আঁকটোবর ২০২১

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: শনি, ০২/১০/২০২১ - ১০:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আঁকটোবর কী কেন কীভাবে, তা নিয়ে গত বছর কিছুমিছু লিখেছিলাম। আঁকতেও শুরু করেছিলাম।

কিন্তু প্রতিদিন একটা করে ছবি আঁকা বেএএএএশ কষ্টকর কাজ। দু'চার দিন পরই খ্যামা দিতে ইচ্ছা করে। এ বছর তাই আয়োজনটা দৈনিক থেকে সাপ্তাহিকে নিয়ে যেতে হচ্ছে। মোটের ওপর করণীয় খুবই সহজ। একটা বিষয় বেছে কেউ একজন আঁকতে শুরু করবেন। হপ্তা পাল্টালে বিষয়নির্বাচকও পাল্টে যাবে, অন্য কেউ বাছবেন আর বাকিরা আঁকবেন। সে আঁকা হতে পারে কাগজে, বনাতে, দেয়ালে, চামড়ায়, বৈদ্যুতিন দাগপাটে...। হতে পারে কালি, কয়লা, জলরং, তেলরং, মোমরং, খড়ি, পোড়ামাটি, উদ্ভিজ্জ রং, বৈদ্যুতিন দাগুনি দিয়ে। আঁকুন একটা বা অনেকগুলো ছবি।

আঁকা শেষ হলে পোস্ট করে দিন সচলে, আঁকটোবর শিরোনামে।

প্রথম হপ্তার বিষয় বাছার সুযোগটা আমিই নিচ্ছি: তিমি।

৩.

ভবঘুরে চুনতিমি

২.

মোমতিমির হাঁ

১.

তিমির লেজ


মন্তব্য

মুস্তাফিজ এর ছবি

আমি আঁকতে জানিনা। প্রথম ছবিটা ভালো লেগেছে। দ্বিতীয়টাও সুন্দর, তবে মনে হলো আরেকটু ওয়াইড হলে ভালো লাগতো।

...........................
Every Picture Tells a Story

হিমু এর ছবি

প্রস্থানুপাত (aspect ratio) বাড়িয়ে কয়েকটা আঁকবো তাহলে।

মরিয়ম ইসলাম ইতি এর ছবি

Inktober এর অনুকরণ বলা যায় একে?

হিমু এর ছবি

নিশ্চয়ই। এ লেখার প্রথম বাক্যেই দেখবেন একটা অধিসূত্র (hyperlink) আছে, সেখানে আরেকটু বিশদে ইঙ্কটোবরের কথা বলা আছে।

আলতাইর এর ছবি

শুধু হিসাবই করতে পারি। আঁকতে আর পারলাম কই? ওঁয়া ওঁয়া

অফ টপিক এলার্টঃ

আগুনি কই কত্তামশায়? সেই মার্চ থেকে বসে আছি হারিকেন হাতে নিয়া!

হিমু এর ছবি

আমি তো জানতাম আপনি এপ্রিলেই পড়ে শেষ করেছেন। নাকি?

সাবিহ ওমর এর ছবি

দুই নাম্বারটা এলিয়েন কুইনের মত হইছে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।