বিজ্ঞাপনের জন্য কাহিনী লেখার আগ্রহ মাঝে মাঝে কাজ করে। টিভি দেখা কম হয় আমার, এখন তো দেখার সুযোগই নেই, যখন দেখতাম তখন দ্রষ্টব্যের তালিকায় বিজ্ঞাপনগুলিই বেশি চলে আসে। হিন্দিভাষী ভারতীয় চ্যানেলগুলিতে জঘন্য সব সোপ অপেরার ফাঁকে [ফাঁপা সোপগুলিও ভারতীয় ফ্যাশনের বিজ্ঞাপন, আর অচর্চিত সব আচারের, যা পড়ে বাংলাদেশে কিছু রামছাগলের জীবনে অবশ্যচর্চ্য হয়ে ওঠে] দুর্দান্ত কিছু বিজ্ঞাপন দেখায়, সেগুলি আলাদা করে দেখার মতো। ক্রিকেটের ফাঁকে এসব বিজ্ঞাপনও কম বিনোদনমূলক নয়। কী একটা বাবলগামের বিজ্ঞাপন দেখতাম রীতিমতো ছুটে এসে, যেখানে কোন এক রাজার মহলে আলোকসজ্জা করা হয় হাস্যোজ্জ্বল পরিচারকদের দংষ্ট্রাশোভায়, তাদের খিঁচিয়ে থাকা দাঁতের আলোয় উদ্ভাসিত খানাঘর, টেনিসকোর্ট, এমনকি গাড়ির হেডলাইটের কাজও চলছে এভাবেই। সাথে গান, তেরা দিন রওশন তেরা রাত রওশন ... মুসকুরালে মুসকুরালে জগমগালে জগমগালে ... এক কথায় দুর্ধর্ষ।
বাংলাদেশেও এখন চমৎকার সব বিজ্ঞাপন তৈরি হচ্ছে, আশা করি ভবিষ্যতে আরো হবে, ভারতীয় বিজ্ঞাপনের ডাব করা মাল দিয়ে আর পাবলিকের মাথায় নারকেল ভাঙতে হবে না। অবশ্য এখন মানুষের রসবোধের জায়গাটাও বিপন্ন হয়ে পড়েছে "সংবেদনশীল" ধর্মানুভূতির আগ্রাসনে।
কিছু বিজ্ঞাপন তুলে দিচ্ছি ইউটিউব থেকে।
মন্তব্য
সবগুলো কনসেপট্ ভালো লেগেছে, তবে কনডমেরটা দূর্দান্ত......বিজ্ঞাপন এমন একটা জিনিষ-কথা কম এক্সপ্রেশন বেশী, পুরো গল্প বলে শেষ করতে হবে ৩০-৪০ সেঃ, এই ব্যাপারটাই দারুন লাগে আমার। ধন্যবাদ আপনাকে। ও আর একটা কথা, বিজ্ঞাপনের ডিওরেশনে ছোট ফিল্মও মন্দ না...লিখবেন নাকি স্ক্রিপ্ট ব্যাপারটা মাথায় রেখে?
হ্যাঁ, আগ্রহ আছে লেখার। নির্মাণে উৎসাহী কাউকে পেলে ভালো হতো।
হাঁটুপানির জলদস্যু
০১.
ভাই রে, বিজ্ঞাপন শুধু লেখার জিনিস না, গাধার খাঁটুনির।
সারাক্ষণ মাথায় নিয়ে ঘুরাঘুরি করো, কোনো একটা আইডিয়া পেলে টিমের সাথে গুজুর গুজুর করো, তারপর স্ট্র্যাটেজির সাথে মিলাও, ক্লায়েন্টের সাথে দফায় দফায় মিটিং করো, অ্যান্ড প্রডাক্টটার ওপর বেশি বেশি ফোকাস করো। স্বাধীনতা খুবই কম।
০২.
এতোকিছুর পরও মার্কেট শেয়ার না বাড়লে আবার ক্লায়েন্টের গালি খাও।
০৩.
বিজ্ঞাপনে আগ্রহের কথা বললেন, তাইলে যান মাঝে মাঝে যেসব বিষয় নিয়ে আটকে যায়, মাইনক্যা চিপায় পড়ি, সেগুলোর ব্রিফ পাঠাইয়া দিবোনে। হাহাহাহাহা
হুম, ইউটিউবের সৌজন্যে বেশীরভাগই আগে দেখা ছিল।
হিমু, বিজ্ঞাপনের জন্য কাহিনী লিখলে জটিল কিছু লেখা পাওয়া যাবে।
এই বিজ্ঞাপনটাও খুব চমৎকার।
কি মাঝি? ডরাইলা?
আসলেই চমতকাররে ভাই...আপনিও লিখুননা ছোট ছোট কনসেপড্ বেসইড্ স্ক্রিপ্ট।
দারুণ।
কনডমেরটা মজার। আর শেষের ৬ মিনিটের কালেকশনটা দুর্দান্ত।
দ্রোহী ভাইর টাও জিনিয়াস।
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
কি আজগুবি সব আইডিয়ারে বাবা !
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
বস,
এই ধরনের ব্লগ শুধু আফসোস বাড়ায়...যা স্পিড...একটা ভিডিও দেখতে পারি নাই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
হিমুও পারতো না।
জার্মান আইসা এখন একসাথে ৬টার লিংক দিছে।
যাক হিমু এখন সচল হইছে। ব্লগটাও সচল থাকবে।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
হিমু ভাই জার্মানি গেলো কবে?
হিমু আর হিটলার হিহিহিহিহিহিহিহিহি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
বেশীরভাগ বিজ্ঞাপনগুলোর অন্তরনিহিত দর্শন যেনো এখন আর পন্য প্রচার নয়!
বাংলা, হিন্দী, ইংরেজী -- বেশীরভাগ বিজ্ঞাপনই যেনো বলতে চায়, অমুক সাবান মাখুন, তমুক তেল ব্যবহার করুন, অথবা এই ক্রিম ব্যবহার করে ফর্সা হয়ে মাথা ঘুরিয়ে দিন বালককূলের।
অন্যদিকে মটর সাইকেল, মটো, নিভিয়া - মেন ক্রিম, কি এএক্সই বডি স্প্রে তো ঘোষণা দিয়েই সেস্কি বালিকা ধরার প্রচার করে।
যৌন নির্ভর এই পুঁজির টার্গেট গ্রুপ এখন শিশুরাও। ডিটারজেন পাউডার, ডেটল কি নুডুলসের বিজ্ঞাপনে দেদারছে মডেল করা হচ্ছে শিশুদের।
এরপর মডেল হিসেবে 'এক চক্ষু দানব টিভি'র পর্দায় বোধহয় তুলে আনা হবে ভ্রুন শিশুদের!
শেষ পর্যন্ত এর শেষ কোথায়??
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
আররে জোশ! মজা পেলাম খুবই। অ্যাড দেখতে আমারো খুব ইন্টারেস্টিং লাগে। প্রথমটার বাচ্চাটাকে দেখে এখানকার একটা অ্যাডের কথা মনে পড়ল। ঐ অ্যাডটা এখানে অ্যাড করে দিলাম।
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
এইখানে দেওয়া প্রায় সবগুলি অ্যাডই গত কয়েক বছরের গান রিপোর্টে শ্রেষ্ঠ বিজ্ঞাপণের তালিকায় থাকনে...দেখনের সুযোগ হইছে। বিজ্ঞাপণী ক্রিয়েটিভের হিউমার উইট দেখতে খারাপ লাগে না...তয় তৈরী করতে য্যান চাক্কুতে কাটে হৃৎপিন্ড...পাবলিক ঠকান্তিস ব্যবসার লগেতো কোন পার্থক্য নাই বিজ্ঞাপণী শিল্পের।
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
আরেকটা দিলাম। আমার খুব মজা লাগে। এরকম ফুডকোর্টে পাইরেটেড সিডি-ডিভিডি বিক্রি হয় এখানে মাঝেমাঝে। এটা খুব দেখায়। Astro হচ্ছে মালয়েশিয়ার কেবল্ টিভির নেটওয়ার্ক।
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
তোর এই পোস্টের বদৌলতে আমার অলটাইম ফেভারিট একটা অ্যাডের কথা মনে পড়ে গেল। আমাদের দেশে কেবল্ টিভি আসার শুরুর দিকে ইন্ডিয়ান চ্যানেলগুলোতে দেখাত। ইউটিউবে সার্চ দিয়ে দেখি ঐটাও আছে। তাই এখানে অ্যাড করে দিলাম।
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
সবগুলাই দারুণ। মজাদার।
এইগুলো কেমন?
কি মাঝি? ডরাইলা?
এটি ছিলো হ্যাপিডেন্ট এর বিজ্ঞাপ্ন। এখানে লিঙ্ক টা দিলাম। বিজ্ঞাপন টা আমারও খুব পছন্দ-
নতুন মন্তব্য করুন