বিচারপতি সিইসি'র আদালত অবজ্ঞা

হীরক লস্কর এর ছবি
লিখেছেন হীরক লস্কর (তারিখ: সোম, ০৯/০১/২০০৬ - ৯:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


হাইকোর্টের রায়কে অবজ্ঞা করে ভোটার তালিকা তৈরির কাজ চলছে। সেইসাথে চলছে শাসক দলের নির্বাচন জয়ের অপচেষ্টা।

লক্ষ্যণীয় যে এই সিইসি নাকি বিচারপতি ছিলেন। নির্বিচারে অবিচার করতে যার বাধছে না তার হাতে আদালত যে কতটুকু নিরাপদ ছিল তা দুশ্চিন্তার উদ্রেক করে। জঙ্গীরা আদালতে বোমা ছুঁড়ে বিচারকদের হত্যা করছে। তা কি এধরনের বিচারপতিদের অবিচারের শিকায় হওয়ার কারণেই। হায় সেলুকাস কি বিচিত্র এই দেশ!!!


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।