প্রতিটি মানুষ কিছু না কিছু কাজে দক্ষ। যে ক্ষেত্রে সে অন্যের জন্য হতে পারে উদাহরণ। আরো দশজন শিখতে পারে তার অভিজ্ঞতা থেকে। আপনি যেখানেই থাকুন যাই করুন না কেনো, আপনিও এর ব্যতিক্রম নন। আমাদেরকে সেই অজানা আপনার বিশেষ দক্ষতা, অভিজ্ঞতা ও জীবনের কথা বলুন।
বাংলা গালি আমরা সবাই জানি। তার পুনরাবৃত্তি করার জায়গা নিশ্চয়ই এই ব্লগ সাইট নয়। আমাদের আলাদা আলাদা রাজনৈতিক অভিমত আছে। তাও হয়তো এখানে বলতে পারেন তবে তা অনেক বেশি সংযত ও রুচিসম্মত হতে হবে। সমর্থন পাওয়ার চেয়ে আপনার রাজনৈকি বক্তব্যে সমর্থন হারানোর ঘটনা বেশি ঘটে তবে সে রাজনীতি, শুধুই ব্যর্থতার কপট কপচানি।
সুতরাং লিখুন আপনার বিশেষ অভিজ্ঞতা নিয়ে। নিজের বিশেষ জ্ঞান অন্যের মাঝে বিলিয়ে দিন। অন্যদের সাহায্য করুন এবং নিজেকে আরো ঋদ্ধ করুন নতুন শক্তিতে।
মন্তব্য
নতুন মন্তব্য করুন