খিচুড়িঃ বাংলার খাদ্যদূত

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: শুক্র, ০৭/০৯/২০০৭ - ৫:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

কোথায় কোন দূর ক্ষেতে ধান গজাচ্ছে, আর কোথায় আরো দূরে গজাচ্ছে ডাল। সেই চাল ডাল নানা হাত ঘুরে একই ডেগচিতে ঘুরপাক খেয়ে, হালকা ঘিয়ের প্রসাধন ভালোকরে মেখে, গরম মশলা এখানে ওখানে গুঁজে খিচুড়ি হয়ে পাতে নেমে পড়ছে। সাথে চাক চাক মাংসের ডেলা। গরমাগরম খেতে পারলে অমৃত।

এ কাহিনী শুধু খিচুড়ির নয়, এ কাহিনী বাংলাদেশেরও বটে। আমরাও খিচুড়ি, আমাদের সবকিছুই খিচুড়ি। এখান থেকে ওখান থেকে, সারা দুনিয়ার জিনিসপাতি এসে এক ডেগচিতে মিশে একাকার।

খিচুড়িই হোক বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার। ইয়াম ইয়াম।


মন্তব্য

বিপ্লব রহমান এর ছবি

এ কাহিনী শুধু খিচুড়ির নয়, এ কাহিনী বাংলাদেশেরও বটে। আমরাও খিচুড়ি, আমাদের সবকিছুই খিচুড়ি। এখান থেকে ওখান থেকে, সারা দুনিয়ার জিনিসপাতি এসে এক ডেগচিতে মিশে একাকার।
খিচুড়িই হোক বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার। ইয়াম ইয়াম।

হিমু ভাই,

শেষে খিচুড়ি নিয়েও রাজনীতি? চোখ টিপি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

হিমু এর ছবি

রাজনীতি? আমি আকাশ থেকে পড়লাম! ধপাস!

আমি তো শুধু চন্দ্রবিন্দুর চ, বেড়ালের তালব্য শ আর রুমালের মা-র কথা বলছিলাম। সবকিছুর মধ্যে এই রাজনীতি দ্যাখা ছাড়ুন। এখন আমাদের এগিয়ে যাবার সময়। দে পানাহ দে, ইয়া এলাহি, দে পানাআআআআহ ...।


হাঁটুপানির জলদস্যু

সুমন চৌধুরী এর ছবি

পথ হারায়ে কাঁদি অামি
দে প্না..দে প্না...
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

হাসান মোরশেদ এর ছবি

একচিমটি,একমুঠো আর একগ্লাস...এইবার ঘোঁটা
-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

হাসিব এর ছবি

কে রানছিলো ?

ঈভ এর ছবি

রেধে খেতে হচ্ছে নাক হিমুদার?

সুজন চৌধুরী এর ছবি

মমতাজ মিয়ার গান লইয়া মজা কর?

____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

ফারুক হাসান এর ছবি

পোস্টে খিচুড়ি, মন্তব্যেও খিচুড়ি-----

মজা লাগছে। ডান হাতের বুড়া আংগুল উচা।

-----------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

আরিফ জেবতিক এর ছবি

িকুাদিুবাদুবআুাগহুজপডগতপডয নাতবেরদরদর

(একটি খিচুড়ি কমেন্ট মারলাম)

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ইয়াম ইয়াম।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।