গাবখোর কাক

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: মঙ্গল, ২১/০৮/২০০৭ - ১২:২৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এক কাক গাব খেতে ভালোবাসে।

একবার গাবের আঠায় তার ঠোঁট গেলো আটকে।

নিরূপায় কাক ছটফট করতে করতে কোন কিসু করতে না পেরে বসকে বললো, "ঈশ্বর, এইবারের মতো উদ্ধার করো।"

বস বললেন, "কুন!"

কাকের ঠোঁট মুক্ত হয়ে গেলো।

ও মা, মুক্ত হয়ে ব্যাটা শুরু করলো নাচ। সে কী উদ্বাহু নৃত্য। সাথে গান,


গাব না খাইলে খামু কী?
গাবের তুল্য আছে কী?


মন্তব্য

সুজন চৌধুরী এর ছবি

হুম!জটিল।
কাকেশ্বরের শিক্ষা হওয়া উচিৎ।
___________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

সাধক শঙ্কু এর ছবি


গড়ি দালানকোঠা ফেলে দিয়ে শ্মশাণে বৈঠকখানা

হাসান মোরশেদ এর ছবি

হাসি
-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ঝরাপাতা এর ছবি

চিন্তাভাবনা ক্যাটাগরির পোস্ট। আসল মিনিং ধরতে পারতাছি না অ্যান্টেনা ছোট বইলা। মাজেজাটা একটু ক্লিয়ার কইরেন যদি ইচ্ছা হয়।

নিজে যেইটা বুঝলাম- ইতিহাস থেইকা জলপাই মামুরা শিক্ষা নেয় না।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।