সারাটা দিন খুব খ্রাপ গেছে। জ্বর। দুইটা কাজ নিয়ে ব্যস্ত। ঘরে খাবার কিছু নাই। খাবার কিনে ফিরে আসার পথে বাড়ির দরজার সামনে একটা পোকা (কী পোকা নিশ্চিত নই। রোমশ।) দিলো ঘাড়ে কামড়ে। ভয়ঙ্কর সেই যন্ত্রণা। পোকাটাকে ঝেড়ে ফেলতে গিয়ে দেখি হুল বিঁধে আছে ঘাড়ে।
ঘরে উঠতে উঠতে ঘাড় গেলো ফুলে। ঘাড়ের উপর দুইটা মাথা নিয়ে ঘোরার মতো অবস্থা। পুরো কাঁধ অবশ। এদিকে পিসিতে জমে উঠছে কাজ। ফলাফল, মেজাজটা প্রচণ্ড খারাপ।
ঝালটা ঝাড়লাম তাই পোস্টারে। ফ্লিকারে বড় করে দেখুন।
.
.
.
.
.
.
মন্তব্য
ওরে রে...!!!
আগেরটা তখন পর্যন্ত সেরা ছিলো। এবারেরটা সেটাকেও ছাপিয়ে গেলো। নাহ, হিমু ভাইয়ের বিজ্ঞাপন নির্মাতা হয়ে যাওয়া উচিত!
জটিলস্য জটিল
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
হিমু ভাইয়ের জ্বর হওয়াটা ভালো লক্ষণ। এতে পুস্টার ভালো হয় !!
এটা বেশী ভালো হইসে।
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
ওরে..... !!
ঘাড়ে পোকায় কামড়াইলে যদি এই জিনিস বাইর হয়, তাইলে আমিও দুই একটা পোকার কামড় খাইতে চাই .........
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
বাপরে!
..................................................................
ঐ যে হাঁটছি মুদ্রা দোষে নাকটা ঘষে
আড্ডা মানেই সেকেণ্ড হাফে খেলছি সোলো
গুজবো না শার্ট আমার পাড়া স্মার্ট পেরিয়ে
সে রোদ্দুরের স্মরণ সভাও লিখতে হল
হিমু,
এখানে এক ধরণের পোকা আছে। গাছপালায় থাকে। জার্মান নাম Zecken. বেশ বিপদজনক! খুব ছোট্ট একটি পোকা, হুল বিধিয়ে বসে থাকে। আপনাকে যে পোকায় কামড়েছে, সেটা যদি তা হয়, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া জরুরী। তবে আপনার যখন ব্যাথা হয়েছে, মনে হয় ওটা সে পোকা নয়। Zecke হুল ফোটালে তেমন ব্যাথা হবার কথা নয়। তারপরও একবার ডাক্তারকে দেখানো ভালো। Zecke কিন্তু সত্যিই বিপদজনক!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
ধন্যবাদ তীরুদা। ৎসেকে তো টিক। শরীরের ভেতরে বসে পড়ে। আর ওটা কামড়ালে ভয়াবহ জ্বর আসে। আমাকে যে পোকা কামড়েছে সেটা টিকের তুলনায় লিমুজিনের মতো। আজ ফোলা একটু কমে গেছে দেখলাম। তবে ঘাড় আড়ষ্ট হয়ে আছে।
দারুণ!!!
...
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
তীরন্দাজের সাথে একমত। শিঘ্রি ডাক্তার দেখান।
ভয় পাইসি বস!
ডাক্তার দেখান, সুস্থ হন। পুস্টার জটিল হইসে।
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
শীঘ্রই ডাক্তার দেখান, বিপদজনক হতে পারে!
কী ফরমেটে সেইভ করছিলেন? জেপিজি? নাকি সেইভ ফর ওয়েইভ? টেক্সট আরেকটু খোলসা পরিষ্কার হইলে ভালো দেখাইতো...
পোস্টার জোশ
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
তাড়াতাড়ি সুস্থ হন।
বন্ড মিয়ার নয়া ছবি আসলে এটাকেই তো ওরা পোস্টার হিসেবে ব্যবহার করতে পারবে। দারুন হইসে !
--------------------------------------------------------
--------------------------------------------------------
এইটা কোয়ান্টাম অব সোলেইস-এরই পোস্টার। শুধু একটু কাটাছাঁটাসাঁটা হয়েছে।
দুর্দান্ত— এর সাথে একমত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধুগো— এর সাথে একমত!
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
লেখা গুলো পড়তে পারলাম না ।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
নতুন মন্তব্য করুন