আঁকটোবর, দ্বিতীয় সপ্তাহ

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: শনি, ১৫/১০/২০২২ - ২:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

আঁকটোবর দ্বিতীয় সপ্তাহে সজীব ওসমান প্রস্তাব করেছেন, এমন কোনো জায়গার ছবি আঁকতে, যেখানে আঁকিয়ে নিজে গিয়েছেন। এ প্রস্তাব মেনে নিচের ছবিখান আঁকলাম।

আমি গরুর ছবি আঁকলে সেটার আশেপাশে 'গরু' লিখে দিতে হয়। কাজেই এই ছবির ওপরেও জানিয়ে যাই, এটা এক তেজোসৃপের ভাস্কর্যের ছবি। ভাস্কর্যের বয়স চারশ বছরের বেশি, পাঁচশর কম। শহরটার নাম, প্রস্তাবে যেমন বলা, একটা ধাঁধা।

দ্রষ্টব্য: দেশে কিছু আইএসপি থেকে ইমেজারে (imgur ডট কম) টাঙানো ছবি বিচিত্র কোনো কারণে দেখা যায় না। যদি ওপরের ছবিটা দেখা না যায়, ধরে নিতে পারেন আপনার আইএসপিও সে গোত্রভুক্ত।


মন্তব্য

সাক্ষী সত্যানন্দ এর ছবি

যুগল মিনারের দেশে? চিন্তিত

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

হিমু এর ছবি

না বোধহয়।

স্যাম এর ছবি

দারুণ!
ভিয়েনার দেশের শহরেরটা? - কিন্তু নাম মনে নাই!

হিমু এর ছবি

চলুক

স্যাম এর ছবি

এটা প্রথম দেখার সুত্রও আপনি - প্রায় ৬/৭ বছর আগে!

অনিন্দ্য রহমান এর ছবি

ছিপকালির লাহান লাগে তয় পাংখা ভি আছে, মেজাজ-উজাজ বিলা ভি আছে


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

সজীব ওসমান এর ছবি

আপনার তেজসৃপের ধারণা এইখান থেকে অনুপ্রেরণাপ্রাপ্ত?

হিমু এর ছবি

নাহ।

সজীব ওসমান এর ছবি

পরের বিষয় কে দেবে?

হিমু এর ছবি

আপনিই পরের বিষয় দিয়ে তৃতীয় সপ্তাহ শুরু করুন?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।