লস্করের বিলাত আবিষ্কার-৩

হীরক লস্কর এর ছবি
লিখেছেন হীরক লস্কর (তারিখ: সোম, ১৬/০১/২০০৬ - ৬:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


ইস্ট ইন্ডিয়া কোম্পানীর জাহাজ যেখান থেকে ছেড়ে ভারতে পেঁৗছে সেখানে এখন টাওয়ার হ্যামলেটস কাউনিসলের অফিস। ইন্ডিয়া ব্রিটেনকে সবকিছু দিয়েছে। তাদের দারিদ্যকে ভরে দিয়েছে নানা ধন আর সম্পদে। সেই শুভদিনের কথা তারা ভুলেনি। সেখানে জাহাজঘাট নেই তবে একটি স্মৃতি ফলক আছে। বিশাল সেই স্মৃতি ফলক। বিরাট এক দেয়ালের সমান। তাতে যারা সেদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানীর জাহাজে চড়ে ভারতের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল তাদের নাম ধাম লেখা। সেইসাথে এই স্বীকারোক্তিও আছে যে, তাদের এই সুদূরপ্রসারী অভিযাত্রার কারণেই ব্রিটেন আজ এতো সমৃদ্ধ হতে পেরেছে।

সামনের বড় রাস্তাটার নাম ইস্ট ইন্ডিয়া ডক রোড। যা গিয়ে মিশেছে কমার্শিয়াল রোডে। এই ইস্ট ইন্ডিয়া ডক রোডে বিভিন্ন শিপিং কোম্পানীর অফিস ছিল। এখনও সি-ম্যানদের রেস্ট হাউজ আছে। বয়োবৃদ্ধ নাবিকরা সেখানে থাকেন। তাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থাও আছে। অতীতকে তারা ভুলেনা। অতীতের উপর সুদৃঢ় করেই গড়ে তোলে বর্তমানের ভিত্তি। কিন্তু সেদিন ইস্ট-ইন্ডিয়া কোম্পানীর অন্যায় ক্ষমতা দখলের প্রতিবাদ করতে গিয়ে ভারত-বাংলায় যারা প্রাণ হারালো তাদের কোনোভাবে আমরা আর স্মরণ করিনা। বরং প্রাক্তন প্রভু মনোক্ষুন্নহবে বলে যেমন আমরা হানাদার বাহিনী বলিনা তেমনি সেসব বীর শহীদদের নামও প্রকাশ্যে উচ্চারণ করি না। এরকম ভীরু মেরুদন্ডহীন জাতির জন্য প্রাণদানও এক বিশাল বিড়ম্বনা।

এই ইস্ট ইন্ডিয়া ডকেই শেষ পর্যন্ত এসে নামে বিলেতে আসা প্রথম লস্করেরা। অত্যাচারে খাবারের অভাবে তার করুণ দিন কাটে এখানে। সে ইতিহাসও কোনো বাঙালি মনে রাখেনি। এই দেশে এসব লস্করেরা তাদের দাবীর জন্যও রক্ত ঝরিয়েছে। দেখুন ইস্ট ইন্ডিয়া ডক রোডের ইতিহাস বিজড়িত ফটোগ্রাফ।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।