চৌধুরীদের জন্য বাজে খবর

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: বুধ, ২৯/০৮/২০০৭ - ৭:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

এইমাত্র টিভির সংবাদে যা বলা হয়েছে, তা চৌধুরীদের জন্য দুঃসংবাদ।

গুলিস্তান এলাকার ত্রাস, চান্দাচাম্পু যুবরাজের আশীর্বাদধন্য কমিশনার চৌধুরী আলমের কত বছরের যেন সাজা হয়েছে। খবরের এ অংশটুকু শুধু চৌধুরী আলমের জন্যই দুঃসংবাদ, বাকি চৌধুরীদের তেমন কিছু যায় আসে না। কিন্তু আরো জানা গেছে, চৌধুরী আলমের চৌধুরীটি পিতৃকূলবাহিত নয়, নয় মাতৃকূলবাহিতও। এটি আলমের স্বারোপিত। চাঁদাবাজি করে টাকার পাহাড় গড়ে তোলার পর সে এক পর্যায়ে নিজের নামের গোড়ায় চৌধুরী রোপণ করে।

এ তথ্য জানাজানি হয়ে যাবার পর চৌধুরীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্ট হয়। আমার পরিচিত বেশ কয়েকজন চৌধুরী এ ধরনের স্পর্শকাতর তথ্য ফাঁসের জন্য সাংবাদিকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কিভাবে বলি, বলা যেতে পারে পুরো নাম প্রকাশে অনিচ্ছুক একজন চৌধুরী জানিয়েছেন, এ ধরনের আজেবাজে প্রোপাগান্ডা চালিয়ে কোন একটি অপশক্তি চৌধুরীদের সুনাম হরণের অপচেষ্টা অপচালিয়ে অপযাচ্ছে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, এই দিন দিন না, আরো দিন আছে। আজ হোক কাল হোক দশবছর পরে হোক, তিনি গোটা তিনেক সাংবাদিক রগড়াবেন, সে হাতেই হোক কি লাঠেই হোক।

আরেকজন চৌধুরী বলেছেন, সব চৌধুরীই চৌধুরী আলম নন। এক চৌধুরী কারাগারে, লক্ষ চৌধুরী ঘরে ঘরে। এই লক্ষাধিক চৌধুরীকে ক্ষেপিয়ে তুলে মিডিয়া কী প্রমাণ করতে চায়? তারা কি দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়? তারা কি কোন চৌধুরীবিদ্বেষী বহিশক্তির স্বার্থে এহেন অপকর্মে লিপ্ত? এর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

অপরদিকে চৌধুরী নামের এমন মহিমা প্রকাশ হওয়া উল্লাস প্রকাশ করেছেন জনৈক অচৌধুরী। তিনি বলেছেন, এইসব চৌধুরীদের মুখোশ এক এক করে খুলে দিতে হবে। চৌধুরীমুক্ত বাংলাদেশ চাই। চৌধুরী একটা পাঞ্জাবী পদবী, বাংলার মাটিতে এর স্থান নাই। চৌধুরিয়ানা নিপাত যাক।

আমি কিঞ্চিৎ বিচলিত। এমনিতেই দেশের পরিস্থিতি গরম, কী থেকে কী হয়ে যাচ্ছে, এখন আবার চৌধুরীদের নিয়ে ভ্যাজাল।

ব্লগের চৌধুরীরা কী বলেন?


মন্তব্য

অছ্যুৎ বলাই এর ছবি

ওরে খাইছে রে!
ব্লগের চৌধুরীগণ এই মর্মে লিফলেট প্রকাশ করুন যে, উক্ত ধরা খাওয়া নকল চৌধুরী বেসিক্যালি ময়ূরপুচ্ছধারী। উহার কিংবা উহার বিগত কিংবা আগত ১৪ পুরুষের সহিত আপনাদিগের কোনোই বংশপরম্পরাজাতীয় সম্পর্ক কোনোকালেই বিদ্যমান ছিলো না এবং দূর ভবিষ্যতেও বিদ্যমান রহিবে না।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ধুসর গোধূলি এর ছবি

- ব্লগের স্বনামি বেনামি চৌধুরীরাও সম্মিলিত হইতাছে এহেন চৌধুরী বিরোধী কার্যকলাপের নাকভাঙা জবাব দেওয়ার লাইগা- এইটা গোপন সূত্রে প্রকাশ। কাউরে জিগাইয়া লাভ নাই।
_________________________________
<সযতনে বেখেয়াল>

সুমন চৌধুরী এর ছবি

খাইছে!
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

হাসিব এর ছবি
দৃশা এর ছবি

এই ব্লগের লিস্টেড চৌধুরিগণঃ
১।অছুৎ চৌধুরি বলাই
২।ধুসর চৌধুরি
৩।সুমন চৌধুরি
পরবর্তী আপডেট উত্তোত্তর কমেন্ট বাড়ার সাথে বাড়বে।

দৃশা

অছ্যুৎ বলাই এর ছবি

দৃশা চৌধুরী

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ইফতেখার চৌধুরী এর ছবি

প্রেস ব্রিফিং-

গতকল্য বিকেল ৪.১৫ ঘটিকায় তোপখানা রোডে এক প্রেসে ব্রিফিং এ 'চৌধুরী'সমিতির সভাপতি মতাহির চৌধুরী সব অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রীর দক্ষতায় উড়িয়ে দেন। কতিপয় হলুদ সংবাদ মাধ্যমে প্রকাশিত 'চৌধুরী'র সাজা হয়েছে' খবরটির প্রতি দৃষ্টি আকর্ষন করে তিনি বলেন, 'কতিপয় হীন এবং অশুভ শক্তির প্ররোচনায় চৌধুরীদের হেয় প্রতিপন্ন করবার জন্য এই চেষ্টা। চক্রান্তমূলক ভাবে নিজ দলীয় লোকের ন্যাজে চৌধুরী লাগিয়ে চৌধুরী'দের হেয় করবার একটি ঘৃণ্য প্রচেষ্টা। কিন্তু তাই বলে চৌধুরী'রা মুখে কুলুপ এঁটে বসে থাকবে না,প্রয়োজনে রাস্তায় নামা হবে। এটি সেনাসমর্থিত চৌধুরী বিরোধী সরকারের আরেকটি ড়্যাংগস ভবন টাইপ চাল বলে তিনি তীব্র ভাষায় এর সমালোচনা করেন। বন্যাক্রান্ত এবং মূল্যস্ফীতিতে নাজুক পরিস্থিতিতে, চৌধুরী'দের কাঁধে কাঁধ মিলিয়ে দেশ-দশের প্রয়োজনে যখন এগিয়ে আসা দরকার; তখন এধরণের মঈনুলীয় কায়দায় চৌধুরী বিরোধী প্রচারণার তিনি তুমুল সমালোচনা করেন। পরিশেষে তিনি সকল সুস্থধারার ব্লগারদের অনুরোধ করেন
হলদে ব্লগিং জাতীয় হিমু টাইপ কুৎসা রটনাকারীদের কথায় কান না দিতে।''

হিমু এর ছবি

চৌধুরী অর্জনের চেয়ে চৌধুরী রক্ষা করা কঠিনতর।


হাঁটুপানির জলদস্যু

আরিফ জেবতিক এর ছবি

যাক,জেবতিক বংশীয়দের ব্যাপারে আমাদের সরকার কোন পদক্ষেপ নেয় নি।:)

ধুসর গোধূলি এর ছবি

- জেবতিক বংশীয়দের বেপারে নেয় নাই কারণ তারা অলরেডি নাকি বেগতিক অবস্থায় আছে।
_________________________________
<সযতনে বেখেয়াল>

ধুসর গোধূলি এর ছবি

- তাগোর ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হৈতাছে... ঘটনা জটিল।
সৈয়দ বংশের পোলারা নাকি বড়ই কুটিল, বিশ্বস্ত সূত্রে প্রকাশ! রিক্সা চালাইলে ঘটনা খারাপ মাগার চুরি করলে ব্যাপার না। বিশ্বাস না হৈলে কাদের রে জিগান।
_________________________________
<সযতনে বেখেয়াল>

কেমিকেল আলী এর ছবি

সৈয়দ আর চোর-ধরি তো গেল।
শেখ আর পাঠানগো কি অবস্থা?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ওরে খাইছে!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আপন এর ছবি

চ অক্ষরটাতেই যতো সমস্যা! চোখ টিপি

নীলের সঙ্গে পথ চলা,ভুল পথে
অথবা তারপরও ভালো আছি ...

দ্রোহী এর ছবি

হুম

ধর্মপাল যদি পাল বংশের ছেলে হয়, তবে ইকবাল কোন বংশের ছেলে?


কি মাঝি? ডরাইলা?

সুমন চৌধুরী এর ছবি

আমাদের ক্লাসের ইকবাল ই রে এ বলতো....
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

দ্রোহী এর ছবি

একবাল? হাসি

আমাদের ইকবাল ছিলো "চুল" বংশের ছেলে!


কি মাঝি? ডরাইলা?

অমিত আহমেদ এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।