লস্করের বিলাত আবিষ্কার-২

হীরক লস্কর এর ছবি
লিখেছেন হীরক লস্কর (তারিখ: শনি, ১৪/০১/২০০৬ - ৮:৪৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


তাকিয়ে আছেন বিগ ব্রাদার

বিগব্রাদার বলে একটি টিভি প্রোগ্রাম চলে বিলাতের চ্যানেল ফোরে। রিয়েলিটি টিভি শো। সারা বাড়ি ভর্তিক্যামেরা। এমনকি টয়লেটেও আছে মাইক্রোফোন। সুতরাং যারা সেই ঘরে ঢুকেছেন বের না হওয়া পর্যন্ত তাদের কোনো প্রাইভেসি বলে কিছু নেই। জাতীয় টেলিভিশনে সবই দেখা যাচ্ছে। দেখছে মিলিয়ন মিলিয়ন লোক।
বিলাত এসে মনে হলো এদেশ সত্যি সত্যি বিগ ব্রাদারের দেশ। হাজার হাজার সিসিটিভি লাগানো সর্বত্র। ট্রেনে বাসেও রক্ষা নেই। মূলত: নিজের ঘর ছাড়া আপনি আছেন সরকার ও নিরাপত্তা বাহিনীর সার্বক্ষণিক তদারকির মধ্যে। টনি ব্লেয়ার অবশ্য চাচ্ছেন জাতীয় পরিচয় পত্র চালু করতে। সেটি চালু হলে মহাশূন্য থেকে প্রতিটি মানুষকে ট্র্যাকিং করা যাবে।
এর মাঝে নতুন একটি পাইলট প্রজেক্ট চালু হয়েছে শোরডিচে। এটি যদি সফল হয় তারপর সারাদেশে এরকম ব্যবস্থা চালুহবে। এই প্রজেক্টের ব্যবস্থায় এখন শোরডিচের অধিবাসীরা তাদের বাসার টেলিভিশনে সিসিটিভি'র লাইভ ছবি দেখতে পারবেন। আগে শুধু পুলিশ দেখতো এখন দেখবে যে কেউ। বাহ কি চমৎকার ব্যবস্থা এবং ব্যক্তিগত স্বাধীনতায় কি মারাত্মক হস্তক্ষেপ। যদি সারাদেশ জুড়ে এটি চালু হয় তবে বিলাত হয়ে উঠবে একটি বিগ ব্রাদারের দেশ।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।