লিখেছেন হিমু (তারিখ: রবি, ০৩/০৬/২০০৭ - ৮:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:
সামহোয়্যার ইনের কর্তৃপক্ষের মনোভাব সম্পর্কে গত দেড় বছরে আমাদের একটা ধারণা তৈরি হয়েছে। সচলায়তনের ব্লগারুদের মধ্যে সম্ভবত এ ধারণাটা কমবেশি একইরকম।
যুঞ্চিক্তর কোরানের লেখক সন্ধান বিষয়ে একটি সামগ্রিক ডিপ্লোম্যাসির অভাব আছে। কোরানের ঐশী বৈশিষ্ট্যে বিশ্বাসী বলে দাবীদার কিছু লোক এই পোস্টকে কেন্দ্র করে এক হৈচৈ বাঁধানোর দারুণ সুযোগ পেয়ে গেছে। যুঞ্চিক্ত যা করতে পারতো, ব্লগস্পট বা ওয়ার্ডপ্রেসে একটা ব্লগ খুলে পোস্ট দিয়ে সেটার লিঙ্ক ধরিয়ে দিতে পারতো সামহোয়্যারকে।
ব্যক্তিগতভাবে আমি ধর্মভিত্তিক তর্কে অংশগ্রহণ করি না, কারণ এই তর্ক আমার বিবেচনায় কিছু চরম ছাগলকেও দাঁড়াবার জায়গা করে দেয়।
সচলায়তনে এই বিষয়ের প্রতি সব ব্লগারুকে দৃষ্টি দেবার অনুরোধ জানাচ্ছি।
মন্তব্য
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
অজ্ঞাতবাস
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
নতুন মন্তব্য করুন