ইজতেমায় জঙ্গি মুসলিম রুখতে পাহারা নিয়ে লেখা আমার ঠিক আগের ব্লগটিতে হোজ্জার একটি গল্প বলেছিলাম। কিন্তুমহামতি হোজ্জার কোনো ছবি দেইনি। পরে খারাপ লাগলো এই ভেবে যে, কালো পোশাক পরা র্যাবের ছবি প্রাসঙ্গিক হলেও হোজ্জার ছবিই লেখাটিকে বাড়তি রস জোগান দিত। সেজন্যই আরেক দফা নাসিরুদ্দিন হোজ্জা। ক্যামেরা তখনও আবিষ্কার হয়নি। সুতরাং হোজ্জার ছবি মানে শিল্পীর গভীর কল্পনা শক্তির পরিচয়।
ছবি দিলেই তো আর ব্লগ হয়ে যায় না। সুতরাং একটি কৌতুকও সাথে লিখি। কালো পোষাকের র্যাব নিয়ে তো আর হোজ্জার কোনো কৌতুক নেই। তবে কালো পোষাকের কাউয়া নিয়ে আছে।
হোজ্জার স্ত্রী নদীতে কাপড় ধুতে গেছেন। এমন সময় এক কাক এসে ছোঁ মেরে নিয়ে গেলো তার সাবান। স্ত্রী হোজ্জাকে বললেন, ঐ যে কাকের পেছনে দেঁৗড়াও। সাবানটা নিয়ে এসো। হোজ্জা বললেন না থাক, ওরই সাবানটা বেশি দরকার। স্ত্রী বললেন, কেনো, ওর কেনো বেশি দরকার হতে যাবে? হোজ্জা বললেন, দেখছো না তোমার কাপড়গুলোর ছেয়ে ওর গায়ে যে কাপড় সেগুলো বেশি কালো। সাবান তো আগে তারই চাই।
মন্তব্য
নতুন মন্তব্য করুন