গানঃ একতারা লাগে না আমার
শিলীঃ সাবিনা ইয়াসমিন
সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
গীতিকারঃ মনিরুজ্জামান মনির
একতারা লাগে না আমার, দোতারাও লাগে না।।
দেশেরই গান গাইতে আমার হৃদয় থেকেই সুর আসে
আহারে আকাশে বাতাসে কত জারি-সারি ভাসে।
এই মাটিতে ঘুমায় কত পীর ফকির আউলিয়া
হাজার হাজার মরমীয়া কত দরদীয়া।
তারাই বানাইলো হাসন, লালন, রবি ঠাকুর, নজরুল
জীবনানন্দ, জসীমউদ্দিন কবিতার বুলবুল।
খঞ্জনি লাগে না আমার, ঢোলকও লাগে না।।
দেশেরই গান গাইতে আমার হৃদয় থেকেই সুর আসে।
কণ্ঠ আমার ভাটিয়ালী, পরান ভাওয়াইয়া
আমি তো আর গাই না রে গান, কেউ যেন যায় গাওয়াইয়া।
আহারে মনেতে কোকিলও গাহে বছর বারো মাসে
ইচ্ছা করে মাটি হয়ে মাটিতে যাই মিশে।
বাঁশরী লাগে না আমার, মন্দিরাও লাগে না।।
দেশেরই গান গাইতে আমার হৃদয় থেকেই সুর আসে
আহারে আকাশে বাতাসে কত জারি-সারি ভাসে।
|
মন্তব্য
নতুন মন্তব্য করুন