়ে বিম্পিকে বলছেন, ঐ বখাটে জামাতের সঙ্গে আর মেশার দরকার নেই। প্রথমটায় তাদের মুখে এ কথা শুনে দুধভাত বিজেপির আন্দালিব পার্থ থেকে শুরু করে রাশভারি চট্টগ্রাম বিম্পির আবদুল্লাহ আল নোমান, সকলেই তড়িঘড়ি করে বলে ফেলেছেন, আরে জামাতের সঙ্গে এই মেলামেশা তো সাময়িক। ম্যাডাম বলেছেন, "যখন সময় হবে", তখন আমরা ওদের সাথে আড়ি দেবো। আজ ফখরুল সাহেব বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন, সে সময় এখনও হয়নি, ভবিষ্যতেও হবে না।
বিম্পি আর জামাতের এই সম্পর্ক নিয়েও নানা উপমা, তুলনা, মানসছবি পাবলিকের বয়ানে বর্তমান। বিম্পি-জামাত কি লাইলি-মজনু? নাকি মায়ের পেটের দুই সহোদর? তাদের সম্পর্ক কি সিঙারার সাথে আলুর, নাকি তরমুজের সাথে বালুর, নাকি খালার সাথে খালুর?
আসুন পাঠক, আমরা চুলচেরা রাজনৈতিক বিশ্লেষণ না করে এই সম্পর্কটাকে চেনা অন্যান্য সম্পর্ক দিয়ে বোঝার চেষ্টা করি। মন্তব্যের পাতায় যোগ করে যান বিম্পি-জামাত সম্পর্ক নিয়ে আপনার ভাবনা। যতো অল্প কথায় বলতে পারেন, ততোই ভালো। আপনাদের যোগ করা উপমাগুলো নিয়ে কার্টুনিস্টরা কয়েকটা কার্টুনও এঁকে ফেলতে পারেন, গীতিকাররা লিখে ফেলতে পারেন গান, সুরকাররা দিয়ে ফেলতে পারেন সুর। কতো কিছুই তো হতে পারে। আসুন শুরু করি।
মন্তব্য
শালী-দুলাভাই সম্পর্ক। এক সাথে ঘর করতেই হবে এমন দিব্যি কেউ দেয় নাই, কিন্তু আগ্রহে কারোই কমতি নাই। যেহেতু অফিশিয়ালি এই সম্পর্ক গড়ার তেমন ব্যপার নাই, তাই এই সম্পর্ক অফিশিয়ালি ভাঙ্গাও সম্ভব না।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
এখানে দুলাভাইটা ক্যাঠায়?
দুলাভাই হইল বিম্পি। শালী দুলাভাইরে ছাড়লেও দুলাভাই কিন্তু শালীরে ছাড়বে না। শালির একলার অ্যাজেন্ডা আছে, কিন্তু দুলাভাইয়ের শালী ছাড়া তেমন কোন ভাবনা নাই আপাতত অ্যাটলিস্ট যৌবন যদ্দিন আছে। সমস্যা হইল দুলাভাই আবার ভাইবা রাখছে শালী হইল চিরযৌবনা, কিন্তু ভাবলেই কি আর হয়?
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
দৈহিক সম্পর্ক। লাইনে আসুন।
--------------------------------
বানান ভুল থাকলে ধরিয়ে দিন!
জামাত হৈলো বিম্পির ঝাপের লাঠি! ঐ লাঠি সরাইলে বিম্পির দুকানই বন্ধ হৈয়া যাইবো।আর দুকানই যদি বন্ধ হৈয়া যায় ওগো নেতানেতৃরা খাইবো বা কী ? জামাত আছে বৈলা ওরা এক্টু খায়দায়। তারচেয়েও বড়কথা জিয়ার হমানের পোলা ত্রেক জিয়াই যখন বলেছে জামাত তার মায়ের পেটের ভাই (!?) তখন বিষয়টা ডিএনএ টেস্টের পর্যায় চলে যায়, কাজেই টেস্টের আগে সম্পর্কের গভীরতা বোঝা মুশকিল।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
এরাম সম্পর্ক -
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
এইরকম সম্পক্কো
গানের কথাগুলো খুব মন দিয়া খিয়াল কইরেন সবাই
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
ব্যপুক বিনুদুন।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
খালেদা আর গোয়ারে দিয়ে এরকম একটা মুজিকভিডু বানাইলে বেশ জম্পেশ একটা ব্যাপার হবে।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
" দিবালোকে সে আমার নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। আমি কি তার হাতের খেলনা?" -রাধা কৃষ্ণের সম্পর্ক।
জাহিদ হায়দার
মৎস্য = বিএনপি
জল = জামায়াত
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
তেঁতুল শফির যেমন তেঁতুল দেখলে লুল পড়ে, বিম্পির মনে হয় জামাত দেখলে তেমন লুল পড়ে।
ঐ যে গান আছে না, ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে...... তেরা সাথ না ছোড়েঙ্গে....
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
অনেকটা রাজপুত্রয় চার্লস আর কামিলা পার্কারের মত।
আমার যেটা মনে হয় সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী শক্তির যে নিউক্লিয়াস, এরা তার ডি এন এ-র দুটি শৃঙ্খল (স্ট্র্যান্ড), পরস্পরের সম্পূরক।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
সঙ্গীইইইইইইইই
(টু টুউউউউউ টুউউউউউ)
সঙ্গীইইইইইইইই
(টু টুউউউউউ টুউউউউউ)
আমরা ... অমর সঙ্গীইইইইইইইইইইইইইইইই
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
পরকীয়ার সম্পর্ক!!
প্রথম প্রথম বলে-"আরে না, জাস্ট ছোট ভাই/বড় ভাই/এই এট্টাট্টু কথা হয়,ওরম কিছু না/কয়দিন পর আর কথাই হবে না..."
তার পর লোকজন চোখ রাঙালে গোপনে চলতে থাকে প্রেম।
সেটাও ধরা পরে গেলে - "তোরা যে যা বুলিস ভাই, আমি তুকেই চাই" বলে বেপরোয়া হয়ে লাজ লজ্জার মাথা খায়!!
"জামায়াত জোটে আছে, থাকবে: ফখরুল"
সুবোধ অবোধ
মুসল্লির সাথে জায়নামাজের যেই সৰ্ম্পক, বিম্পির সাথে জামায়াতের সেই সৰ্ম্পক। অৰ্থাৎ বিম্পির রাজনীতি করতে হলে জামায়াতকে লাগবেই !!
---> তারিক।
বিম্পি লুঙ্গি, আর জামাত পাছা। পাছার সঙ্গ ছাড়তে হলে লুঙ্গিকে হয় গুটাতে হবে, নয় লুটাতে হবে। তাই বিম্পিজামাত এক দুজে কে লিয়ে।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
উভয়েই ত্রেক জিয়ার সহোদর, জনক র্যাম্বো, জননীর নাম সাম্প্রদায়িকতা ও পাকিস্তানবাদ।
বিম্পি বালিশ জামাত কাঁথা
বিম্পি মাথা জামাত ছাতা
বিম্পিরেই তো ছাতাছাতা লাগে।
__________________
জানি নিসর্গ এক নিপুণ জেলে
কখনো গোধূলির হাওয়া, নিস্তরঙ্গ জ্যোৎস্নার ফাঁদ পেতে রাখে
মোরা একই বৃন্তে দুইটি কুসুম --- বিম্পি জামায়াত
____________________________
এ সম্পর্কে নতুন শব্দ আশা করি
দুমাস আগের এক কাহিনী বলি,
রুয়েট ক্যাম্পাসে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে ছাত্রলীগ শহীদ হলে শিবিরের এক রুম ভাংচুর করে। পরে সবাই গিয়া আবার সরি বইলা মুচলেকা দিয়া আসে। বুঝেন রাজশাহীতে ছাগুদের অবস্থা!
কবে যে রাজশাহী ছাগুমুক্ত হইবে! সেদিনের প্রতীক্ষায়।
ইউক্লিড
নতুন মন্তব্য করুন