স্টলের নাম্বারটা যেন কতো? বাহান্ন? নাকি তেপ্পান্ন?
যাহা বাহান্ন, তাহাই তেপ্পান্ন। ৫২-৫৩ নং স্টলে জাতীয় সাহিত্য প্রকাশে আগামীকাল থেকে পাওয়া যাবে উপমহাদেশের প্রখ্যাত মারকুটে গোয়েন্দা ঝাকানাকার প্রথম গল্প সংকলন "গোয়েন্দা ঝাকানাকা ও এক ডজন রহস্য"। প্রচুর টাকা সঙ্গে নিয়ে চলে আসুন বইমেলায়, নিজে কিনুন, পাশে দাঁড়িয়ে থাকা বিহ্বল তরুণীটিকেও কিনতে উদ্বুদ্ধ করুন। অদূরে ভ্যাবলা চোখে তাকিয়ে থাকা তরুণটিকেও ডাকতে ভুলবেন না।
বই হচ্ছে মনের ভিটামিন ও মিনারেলস। আর গোয়েন্দা ঝাকানাকা ও এক ডজন রহস্যে আলফাবেটের এ থেকে জেড পর্যন্ত সব মনের ভিটামিনই রয়েছে, সেইসাথে পর্যায় সারণীর সকল মিনারেল। আমার কথা শুনে বিশ্বাস করছেন না? আসুন দেখি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কী বলছেন ঝাকানাকা নিয়ে।
ঠিক রবি ঠাকুর নন, রবি ঠাকুরের ভূত। কিন্তু স্টল নাম্বারের মতো এটাও যাহা বাহান্ন, তাহাই তেপ্পান্ন।
যদি রবি ঠাকুরের কথায় আপনার মন না গলে, আসুন দেখি শার্লক হোমসের প্রণেতা স্যার আর্থার কোনান ডয়েল ঝাকানাকা পড়ে কী বলেছেন।
ঠিক জলজ্যান্ত কোনান ডয়েল নন, কোনান ডয়েলের অতৃপ্ত আত্মা (স্টল নাম্বার দ্রষ্টব্য)। ব্যাপার না।
অতএব, মনের দুবলা হাড়গোড়কে শক্তপোক্ত করতে চলে আসুন বইমেলায়, কিনুন "গোয়েন্দা ঝাকানাকা ও এক ডজন রহস্য"।
বইমেলায় যাবেনই যখন, স্টল নাম্বার ৩৩৯-৩৪০ দি রয়েল পাবলিশার্সে হানা দিয়ে "ছায়াগোলাপ" কয়েক কপি কিনতে ভুলবেন না। "ছায়াগোলাপ" নিয়েও কিছু বিজ্ঞাপন দিয়ে যাই।
কাজেই ভাইসব ও কলিজুবৃন্দ, কালই হানা দিন বইমেলায়। শুভ কাজে দেরি করবেন না। টাকাপয়সা নিয়ে দুশ্চিন্তা করবেন না, বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয় না। দরকার হলে ঘটিবাটি বিক্রি করে দিন।
মন্তব্য
এইসব বিদেহী আত্মাদের রিভিউ পড়ে ডর লেগে গেলো। দেখা গেলো খুশি খুশি মনে কিনতে গেলাম, আর এনাদের কারোর আমাকে পছন্দ হয়ে গেলো, শেষে ঘাড়ে চেপে বাড়ি না চলে আসেন।
ভালো মেয়ে
------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।
একে বলে বিজ্ঞাপন
বইমেলায় না গিয়ে স্বাক্ষরিত এই বইদের পাওয়ার কি উপায়?
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
প্রথমে দুপুরবেলা চলে যেতে হবে ছাদে। গনগনে সূর্যের দিকে তাকিয়ে বলতে হবে মার্তণ্ড মার্তণ্ড মার্তণ্ড মার্তণ্ড ... (বাকিটা বিরিঞ্চিবাবা থেকে কোট করে পরে বলছি)।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
শখের মেলায় নজু ভাই এর স্টল রাঙতা তে 'ছায়াগোলাপ' কিনতে গিয়ে 'গোয়েন্দা ঝাকানাকা ও জাদুঘরে চুরি রহস্য' কমিক কিনে নিয়ে আসছিলাম। এবার আর মিছ্ নাই। শিহরিত হওয়ার জন্য ছায়াগোলাপ কিনমু!!
ওইদিকে উদাস দাদা কান্নাকাটি শুরু করছে 'লাইনে আসুন' লাইনে আসুন' করতে করতে। সেইটাও কিনতে হবে। আবার অনুদাও....
এইবেলা ঘটিবাটিই বিক্রি করতে হইবো!!!! সচলরা অভিশাপ!!
সুবোধ অবোধ
অসাধারণ হিউমার, হিমুভাই!
.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল
এতসব ভূতের সুপারিশ দেখে মনে হচ্ছে এই বই পড়ার জন্য আমাকেও ভূত হতে হবে
কোন ভূত যে কার 'সাইনবুড' টানায় বোঝা বড় দায়!
শুভেচ্ছা
[মেঘলা মানুষ]
এক সহৃদয় সচলার মাধ্যমে ছায়াগোলাপ সংগ্রহ করা হয়েছে ইতিমধ্যে।
ঝাকানাকার বেপারে আবারও তেলপানিসহকারে তার মন গলানো যায় কিনা দেখি
'আয়নামতির মত মহান পাঠক আমার বই কেনায় আমি ধন্য, আমি গর্বিত!'
ইরাম একটা অটোগ্রাফ পাইলে জুশ হইত! উদাসভাইকেও একইভাবে ধন্য এবং গর্বিত করবার ইচ্ছা রাখি
শুভকামনা থাকলো হিমুভাইয়ের জন্য।
বেদম বদ এই কালীয়ার বই কেনার ইচ্ছা রাখি, তার আগে ভালোয় ভালোয় আমার 'ইভেন্ট ফটোগ্রাফি'র চার্জটা পাঠিয়ে দিলে প্রীত হই আর কি!
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
আমিষুলপনা যথার্থই আমিষসমৃদ্ধ হইয়াছে।![চলুক চলুক](http://www.sachalayatan.com/files/smileys/yes.gif)
ইশ, আগে জানতে কালকেই 'গোয়েন্দা ঝাকানাকা'র সাথে বোঝাপড়া হয়ে যাইত!
পকেট ছিল পরিপূর্ণ, মন ছিল 'বিজ্ঞাপন'-হীন ![ইয়ে, মানে... ইয়ে, মানে...](http://www.sachalayatan.com/files/smileys/17.gif)
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
ইয়ে, জ্যান্ত মানুষ এই বই পড়তে পারবে তো? সব তো দেখি ভূতেরাই পড়ছে!!
____________________________
বিজ্ঞাপন!!!!
----------------------------
কামরুজ্জামান পলাশ
'হালাল শিহরণ!'
****************************************
![](http://farm6.static.flickr.com/5201/5238901770_07cdea183b_m.jpg)
ভূতের সুপারিশের পর এখন ভুতের নাচ- এসব তো পুরা "হড়ড়" অবস্থা!
[মেঘলা মানুষ]
হারাম শিহরণ আছে নাকি ?
ইয়ে মানে হিমুভাই, বই কিনলে কি অটোগ্রাফ ফ্রি?
অনেক শুভকামনা রইল।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
এই মাহবুব আজাদের হাতের লেখা খুবই জঘন্য। অটোগ্রাফ নিয়ে বই নষ্ট কইরেন না।
কাল ছোটভাই বইমেলায় যাচ্ছে।
আসলে বই দুটো বাসায় থাকল, কোন একদিন সুদে লেখকের অটোগ্রাফ নিয়ে নিব।
অটোগ্রাফ হল বুদ্ধমূর্তি, লেখককে যে চিনি প্রমান লাগবেনা বুঝি।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
আরেকটা জিনিস: বই-টই লিখলে তো নামে একটা স্পেশাল ইফেক্ট দিতে হয় শুনেছি।
যেমন,
রেজা আরিফ --> রেজা য়ারিফ
আমিনুল ইসলাম --> য়ামিনুল ইসলাম
এরকমভাবে, আজাদ --> য়াযাদ
বানিয়ে সাহিত্যিক সমাজের তেঁতুল গাছের গোঁড়ায় কুঠারাঘাত হানার সুযোগ লেখক হেলায় হারিয়েছেন।
[মেঘলা মানুষ]
শুনেছি লেখকের আসল নাম মেহাব্বুব য়াযাদ্ব। ইশপিশালেফেক্ট দেওয়ার পর মাহবুব আজাদ হয়েছে।
এক গায়ককে দেখেছিলাম অ্যালবাম কাভারে নিজের নাম লিখেছে 'ঋআয'। তো সেই গায়ক নিজের নামের বানান নিয়ে ভাবতে ভাবতে গান শেখার বা গলা সাধার কোন সুযোগ পায়নি। শেষে নামটার সাথে গানটাও বিকট হয়েছিল।
নাম নিয়ে বা নামের বানান নিয়ে চিন্তার এভারেস্ট-কিলিমিনজারো নামিয়ে ফেলাদের লেখা আসলেই সাহিত্যের যাবতীয় বৃক্ষের মূলে কুঠারাঘাত হানছে।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
পারলাম না হিমু ভাই!
আপনার 'ম্যাগনাম ওপাস ও কয়েকটি গল্প', 'ছায়াগোলাপ' আর 'গোয়েন্দা ঝাকানাকা ও জাদুঘরে চুরি রহস্য' - এই তিনটারই অফিশিয়াল প্রথম কপি আমার কাছে আছে। আফসোস, কালকে বের হওয়াটার অফিশিয়াল প্রথম কপিটা আমার থাকলো না।
আমি কি এইরকম কেরিয়ার চেয়েছিলাম :'(
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন![কোলাকুলি কোলাকুলি](http://www.sachalayatan.com/files/smileys/kolakuli.jpg)
..................................................................
#Banshibir.
ঋআয!
তিন গোয়েন্দার মাসলম্যান 'মুসা য়ামানের' ভাষায় বলতে হয় 'ক্ষাঈছে'
শুভেচ্ছা![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
[মেঘল মানুষ]
'ছায়াগোলাপ'তো সেই কবেই কিনেছি । শখের মেলা রাংতা'র আকাশলীনা স্টল থেকে । ছায়াগোলাপ নিয়ে একটা লেখাও লিখেছিলাম সচলে দেবার জন্য । শেষ পর্যন্ত আর লেখা দেওয়া হয়নি ।
আর তারেক অণুর 'পৃথিবীর পথে পথে'ও কেনা হয়েছে। তবে 'গোয়েন্দা ঝাকানাকা ও এক ডজন রহস্য' আর 'লাইনে আসুন' এখনও কেনা হয়নি । আসলে এখন পর্যন্ত বইমেলায় যাবারই সুযোগ হয়নি ।
আমিষুলপনায় পুটুন্দা এখনো ফাস্টে আছে
। ডিসপেনসারিতে ঔষধের সাথে এখন একটা মা'ও পাওয়া যায় (হয়তো। দূর থেকে দেখা। কাছে গিয়ে দেখতে হবে একবার ঘটনাটা কী)।
কড়িকাঠুরে
অভিমন্যু .
________________________
সেই চক্রবুহ্যে আজও বন্দী হয়ে আছি
এই বইগুলার ইবুক কিন্তে পাওয়া যাওয়ার কোন সম্ভাবিলিটি আছে হিম্ভাই?
_______________
আমার নামের মধ্যে ১৩
বইমেলার বাইরে কোথায় পাওয়া যাবে? কাল আজিজ সুপার-এ গিয়ে পাইনি। রকমারি থেকে কিনতে চাইনা।
নতুন মন্তব্য করুন