শংকাহীন সত্যের হাতছানি

হীরক লস্কর এর ছবি
লিখেছেন হীরক লস্কর (তারিখ: মঙ্গল, ০৩/০১/২০০৬ - ৯:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:


নাইবা দিলাম আকাশ থেকে মিটমিটে লাল তারা পেড়ে
বৃষ্টি থেকে রামধনু আর গভীর জলের পদ্মফুল
নাই দেখালাম মগ্ন চোখে অলীক স্বপ্ন বর্ষাধারা
কল্পকথার রাজরাণী আর স্বর্ণমুকুট চক্ষুকাড়া
নাইবা দিলাম ভবিষ্যতের ফুলকথার সব প্রতিশ্রম্নতি
দিচ্ছি তোমায় বর্তমানের মুঠোয় ধরা অনুভূতি

সত্য নেয়ার ভয়ে তুমি তাই কি এত জড়োসড়ো
তোমার কাছে সত্যের চেয়ে মিথ্যে স্বপ্ন অনেক বড়ো?

দিলাম বাড়িয়ে তোমার দিকে হাতের ডগায় আলিঙ্গন
কপোল, ওষ্ঠে, তিলক দিলাম প্রেম-মদির সুখ-চুম্বন
শরীর দিলাম বিনাক্লেশে, দিলাম সঁপে দ্রোহ যৌবন
জীবন ছেনে দিলাম তোমায় জীবন-উর্দ্ধ প্রাণস্পন্দন

সত্যের স্পর্শ নেয়ার শংকায় ত্বক কি তোমার থরোথরো?
সত্যের চেয়ে তোমার কাছে মিথ্যে স্বপ্ন অনেক বড়ো?


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।