চলে যাবো বললেই

হীরক লস্কর এর ছবি
লিখেছেন হীরক লস্কর (তারিখ: বুধ, ০৪/০১/২০০৬ - ৯:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


শেষ বলে কোনো কথা নেই
ফিরে যেতে পারি চাইলেই
ভালবাসা দিলে আছি
না দিলে নেই।
চলে যাবো তুমি বললেই।

সোনার শেকলে কিইবা ফলে
যে যাবার যে যাবেই।
ভালবাসা দিলে আছি
না দিলে নেই।
চলে যাবো তুমি বললেই।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।