নিজের আর অন্যের কাজ নিয়ে ব্যস্ত ভীষণ। মাথা চক্কর দিচ্ছে। সামান্য একটু ঘুমাবো, ভাবলাম একটা চক্কর দিয়ে যাই। হাতে কিছু নাই, তাই আজ দুবলা জিম্বাবুয়ের বিরুদ্ধে মোহাম্মদ আশরাফুলের ১০৩ বলে করা ১০৩ রানের সেঞ্চুরি উপলক্ষ্যে এক কিছুমিছু পোস্টারই দিয়ে গেলাম।
অভিনন্দন আশু।
.
.
.
মন্তব্য
হা হা... ঠিকাছে। কিন্তু ছেলেটাকে এরকম ইট-সুরকীর উপর খেলাচ্ছেন কেন
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ওয়েবসাইট | ব্লগস্পট | ফ্লিকার | ইমেইল
ভালোইছে
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
বন্ড, জেমস বন্ড-এর উপর পান'টা মজা লাগলো। ভালোইসে।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
হাহাহা... ভাল্লাগসে... ইদানীং কিছুই ভালো লাগে না খুব অরুচি ধরে গেসে, যাক অনেক দিন পর কিছু একটা দেখে ভালো লাগল!
দারুণ !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
জটিল
হেব্বী তো!
--------------------------------------------
<ঘ্যাচাত, ঘ্যাচাত, ঘ্যাচাত> - আমার সিগনেচার
--------------------------------------------
বানান ভুল হইতেই পারে........
সেঞ্চুরি কইরাও বেচারা পচানি থেকে রক্ষা পেল না:(
সদস্যনামঃ সূর্যবন্দী মেঘ...
পোস্টার বড়ই মনোহর......
নিচে একটা লাইন দিতেন, শীঘ্রই সিক্যুয়েল আসিতেছে । তারপর খালি উপরের '1' টা বাদ দিয়ে দুই একদিনের মধ্যে আবার পোস্টাইতেন......
#ওসিরিস
অভিনন্দন আশু!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
এইটা চরম হইসে!
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
সবাইকে ধন্যবাদ। ঘাড়ে একটা পোকা হুল ফুটিয়ে দিয়ে গেছে, প্রচণ্ড ব্যথা, নড়তে চড়তে পারছি না, মেজাজটা চরম খাট্টা হয়ে আছে।
ভাল্লাগসে
আশরাফিল! আশরাফিল!!
আশুর সম্প্রতি বড়ই ভাব। ফুটপাত শুভ্ররেও সে আজকাল সাক্ষাৎকার দিত চায় না...।
পুস্টার ভালৈসে।
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
হুমম, শরীরটাতে আজকাল অন্যরকম অনুভূতি আসে, দেখিস একদিন আমরাওও
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
নতুন মন্তব্য করুন