বাঙালের ব্রিটিশ বুদ্ধি-২

হীরক লস্কর এর ছবি
লিখেছেন হীরক লস্কর (তারিখ: মঙ্গল, ১০/০১/২০০৬ - ৬:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


ব্রিটিশরা বাণিজ্য করতে গিয়ে ধীরে ধীরে শাসনভারই তুলে নিল বাংলার। দু'শ বছর তারা সেখানে চালিয়েছে শোষণ। এর মধ্যে একশ' বছর চলেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। ভাবলে মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করে যে একটি কোমপানি শাসন করলো আমার দেশ এতবছর ধরে। আমাদের পূর্বপুরুষরা কতটা নপুংসক ছিলেন তবে। কঠিন হয়ে গেল কথাটা। রস করেই বলি, কতটা বাঙাল ছিল তারা।
বাঙাল এখনও রয়ে গেছে তারা। লন্ডনের টাওয়ার হ্যামলেটস বাঙালি সংখ্যাগরিষ্ঠ এলাকা। অনেক আগেই এখানে বাঙালি এমপি হওয়া উচিত ছিল। ব্রিটিশরা তাদের সহজাত বুদ্ধির পঁ্যাচে বাঙালদের মাঝে কোন্দন বাঁধিয়ে তা রক্ষা করেছে এতদিন। টাওয়ার হ্যামলেটস -এর নেতৃত্বও বাঙালিদের হাতে চলে এসেছিল প্রায়। কিন্তু তাও তারা নানা পঁ্যাচে ম্যানেজ করে ফেলেছে। যোগ্যতা আছে এমন সব কাউনিসলারদেরকে তারা হজম করে ফেলেছে। যারা বড় নেতা হতে পারতেন তারা দুর্নীতির নানা অভিযোগে এখন হারিয়েছেন কাউনিসলরের পদ। ধামা-ধরা অযোগ্য কিছু বাঙাল বসে আছেন পদ নিয়ে।
বাংলাদেশের গ্রামে যে ভিলেজ পলিটিক্স দেখা যায় তার চেয়ে এ পলিটিক্স অনেক পেঁচালো। থাক সে পাঁচালি এখন।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।