রয়েসয়ের একটা পোস্টে খালেদা জিয়ার হালকা একটা ফোটোব্যাংক তৈরি করলাম। উদ্দেশ্য, পরবর্তীতে পোস্ট দিলে সেখান থেকে ছবি নিয়ে ব্যবহার করা। ছবিগুলি ইন্টারনেট থেকে সংগৃহীত, পরে সাদাকালো করা।
আমরা চাইলে এমন আরো ফোটোব্যাংক তৈরি করতে পারি। কপিরাইট মুক্ত ফোটোব্যাংক পেলে আরো ভালো হয়। সাংবাদিক বন্ধুরা এ ব্যাপারে উদ্যোগ নিতে পারেন।
ধন্যবাদ।
মন্তব্য
আপত্তিকর!
কথা নাই বার্তা নাই খালেদা জিয়া ফোটোব্যাংকের মানে কি?
সামহয়ারের পাবলিক লাফাবে!
লেখালেখি কে করবে? (N)
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
ভাল কাজ আমি caricature করার জন্য ছবি খুজছিলাম।
ধন্যবাদ
______________________
সর্বাঙ্গ কন্টকিত-বিধায় চলন বিচিত্র
_________________________
সর্বাঙ্গ কন্টকিত-বিধায় চলন বিচিত্র
সুন্দরী নারীর ছবি। পাবলিক লাফাতেই পারে।
হাঁটুপানির জলদস্যু
বাপুহে যাই করো, ঢেকে ঢুকে
গলা ফাটিয়ে বলে বেড়াচ্ছি এখানে লোকে লিখবে,
আর কালাচন্দ্র হিমুর কোন পোস্ট নাই!
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
সজারুদা, ক্যারিকেচার জলদি নামান। ব্লগে কার্টুন দরকার।
হাঁটুপানির জলদস্যু
হিমু তোমার ঘটনা কি? লেখা বেরোচ্ছে না কেন?
ব্লগে কার্টুন দরকার,কথা সত্য।
আর হিমুর ফাকিবাজি বন্ধ হওয়া দরকার,এটা আরো বড় সত্য।
-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...
লিখলাম তো। বদরুলের ডিএনএ। শরীর ভালো হলে আরো লিখবো।
হাঁটুপানির জলদস্যু
আমাগো পুষা ছাগল এরচে' বালো উপন্যাস ল্যাখে! X(
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
ফিকশনটা আসলে ভালো হয়েছে। টপিকটা familiar না এজন্য সমস্যা।
ঠ্যাং ভাইঙ্গা হাতে ধরায় দিমু। মাইর চিনো মাইর?
হাঁটুপানির জলদস্যু
দেখছি।ধন্যবাদ।
পড়মু কাইল সকালে,এখন টেবিল থাইকা না উঠলে আমার খবর আছে।
-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...
আমি আপত্তিকর বলব না। কারণ, কোন আজেবাজে ছবি নেই। আমার প্রশ্ন হিমুর কাছে, খালেদা জিয়া কবে থেকে বালিকা হলো? ফালু গেল তো, হিমু এলো, আর আমরা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম। ঘটনা কি হিমু?
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
আমি আপত্তিকর বলব না। কারণ, কোন আজেবাজে ছবি নেই। আমার প্রশ্ন হিমুর কাছে, খালেদা জিয়া কবে থেকে বালিকা হলো? ফালু গেল তো, হিমু এলো, আর আমরা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম। ঘটনা কি হিমু?
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আস্তাগফিরুল্লাহ! এ সব আপনারা কী বুইলছেন? ছি ছি ছি। লজ্জায় আমার ... ইশশ, যাহ দুষ্টু!
হাঁটুপানির জলদস্যু
ইশশ, যাহ দুষ্টু!... আগে বাড় ভাই ):) শি ইজ বিউটি ):) শি ইজ কিউট ):) ):)
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
সাদা-কালো করার মধ্য দিয়া হিমু জানি কি একটা বুঝাইতে চাইছে। গোলাপি রং না থাকলে প্রাক্তন প্রধানমন্ত্রীরে অন্যরকম লাগে এরকম কিছু কিনা কে জানে?
কথাটা এইখানে জটিল-কিরকম লাগে------
-----------------------------------------------
গাধারে সাবান দিয়া গোসল দেয়ানোটা গাধাপ্রীতির উজ্জ্বল নমুনা হতে পারে; তবে ফলাফল পূর্বেই অনুমান করা সম্ভব, গাধার চামড়ার ক্ষতি আর সাবানের অপচয়।
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
ছাগলের ফটোব্যাংক বানাতে কতদিন লাগতে পারে?
__________
কি মাঝি? ডরাইলা?
নতুন মন্তব্য করুন