করবী

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: শনি, ০২/০৫/২০০৯ - ৬:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

করবীর বৈজ্ঞানিক নাম নিয়ে আমি কিছুটা দ্বিধায় আছি। একে Indian Oleander বা Nerium indicum বলে উল্লেখ করা হয়েছে কিছু কিছু জায়গায়, কিন্তু Nerium oleander এর সাথে এর ফেনোটাইপের বৈসাদৃশ্য অতি ক্ষীণ বলে জানাচ্ছে জার্মান উইকিপিডিয়া। উদ্যানবিদদের সহায়তায় করবীর তিনটি ছবি তুললে একে শনাক্ত করে সঠিক বৈজ্ঞানিক তথ্য যোগ করা সহজ হবে বলে মনে করছি।

করবী লাল, গোলাপী বা সাদা হতে পারে। ফুল ফোটে গুচ্ছবদ্ধ হয়ে। ফুলের আকৃতি ক্ষুদ্র, এক মিটার দূরে দাঁড়িয়ে কোন গন্ধ পাওয়া যায় না। করবী বসন্তের শুরু থেকে শুরু করে বর্ষাকাল পর্যন্ত ফোটে। করবী গাছটি ঝোপ আকৃতির ও কাষ্ঠল, এর পাতা সরু ও সূঁচালো (Lanceolate)। করবীর পাতা ও শেকড় আয়ুর্বেদে ব্যবহার করা হয়। পতঙ্গবিতাড়ক ও কীটনাশক হিসেবে করবীর পাতা ব্যবহার করা যায়।

করবীর ছবি তুলে মন্তব্যে এমবেড করা অতীব জরুরী। এরপর পোস্টটি আবার সম্পাদনা করা হবে।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।