পরাজিত শক্তির উত্তরসূরীকে কিন্তু বেড়ে উঠতে হয় বিজয়ীর সাজানো বাগানে। আর এখানেই দ্বন্দ্বের সূত্রপাত।
ফুলের বাগানে তাকে বর্ধিত করা হয় পতঙ্গ হিসেবে, আলাদা আধারে, যাতে একদিন সে নিজের পতঙ্গত্বকে ভালোবেসেই ফুলের সাথে খাদ্যখাদক সম্পর্ককেই নিত্য ধরে নিতে পারে। এর উদাহরণ সর্বত্রই। বিজয়ী শক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ অনুগ্রহেই গোকূলে হন্তার পরম্পরা বয়ে চলে।
পরাজিত শক্তর উত্তরসূরী তার সময় ও সম্পদ ব্যয় করে অতীতের ছিন্ন শিরস্ত্রাণ মেরামতে। বিজয়ী শক্তির উত্তরসূরীর কাছে তাকে প্রমাণ করতে হয় নিজের পূর্বপুরুষের গ্রহণযোগ্যতা। প্রায়শই এ এক দুঃসাধ্য কার্য। সাধারণত যে তিনটি মিমের সমন্বয় এই পরাজিত শক্তির বিকল্প ইতিহাসনির্মাতারা ব্যবহার করে, সেগুলো হলোঃ
১. অস্বীকার মিমঃ আমার পূর্বপুরুষ সম্পর্কে যা বলা হয় তা তিনি করেননি।
২. অনিচ্ছা মিমঃ আমার পূর্বপুরুষ যা করেছেন স্বেচ্ছায় করেননি, তাঁকে বাধ্য করা হয়েছিলো।
৩. আদর্শিক মিমঃ আমার পূর্বপুরুষ যা করেছেন, তা জাতির বৃহত্তর মঙ্গলের জন্য করেছেন।
এই তিনটি মিমের স্বপক্ষেই খুঁজে বের করতে হয় যুক্তি, আড়াল করতে হয় ঘটনা, আবিষ্কার করতে হয় নতুন ঘটনা, ইতিহাসের চরিত্রের মুখে আলগোছে গুঁজে দিতে হয় পরাজিতের শব্দকে, ইতিহাসের চরিত্রের মুখ থেকে আলগোছে মুছে দিতে হয় তার নিজের শব্দকে। পরাজিত শক্তির উত্তরসূরী তখন হয়ে উঠতে থাকে এক ভিন্ন, বিকল্প, সমান্তরাল ইতিহাসের দ্রষ্টা ও স্রষ্টা, যে ইতিহাস নতুন আলকাতরা মাখানো নৌকার মতো থাকে জলে ভাসার অপেক্ষায়, বহমান নৌকা ও নদীর সাথে যুঝবে বলে।
মন্তব্য
একবার আনন্দবাজার পত্রিকায় মীরজাফরের নাতির নাতির ... নাতির সাক্ষাৎকার দেখেছিলাম। মনে হয় মুর্শিদাবাদের কোন স্কুলের শিক্ষক এখন। তার দাবী ছিল, ইতিহাসে জোর করে মীরজাফরকে দায়ী করা হয়, তাকে যতটা খারাপ দেখানো হয় ততটা খারাপ সে ছিল না (মিম ১, এবং কিছুটা ২)।
আস্তমেয়ে যেমন ৩ নিয়ে সাফাই গাইত।
ইন্টারেস্টিং টপিক ।
পড়ছি আগ্রহ নিয়ে । হিমুর তো আবার মাঝপথে ষ্টিয়ারিং ছেড়ে দেবার বদভ্যাস । এই সিরিজটা যেনো শেষ হয় ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
উৎসের মন্তব্যের সাথে সহমত। আস্তমেয়ের ব্যক্তিগত ব্লগে সে স্পষ্টাক্ষরে ৩ নাম্বারের পক্ষে সাফাই গেয়েছে।
__________
কি মাঝি? ডরাইলা?
নতুন মন্তব্য করুন