বেঙ্গলি নয় আমাদের ভাষার নাম বাংলা

হীরক লস্কর এর ছবি
লিখেছেন হীরক লস্কর (তারিখ: সোম, ০৯/০১/২০০৬ - ১০:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:


সব পাঠক ও ব্লগারদেরকে এক মহান আহবান জানানোর জন্য এই লেখা। বিষয়টি আমাদের ভাষার ইংলিশ নাম নিয়ে।
বাংলাভাষাকে ইংলিশে বেঙ্গলি বলে চিহ্নিত করা হয়। অথবা বলা যায় ভুল বানানে লেখা হয়। কিন্তু এতো আর আমাদের জাতীয়তাবাদের মত বিতর্কিত করে তোলা কোনো বিষয় নয়। সবাই জানেন আমাদের ভাষার নাম বাংলা। সুতরাং ইংলিশেও একে বাংলা লেখা উচিত। এবং কাজটি করতে হবে আমাদের। এই আবেদনটি রাখছি আপনাদের কাছে। এখন থেকে দয়া করে ভাষার নামটি ইংলিশেও বাংলা লিখুন। আমরা বিভিন্ন বিদেশী দূতাবাস ও বৃহৎ প্রতিষ্ঠানগুলোতে চিঠি পাঠাতে যাচ্ছি একই অনুরোধ করে। কিন্তু নিজে না আচরি ধর্ম পরকে কি করে শিখাই। সুতরাং আশা করছি আপনারা এই আবেদনে এগিয়ে আসবেন। বি এ এন জি এল এ - বাংলা -এটাই আমাদের ভাষার নাম।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।