প্রতিদিন বাংলায় কিছু একটা লেখার অভ্যাস হারিয়ে যাচ্ছিল প্রায়। বিদেশে বাংলা বলা হলেও লেখার সুযোগ খুব একটা আসে না। বাঁধ ভাঙার আওয়াজ সে সুযোগ ও পরিবেশ তৈরি করে দিয়েছে। সেজন্য আয়োজকদের ধন্যবাদ।
যদিও পরিকল্পনা মাফিক লেখা হচ্ছে না। কারণ কোনো একটি বিষয় নিয়ে লিখতে হলে যে হোমওয়ার্ক করতে হয় সে সময় পাওয়া দুষ্কর। বেশ কয়েকটি বিষয় মনে মনে ঠিক করে রেখেছি। কিন্তু সেগুলো লেখার সময় করতে পারছি না।
সুতরাং লেখার পরিকল্পনা বদলে নিচ্ছি। এ যেন প্ল্যান বি। এখন থেকে লিখবো সাম্প্রতিক ঘটনার বিষয়ে আমার প্রতিক্রিয়া। এবং রোজনামচা। ব্লগে লেখার বোধহয় একটা চারিত্র হওয়া উচিত এর তাৎক্ষণিকতা ও ব্যক্তিগত সংলাপ।
সুতরাং আগামীকাল থেকে নতুন রুপে পাবেন আপনারা সোনার ময়না পাখিকে।
ধন্যবাদ সবাইকে।
মন্তব্য
নতুন মন্তব্য করুন