একদিন থাকবে না মন্দির
থাকবে না প্যাগোডা বা গির্জা,
ঘোষ-বোস বড়ুয়ারা পালাবে
রয়ে যাবে খান-হক-মির্জা।
প্যাঁদানোর মতো আর রবে না
এই দেশে একখানা বেদ্বীনও,
কিন্তু যে বাঁশ ঝাড়ে বেড়েছে
সেটা রয়ে যাবে ভায়া সেদিনও।
পড়শীর ঘরে লাগা আগুনে
ওম নিয়ে আলুপোড়া চাবালে
নিজ ঘরও দাহ্য, সে কথাটা
বেমালুম ভুলে যায় আবালে।
দেশ থেকে "মালাউন" ভাগিয়ে
এই কথা মনে রেখে ঘুমিও,
শতভাগ মমিনের সে দেশে
মডারেট, মার খাবে তুমিও।
মন্তব্য
শতভাগের দেশে তখন মার খাবে তুমিও...
সেইদিন খুব বেশি দূরে নয়
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
দুই-তিনবার পড়লাম। প্রতিবারই শেষ লাইনের দ্বিতীয় শব্দটি ভুলে আকার সহকারে পড়লাম। ভুলে পড়লেও আকার সহকারেই যুতসই মনে হল।
------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।
আমি মালু,মেনে নিলাম কবিতা প্রকাশের আগে।।
এখনি খাইতেছে । কয়দিন পর আরো কয়েকতা রেস্তোরায়, ছিঃনেমার হোটেলে মুমিন ভাইয়ারা রেইড দিলে তখন ঠ্যালা টের পাবে । মডারেটদের একটা অংশ পকেটের ভাঁজ করা টুপি মাথায় দিব । বাকিরা কি করবে তাই নিয়া চিন্তা করি ।
মামুনুর রশীদ [ ভবঘুরে শুয়োপোকা ]
========================
mamun babu ২০০১ at gmail.com
হাজার মানুষের ভিড়ে আমি মানুষেরেই খুজে ফিরি
মডারেট এখনি ছুটকা ছাটকা মার/মারা খায়। সেটা সে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক মেনে নেয়। এই মার/মারা খাওয়ার রেট বাড়ছে, মডারেটের জীবনের আরও নতুন নতুন সেক্টর এতে যোগ হচ্ছে। সুবিধাবাদী মডারেটের দলের বড় অংশ ভাবে অবস্থা বেগতিক দেখলে সেও নারা' দিয়ে মুমিনদের দলে ঢুকে পড়বে। কিন্তু বলদের দল বোঝে না এতে সে বাঁচতে পারবে না।
---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।
আমরা বাবা কারো সাতেও নাই পাঁচেও নাই, দেখি না কি হয়!
মোক্ষম!
------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”
অলীক জানালা _________
...............................................................
“আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস”
আয়া পর্সি, বহু দিন পর আইলাম
আপ্নারে জাঝা
-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে
নতুন মন্তব্য করুন