তবু ঈদ আসে বাংলাদেশে

হীরক লস্কর এর ছবি
লিখেছেন হীরক লস্কর (তারিখ: মঙ্গল, ১০/০১/২০০৬ - ৫:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


প্রচন্ড ঠান্ডা ও মঙ্গায় মানুষের এখন ত্রাহি অবস্থা উত্তরবঙ্গে। না খেয়ে আধা-পেট খেয়ে দিন কাটাচ্ছে মানুষ। অন্যদিকে দেশের আরেক অংশের মধ্যে চলছে ঈদের নামে প্রতিযোগিতার মচ্ছব। পত্রিকার খবর বেরিয়েছি জনৈক এমপি 120টি গরু কোরবানি দিচ্ছেন।
এদিকে বোমা ফাটাচ্ছে হবু শহীদেরা। নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে প্রতিষ্ঠিত সরকারী নিরাপত্তা বাহিনীগুলো। শহরগুলোতেই ঘাপটি মেরে লুকিয়ে আছে বোমাবাজ নেতারা। অন্যদিকে চাঁদাবাজ আর ছিনতাইকারীর হাত থেকে নিরাপদ নয় গরুক্রেতা এমনকি গরু। আল্লাহর নামে কোরবানি হতে গিয়ে গরু বেচারাদের কত ঝক্কি পোহাতে হচ্ছে। শিশির ভট্রাচার্য্যের কাটর্ুনে এটি খুব সুন্দর ফুটে উঠেছে। জয়তু শিশির।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।