প্রথম সপ্তাহের ছবির বিষয়ের প্রস্তাব (প্রিয় কোনো বইয়ের চরিত্র বা দৃশ্য) এসেছে যে বাঘা শিল্পীর কাছ থেকে, তিনি এখন হপ্তা-পুরোনো কনিষ্ঠ ভাইকে নিয়ে ব্যস্ত। আশা করি শিগগীরই আঁকটোবরে তার ছবির দেখা পাবো। সজীব ওসমান সে প্রস্তাবের ওপর যোগ করেছেন আরেক প্রস্তাব, আঁকা ছবিটা যেন একই সাথে একটা ধাঁধাও হয়। দুটি প্রস্তাবই মেনে নিয়ে কাঁচা হাতে একটা ছবি আঁকলাম।
আপনিও যোগ দিন আমাদের সাথে।
সংযোজন: আঁকটোবরের একটা অক্ষবাক্য (motto) থাকা দরকার। আমার প্রস্তাব, ভাবগাম্ভীর্যের জন্য লাতিন ছাঁচে দেশি বাংলায় বলা যেতে পারে,
মন্তব্য
চরিত্রাঙ্কন দারুণ - কিন্তু এখনো ধরতে পারিনাই ! ঘুম হবেনা মনে হয় আজ!
Aecca phadaelum! - হাহহাআহ, যথার্থ।
তাহলে কি আরেকটা ছবি এঁকে সূত্র যোগাবো?
অবশ্যই - তাতে আমরা আরেকটা ছবিতো পাব মানুষের আঁকা!
কলের ছবি বনাম বেক্কলের ছবি --- ধুন্ধুমার লড়াই!
কল আর বেক-কল! -কে জানতো এভাবেও ভাবা যায়! হাহহাহ -
এরিক মারিয়া রেমার্কের কোনও চরিত্র?
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
পশ্চিমে কি সব ঠান্ডাই?
আমার কাছে একবার মনে হইতেছিল ইন্টারন্যাশনাল আলিবাবা আরেকবার সেভিং প্রাইভেট রায়ান। কিন্তু বগলে চটিজুতা দেখে সব গুলিয়ে গেল।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
চটি নয়, ও দুটো রুটি।
নতুন মন্তব্য করুন