স্মৃতি দুর্বল। হুবহু মনে নাই। বন্কিম চনদ্রকে নিয়ে সম্ভবত: একটা গল্প আছে। মানে সত্য কাহিনী। তবে বন্কিম চন্দ্রই কিনা তাতে আমার এখন সন্দেহ দেখা দিচ্ছে। যাক আমার যাচাই করার সুযোগ নেই। আপনি করে নেবেন।
ধরা যাক কোলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজে বাংলার অধ্যাপক নেয়া হবে। সেখানে ইংরেজ সাহেব ইন্টারভিউ নিচ্ছেন। তো সাহেব বন্কিমকে জিজ্ঞেস করলেন,
"আছা বলেনটো আপড আর বিপডের মধ্যে পারথক্ক কী?"
বন্কিম বললেন,
"ইন্টারভ্যু-তে আসবার পথে নৌকা বাতাসে প্রায় ডুবতে বসেছিল। সে হলো বিপদ। আর বাঙালি হয়ে ইংরেজের কাছে বাংলা বিষয়ে ইন্টারভ্যু দিতে হচ্ছে, একে বলে আপদ।"
হিমু নিশ্চয়ই আপদেই আছে।
----------------------------------------------- সচল থাকুন ---- সচল রাখুন
----------------------------------------------- মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
মন্তব্য
আপদ-বিপদ দূরে যাক।
কিন্তু ঘটনাটা কি?
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
হিমু ভাইয়ের কিছু হলে, আগুন জলবে ঘরে ঘরে। সরি, ব্লগে ব্লগে।
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
ড়্যাবে ধরচে?
না, ছাগলে কামড়াইচে?
সমস্যা হইলে আওয়াজ দিয়েন।
আমরা এটিম আছি ।
আবার লিখবো হয়তো কোন দিন
স্মৃতি দুর্বল। হুবহু মনে নাই। বন্কিম চনদ্রকে নিয়ে সম্ভবত: একটা গল্প আছে। মানে সত্য কাহিনী। তবে বন্কিম চন্দ্রই কিনা তাতে আমার এখন সন্দেহ দেখা দিচ্ছে। যাক আমার যাচাই করার সুযোগ নেই। আপনি করে নেবেন।
ধরা যাক কোলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজে বাংলার অধ্যাপক নেয়া হবে। সেখানে ইংরেজ সাহেব ইন্টারভিউ নিচ্ছেন। তো সাহেব বন্কিমকে জিজ্ঞেস করলেন,
"আছা বলেনটো আপড আর বিপডের মধ্যে পারথক্ক কী?"
বন্কিম বললেন,
"ইন্টারভ্যু-তে আসবার পথে নৌকা বাতাসে প্রায় ডুবতে বসেছিল। সে হলো বিপদ। আর বাঙালি হয়ে ইংরেজের কাছে বাংলা বিষয়ে ইন্টারভ্যু দিতে হচ্ছে, একে বলে আপদ।"
হিমু নিশ্চয়ই আপদেই আছে।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
হাহ হা, বিগ সি র গল্প মজা পাইছি।
হিমু ভাই, ব্যাপারখানা কী, পোস্ট দিয়ে সটান দিলেন যে!
আবার লিখবো হয়তো কোন দিন
কথা সত্য!!
আমার এখন ঘোরতর বিপদের দিন!! পাসপোর্ট হারিয়ে ফেলেছি!!
কি মাঝি? ডরাইলা?
নতুন মন্তব্য করুন