যুঞ্চিক্তর পোস্ট মোছা নিয়ে

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: রবি, ০৩/০৬/২০০৭ - ৮:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:
সামহোয়্যার ইনের কর্তৃপক্ষের মনোভাব সম্পর্কে গত দেড় বছরে আমাদের একটা ধারণা তৈরি হয়েছে। সচলায়তনের ব্লগারুদের মধ্যে সম্ভবত এ ধারণাটা কমবেশি একইরকম। যুঞ্চিক্তর কোরানের লেখক সন্ধান বিষয়ে একটি সামগ্রিক ডিপ্লোম্যাসির অভাব আছে। কোরানের ঐশী বৈশিষ্ট্যে বিশ্বাসী বলে দাবীদার কিছু লোক এই পোস্টকে কেন্দ্র করে এক হৈচৈ বাঁধানোর দারুণ সুযোগ পেয়ে গেছে। যুঞ্চিক্ত যা করতে পারতো, ব্লগস্পট বা ওয়ার্ডপ্রেসে একটা ব্লগ খুলে পোস্ট দিয়ে সেটার লিঙ্ক ধরিয়ে দিতে পারতো সামহোয়্যারকে। ব্যক্তিগতভাবে আমি ধর্মভিত্তিক তর্কে অংশগ্রহণ করি না, কারণ এই তর্ক আমার বিবেচনায় কিছু চরম ছাগলকেও দাঁড়াবার জায়গা করে দেয়। সচলায়তনে এই বিষয়ের প্রতি সব ব্লগারুকে দৃষ্টি দেবার অনুরোধ জানাচ্ছি।

মন্তব্য

কনফুসিয়াস এর ছবি
যুঞ্চিক্ত-র পোষ্টটা ওভাররেটেড হয়ে গেছে! এত মাতামাতির কিছু ছিলো না ওখানে। ব্যাপারটা একদমই ইমম্যাচিওরড আর দুঃখজনক। ------ কনফুসিয়াস

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সুমন চৌধুরী এর ছবি
ভাস্কর এর ছবি
গুরুত্বপূর্ণ লিখতে রেফটা ণ'এর আগে দিতে হয়। এইটুক টাইপিং কেরদানী মনে হয় অভ্যাস হইয়া যাইবো কয়দিন প্র্যাক্টিস করলেই...

স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

আরিফ জেবতিক এর ছবি
গুরুত্বপূর্ণ@ভাষ্কর।ধন্যবাদ।
এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
প্র্যাকটিস দরকার নাই। ঠিক করে দিবো। এইভাবে রেফ লেখাটা অভ্রর কেরদানী, পরে সামহোয়্যারইনেও একই ভাবে রেফ ইমপ্লিমেন্ট করছে। আসল ইউনিজয়ে এভাবেই রেফ আছে।
আরিফ জেবতিক এর ছবি
জ্বি জনাব,শুকরিয়া।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।