বাংলা ব্লগের এই সাইট জমে উঠেছে। সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সাধুবাদ।
জমে যে উঠেছে তার প্রমাণ ব্লগারদের মধ্যে বাদ-বিসম্বাদ, কলহ-বিবাদ লক্ষ্য করলেই বুঝা যায়। মইনের উপর খাপপা ব্লগাররা একচোট নিলেন তাকে। সুতরাং মডারেটরকে ঝুলি থেকে বের করতে হলো ফিলটারিং-এর অস্ত্র।
আড্ডাবাজ নিজেই রাজাকার, জামায়াত ইত্যাদি নিয়ে ওয়ালির সাথে এক কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছেন। কিন্তু বেশ পেশাদারিত্বের সাথে তারা যুক্তিতর্ক চালিয়ে যাচ্ছেন তা দেখার।
আরেক দফা চোট গেলো ছাতা-মাথা কবিতা লেখার জন্য লুনা রুশদীর ওপর। কবিতা ও সাহিত্য বিষয়ে তার পঠন-পাঠন মোটেই হালে পানি পাচ্ছে না নির্দয় সমালোচকদের কাছে।
মইন যদিও বিষয়টি মেনে নিয়ে নতুন করে নতুন আঙ্গিকে তার লেখাগুলো তৈরি করছেন। আমার মনে হয় লুনা রুশদী বিরক্ত হয়ে নতুন পোস্ট করা ছেড়েই দেবেন। আমার এই অনুমান মিথ্যে হলেই আমি খুশি হবো।
তবে যারাই এরকম দলবেঁধে বুলিং করছেন তাদের এই শংকার কথাটি খেয়াল রাখা উচিত। বিভিন্ন পত্রিকায় সাইটটির সংবাদ বেরুনোর পর অনেক পাঠক লেখক হয়তো নাক বাড়িয়েছেন শুঁকে দেখার জন্য। কিন্তু তাদেরকে নরুন দিয়ে তাড়া করলে অচিরেই কিন্তু আমরা গরু ছাড়া গোয়াল নিয়ে হাপিত্যেশ করতে বাধ্য হবো।
সুতরাং যারা চামড়া ছিল া বা মাংস খাওয়ার কাজে নেমেছেন তাদেরকে বলি একটু রয়ে সয়ে। আগে প্রাণে বাঁচিয়ে রাখেন। পরে ছুরিতে শাণ দেন।
মন্তব্য
নতুন মন্তব্য করুন