নগরপাল নির্বাচন নিয়ে একখানা কিছুমিছু ছড়া। পুরোটাই নীড়পাতায় চলে আসে বলে শুরুতে একটু ভূমিকা জুড়ে দিলাম। এই ভূমিকার ভূমিকা নিতান্তই মাহীবিচৌধ্রির মতো, কোনো কাজের কাজে আসবে না, কিন্তু রাখতে হয় বলে রাখা।
কীসে কম পড়েছিলো, ঈমানে না আকিদার?
জামানত মারা গেলো বিপ্লবী সাকি'দার।
এই নিয়ে যদি কেউ কাটা ঘায়ে চুলকায়,
জেনে রেখো, কারচুপি হয়েছিলো স্থূলকায়।
আধখানা ঢাকা ছিলো সাকি'দার লক্ষ্য
লুঙ্গি পুরোটা খুলে নিলো প্রতিপক্ষ।
রাজনীতি নিয়ে এতো কড়া জ্ঞানী মাথা যার
কোটি কোটি থেকে মোটে ভোট পেলো সাত হাজার।
ভোটাভুটি খেলা জেনো মোটামুটি দূষণের
সাকি ভাই তাই দিন গোণে রেভোলুশনের।
মন্তব্য
"ভোটাভুটি খেলা জেনো মোটামুটি দূষণের
সাকি ভাই তাই দিন গোণে রেভোলুশনের।"
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
বিন্দুমাত্র লজ্জা থাকলে হয়ত এই নির্বাচন নিয়ে কথা বলতেন না। এতোটা অন্ধ সমর্থন নিজের সাথেই প্রতারণা মাত্র।
সাকি'দার চামচাদের মতো লাজুক হতে আর পারলাম কই?
ফেইসবুক থেকে:
এই নির্বাচনে মাহী বি চৌধুরীর প্রাপ্তি-
হা হা হা
রাসিক রেজা নাহিয়েন
_________________
[খোমাখাতা]
এ নির্বাচন আওয়ামী লীগের রাজনীতির ইতিহাসেই একটা কলঙ্ক হয়ে গেল। স্বাভাবিকভাবে করলেই যেখানে তিনটার দুইটাই নিশ্চিত পেতে পারতো সেখানে এর কোনো মানে নাই। এটা লীগের রাজনীতির বিপরীতেই যায়।
স্বয়ম
না চুরি না হইলে জিততে পারত না মনে হয়। বিম্পি বর্জন কইরাই অনেক ভোট পাইসে। আগের বার জিতার পরেও কোন লাভ করতে পারেনাই, তাই এইবার ভিন্ন রাস্তা। আওয়ামী গবেট ক্ষমতা লোভী ভাঁড় গুলাও তাতে পাও দিসে।
-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে
আধখানা ঢাকা ছিলো সাকি'দার লক্ষ্য
লুঙ্গি পুরোটা খুলে নিলো প্রতিপক্ষ।
হাহাহাহা। বেচারাকে একটু এই দুঃখ হজম করতে দিন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
দেবদ্যুতি
এদের বাইরে আমাদের বলিয়াদির জমিদার-নন্দন কিন্তু পাইছে ৯শ ভোট। ভোটাররা সবাই এককালীন প্রজা মনে হয়। কিন্তু জনৈক শেখ দেখলাম ১৮ হাজার ভোট পাইছে। এই শেখটা কে?
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
ইসলামী আন্দোলনের নেতা - চরমোনাইয়ের অনুগত।
ধন্যবাদ। সংঘ ছাড়া এত ভোট পাওয়া তো কঠিন। তাই ভাবছিলাম।
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”
অলীক জানালা _________
জামানত ফিরে পাওয়ার আশাখানা হল ছাই,
নয়ছয়-বিপ্লব ভাগাড়েতে পেল ঠাই
------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।
'ফেসবুক মেয়র' আর "টক শো মেয়র"
...........................
Every Picture Tells a Story
পাতলুনদাও উনাকে ভার্চুয়াল মেয়র হিসেবে ঘোষনা করেছে।
সাধু, সাধু!
নতুন মন্তব্য করুন